Advertisement
২০ এপ্রিল ২০২৪
আজই শুনানি সুপ্রিম কোর্টে

এ বারের মতো ডাক্তারি-জয়েন্ট চায় রাজ্য

পশ্চিমবঙ্গের কিছু পরীক্ষার্থী-সহ সারা দেশের প্রার্থীদের নিয়ে কেন্দ্রীয় মেডিক্যাল জয়েন্টের প্রথম পর্যায় নির্বিঘ্নে শেষ হয়েছে ঠিকই। কিন্তু যাঁরা রাজ্যের মেডিক্যাল প্রবেশিকায় বসতে তৈরি হচ্ছিলেন, তাঁদের সমস্যা মেটেনি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৩ মে ২০১৬ ০৪:০২
Share: Save:

পশ্চিমবঙ্গের কিছু পরীক্ষার্থী-সহ সারা দেশের প্রার্থীদের নিয়ে কেন্দ্রীয় মেডিক্যাল জয়েন্টের প্রথম পর্যায় নির্বিঘ্নে শেষ হয়েছে ঠিকই। কিন্তু যাঁরা রাজ্যের মেডিক্যাল প্রবেশিকায় বসতে তৈরি হচ্ছিলেন, তাঁদের সমস্যা মেটেনি।

এই অবস্থায় অন্তত এ বছরের জন্য বিভিন্ন রাজ্য পরিচালিত মেডিক্যাল জয়েন্ট যাতে চালু থাকে, সেই আবেদন নিয়ে সোমবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে পশ্চিমবঙ্গ-সহ কয়েকটি রাজ্য এবং বেসরকারি মেডিক্যাল কলেজ। আজ, মঙ্গলবার ওই আবেদন শোনা হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত।

দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজ্য নিজেদের মতো করে যে-সব মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা নিয়ে আসছে, গত ২৮ এপ্রিল সুপ্রিম কোর্ট তার সবই বাতিল করে দিয়েছে। সেই সঙ্গে বাতিল করে দেওয়া হয়েছে বেসরকারি মেডিক্যাল কলেজগুলিতে ছাত্র ভর্তির জন্য নেওয়া প্রবেশিকা পরীক্ষাও। সর্বোচ্চ আদালত জানিয়ে দিয়েছে, সরকারি ও বেসরকারি সব মেডিক্যাল কলেজে ভর্তির জন্য সারা দেশে মাত্র একটিই অভিন্ন ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা হবে। দু’টি পর্যায়ের সেই পরীক্ষার প্রথমটি— অল ইন্ডিয়া প্রি-মেডিক্যাল টেস্ট বা এআইপিএমটি হয়ে গিয়েছে রবিবার। দ্বিতীয় তথা শেষ পর্যায়ের পরীক্ষা— ন্যাশনাল এলিজিবিলিটি এন্ট্রান্স টেস্ট বা এনইইটি হবে ২৪ জুলাই।

পশ্চিমবঙ্গ-সহ যে-সব রাজ্যের নিজস্ব মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষার বন্দোবস্ত রয়েছে, তাদের বক্তব্য, সুপ্রিম কোর্ট একেবারে শেষ মুহূর্তে ওই নির্দেশ দেওয়ায় সংশ্লিষ্ট রাজ্যগুলির এ বারের পরীক্ষার্থীরা মহাসঙ্কটে পড়ে গিয়েছেন। রাজ্যের স্বাস্থ্য দফতর সূত্রে বলা হয়, বাংলার মেডিক্যাল প্রবেশিকা ১৭ মে হবে বলে দীর্ঘদিন আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রায় ৮৫ হাজার ছাত্রছাত্রী এ রাজ্য থেকে ওই পরীক্ষা দেবেন। তাঁরা সে-ভাবেই তৈরি হয়েছেন। ১ মে কেন্দ্রীয় মেডিক্যাল জয়েন্টের প্রথম পর্যায়ে যে-পরীক্ষা নেওয়া হল, তার প্রশ্নপত্র এবং উত্তর লেখার ধরন রাজ্যের জয়েন্টের থেকে কিছুটা আলাদা। তাই যাঁরা রাজ্যের ডাক্তারি প্রবেশিকার জন্য তৈরি হয়েছেন, তাঁরা কেন্দ্রীয় পরীক্ষার বিষয়টিকে তেমন জোর দেননি। সেই জন্য পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে শীর্ষ আদালতে আর্জি জানানো হয়েছে, অন্তত এ বছরের মতো রাজ্যের ডাক্তারি জয়েন্ট নিতে দেওয়া হোক।

সর্বোচ্চ আদালতে পশ্চিমবঙ্গ, জম্মু-কাশ্মীর, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু ছাড়াও বেশ কয়েকটি রাজ্য এই আবেদন জানিয়েছে। আজ বিচারপতি এ আর দাভের নেতৃত্বাধীন বেঞ্চে শুনানির সময় রাজ্যের প্রতিনিধিরা নিজেদের বক্তব্য তুলে ধরবেন।

এ রাজ্যের যে-সব ছাত্রছাত্রী রবিবার প্রথম দফার কেন্দ্রীয় মেডিক্যাল প্রবেশিকায় বসেছিলেন, তাঁদের অধিকাংশই চান, তাঁদের ২৪ জুলাইয়ের পরীক্ষায় (এনইইটি) বসার সুযোগ দেওয়া হোক। কারণ, তাঁরা রাজ্য মেডিক্যাল প্রবেশিকাতেই মনোনিবেশ করেছিলেন। যাঁরা বিভিন্ন টিউটোরিয়াল হোমে পড়েছেন, তাঁদেরও প্রাথমিক লক্ষ্য ছিল রাজ্যের মেডিক্যাল প্রবেশিকা। তাই রবিবারের কেন্দ্রীয় প্রি-মেডিক্যাল জয়েন্টের জন্য তাঁরা সে-ভাবে তৈরি হননি। ফল যা হওয়ার, তা-ই হয়েছে। এক পরীক্ষার্থী বলেন, ‘‘আমাদের যদি ২৪ জুলাইয়ের কেন্দ্রীয় পরীক্ষায় বসতে দেওয়া হয়, তা হলে একটা বছর নষ্ট হয় না। নইলে আমাদের ফের আগামী বছরের প্রবেশিকার জন্য তৈরি হতে হবে।’’

এই দাবি জানানোর জন্য অল ইন্ডিয়া ডেমোক্র্যাটিক স্টুডেন্টস অর্গানাইজেশনের নেতৃত্বে ছাত্রছাত্রীরা এ দিন দুপুরে স্বাস্থ্য ভবনের সামনে জড়ো হন। রাজ্যের স্বাস্থ্য দফতরের কর্তাদের কাছে ডেপুটেশন দেওয়ার দাবিও জানান তাঁরা। কিন্তু স্বাস্থ্য দফতরের কেউ ডেপুটেশন নিতে রাজি না-হওয়ায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশি সূত্রের খবর, ডেপুটেশন দিতে হলে আগে থেকে অনুমতি নেওয়া জরুরি। কিন্তু এ দিন যে-সব ছাত্রছাত্রী দাবি জানাতে এসেছিলেন, তাঁদের সেটা নেওয়া ছিল না। এই নিয়ে ওই পড়ুয়াদের সঙ্গে পুলিশের কিছুটা ধস্তাধস্তিও হয়। ছাত্রছাত্রীদের অভিযোগ, ভয়ঙ্কর সর্বনাশের খাঁড়া নেমে এসেছে তাঁদের উপরে। তাঁদের দাবিদাওয়া রাজ্য প্রশাসনের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন তাঁরা। কিন্তু প্রশাসন কর্ণপাত করছে না।

স্বাস্থ্য দফতর সূত্রে অবশ্য বলা হয়, পরীক্ষার্থীদের দাবির কথা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রককে জানানো হয়েছে। সর্বোচ্চ আদালতে আবেদনের সঙ্গে যাতে এই বিষয়টিও যোগ করে নেওয়া হয়, সেই জন্যই এই উদ্যোগ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE