Advertisement
২০ এপ্রিল ২০২৪

প্রশ্ন সত্ত্বেও রাজ্যে নয়া বিশ্ববিদ্যালয়

শিক্ষাজগতের বক্তব্য, নতুন নতুন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান নিশ্চয়ই শ্লাঘার বিষয়। কিন্তু ইতিমধ্যে গড়া কয়েকটি বিশ্ববিদ্যালয় তো পরিকাঠামোর অভাবে ধুঁকছে। তার কী হবে?

শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।—ফাইল চিত্র।

শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৮ অগস্ট ২০১৭ ০৩:০৬
Share: Save:

নতুন নতুন বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত পরিকাঠামো নেই বলে অভিযোগ। তারই মধ্যে রাজ্যে আরও দু’টি বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছে বলে জানালেন শিক্ষামন্ত্রী। সেই সঙ্গে গড়া হবে আরও কয়েকটি কলেজও।

শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্টকে বিশ্ববিদ্যালয়ে পরিণত করার পরিকল্পনা করেছে রাজ্য সরকার। পূর্ব মেদিনীপুরেও তৈরি হবে একটি বিশ্ববিদ্যালয়।

শিক্ষাজগতের বক্তব্য, নতুন নতুন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান নিশ্চয়ই শ্লাঘার বিষয়। কিন্তু ইতিমধ্যে গড়া কয়েকটি বিশ্ববিদ্যালয় তো পরিকাঠামোর অভাবে ধুঁকছে। তার কী হবে?

রাজ্যে এখন ২৮টি বিশ্ববিদ্যালয় রয়েছে। তার মধ্যে ১৬টিই তৈরি হয়েছে তৃণমূল সরকারের আমলে। সেই ষোলোটির মধ্যে সাতটি সরকারি সাহায্যপ্রাপ্ত আর ন’টি বেসরকারি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানুয়ারিতে ঘোষণা করেছিলেন, বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হবে বোলপুরে। তার সঙ্গে যোগ হবে আরও দু’টি বিশ্ববিদ্যালয়।

তৃণমূল ক্ষমতায় আসার পরেই রাজ্যে একের পর এক কলেজ-বিশ্ববিদ্যালয় গড়া হয়েছে। মুখ্যমন্ত্রী গর্ব করে বিভিন্ন সভা-সমিতিতে তার উল্লেখও করেন। কিন্তু ওই সব নতুন কলেজ-বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো নিয়ে বিরোধীরা মাঝেমধ্যেই প্রশ্ন তোলেন। তাঁদের অভিযোগ, প্রয়োজনীয় পরিকাঠামোর বন্দোবস্ত না-করেই বেশির ভাগ ক্ষেত্রে কলেজ-বিশ্ববিদ্যালয় চালু করে দেওয়া হচ্ছে। ‘‘পরিকাঠামো মানে তো শুধু ইট-কাঠ-পাথর নয়। প্রয়োজনীয় শিক্ষক, শিক্ষাকর্মী, আধিকারিক নিয়োগের বিষয়টিও পরিকাঠামোর মধ্যে পড়ে। শূন্য পদে নিয়োগের সঙ্গে সঙ্গে নতুন পদ সৃষ্টিও জরুরি,’’ বলেন ওয়েবকুটা-র সাধারণ সম্পাদক শ্রুতিনাথ প্রহরাজ। তাঁর মতে, পরিকাঠামোর ব্যবস্থা না-করলে পঠনপাঠনে তার প্রভাব পড়ে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE