Advertisement
১৯ এপ্রিল ২০২৪

ট্রেন বাতিল, অমিল বাসও

ভুক্তভোগী কলেজ ছাত্র কৌশিক দালালেরও বক্তব্য, “কলকাতার বেসরকারি কলেজে পড়ি। প্র্যাক্টিক্যাল ক্লাস থাকায় যেতেই হবে। কিন্তু ঘন্টা দু’য়েক বাসস্ট্যান্ডে দাঁড়িয়েও বালিচকের বাস পাচ্ছি না।”

দুর্ভোগ: রেলের কাজের জন্য বাতিল বহু ট্রেন। প্রশাসনের আশ্বাস সত্ত্বেও শুক্রবার সকাল থেকে ছিল না পর্যাপ্ত বাস। বেলার দিকে একটি বাস আসতেই হুড়োহুড়ি যাত্রীদের। খড়্গপুরে। —নিজস্ব চিত্র।

দুর্ভোগ: রেলের কাজের জন্য বাতিল বহু ট্রেন। প্রশাসনের আশ্বাস সত্ত্বেও শুক্রবার সকাল থেকে ছিল না পর্যাপ্ত বাস। বেলার দিকে একটি বাস আসতেই হুড়োহুড়ি যাত্রীদের। খড়্গপুরে। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
খড়্গপুর শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০১৭ ০৩:০৬
Share: Save:

ওডিশার বারিপদার বাসিন্দা সুশান্ত মিশ্র খড়্গপুর থেকে পাঁশকুড়া যাওয়ার টিকিট কেটেছিলেন শুক্রবার সকালে। পরে জানতে পারেন হাওড়াগামী ট্রেন বালিচক থেকে ছাড়বে। কিন্তু বাসস্ট্যান্ডে ঘন্টা খানেক দাঁড়িয়েও বালিচকের বাস মেলেনি। শেষে ৫০ টাকা ভাড়ায় অটোয় ওঠেন। সুশান্তবাবু বলছিলেন, “ট্রেনের টিকিট কেটেও আড়াই ঘন্টা ধরে খড়্গপুরেই ঘুরপাক খাচ্ছি। ঝুঁকি নিয়ে অটোয় ৪০ কিলোমিটার যাওয়া সম্ভব!”

ভুক্তভোগী কলেজ ছাত্র কৌশিক দালালেরও বক্তব্য, “কলকাতার বেসরকারি কলেজে পড়ি। প্র্যাক্টিক্যাল ক্লাস থাকায় যেতেই হবে। কিন্তু ঘন্টা দু’য়েক বাসস্ট্যান্ডে দাঁড়িয়েও বালিচকের বাস পাচ্ছি না।”

‘ইলেকট্রনিক্স রুট ইন্টারলকিং’ ব্যবস্থা চালু হচ্ছে খড়্গপুর রেল বিভাগে। তাই শুক্র ও শনিবার এক্সপ্রেস থেকে লোকাল, বহু ট্রেন আগেই বাতিল করেছিল রেল। এই দু’দিন খড়্গপুর স্টেশন হয়ে লোকাল ট্রেন যাতায়াত করবে না বলেও জানানো হয়েছিল। সে ক্ষেত্রে হাওড়াগামী ট্রেন বালিচক স্টেশন থেকে যাতায়াত করবে। রেল কর্তৃপক্ষ জানিয়েছিলেন, খড়্গপুর-বালিচক রুটে রাজ্যকে অতিরিক্ত বাস চালাতে বলা হয়েছে। বৃহস্পতিবার মেদিনীপুরে এসে পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারীও বাড়তি বাস চালানোর আশ্বাস দেন। বাস্তবে অবশ্য বাসের দেখা মেলেনি। রেলের পক্ষ থেকে সহায়তা কেন্দ্রও খোলা হয়নি। স্টেশনের দক্ষিণ দিকে অনুসন্ধান কেন্দ্র থাকলেও উত্তর দিকে বাসস্ট্যান্ড সংলগ্ন টিকিট কাউন্টারে অনুসন্ধান কেন্দ্র না থাকায় ভুগতে হয়েছে যাত্রীদের।

লোকাল ট্রেনের টিকিট কাটার পরেও ট্রেন না পেয়ে বিপাকে পড়েছেন যাত্রীরা। চোখের সামনে দিয়ে স্টিল এক্সপ্রেস বেরিয়ে গেলেও লোকাল ট্রেনের যাত্রীরা উঠতে পারেননি। সুযোগ বুঝে খড়্গপুর শহরের বিভিন্ন রুটের অটো চালকেরা ডেবরা পর্যন্ত অটো চালিয়েছেন। বহু যাত্রী বাধ্য হয়ে তাতে চাপলেও অনেকে বাড়তি খরচ করে জাতীয় সড়ক দিয়ে দীর্ঘপথে ডেবরা যাওয়ার ঝুঁকি নেননি।

বাড়তি বাস না চালানো নিয়ে রেল আর পরিবহণ দফতর পরস্পরকে দুষছে। রেলের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার কুলদীপ তিওয়ারি বলেন, “আমরা তো বারবার রাজ্যকে বলেছিলাম অতিরিক্ত বাস দিতে। রাজ্য কেন ব্যবস্থা করেনি জানি না। আর আমরা সকালে ও বিকেলে দু’টি করে হাওড়াগামী বিশেষ লোকাল ট্রেন খড়্গপুর থেকে চালিয়েছি। তাই টিকিট দেওয়া হয়েছিল।’’ তবে এ দিন বেলার দিকে খড়্গপুর-বালিচক রুটে দু’টি বাস চলেছে। জেলা পরিবহণ বোর্ডের সদস্য বিধায়ক প্রদ্যোত ঘোষ বলেন, “বেলা সাড়ে ১১টা থেকে ২টি বাস চলেছে। রেল যে কোনও ব্যবস্থা করবে না তা বুঝিনি।” প্রদ্যোতবাবুর আশ্বাস, আজ, শনিবার থেকে আর সমস্যা হবে না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Train Bus Kharagpur
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE