Advertisement
২৬ এপ্রিল ২০২৪
West Bengal News

মহম্মদ আমিন প্রয়াত

প্রবীণ সিপিএম নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী মহম্মদ আমিন আজ দুপুরে প্রয়াত হয়েছেন।

মহম্মদ আমিন। —ফাইল চিত্র।

মহম্মদ আমিন। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০১৮ ১৯:২৮
Share: Save:

প্রবীণ সিপিএম নেতা মহম্মদ আমিনের জীবনাবসান হয়েছে। সোমবার দুপুরে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।

বার্ধ্যক্যজনিত কারণে সম্প্রতি অশক্ত হয়ে পড়েছিলেন এই প্রবীণ নেতা। ফলে রাজনৈতিক ভাবে সম্পূর্ণ সক্রিয় ছিলেন না। তবে দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সংগঠনের সর্বোচ্চ স্তরে পৌঁছেছিলেন। দীর্ঘ দিন সিপিএম পলিটব্যুরোর সদস্য ছিলেন আমিন।

শ্রমিক রাজনীতিই ছিল মহম্মদ আমিনের নিজস্ব ক্ষেত্র। সিপিএমের শ্রমিক সংগঠন সিআইটিইউ-এর (সিটু) সর্বভারতীয় সাধারণ সম্পাদক হয়েছিলেন তিনি।

আরও পড়ুন: ‘নীতি থাকলে কি এমন জোট করত বিজেপি?’

শুধু সংগঠনে সীমাবদ্ধ ছিলেন না মহম্মদ আমিন, নির্বাচনী রাজনীতিতেও তাঁর অংশগ্রহণ বিশেষ উল্লেখযোগ্য ছিল। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সাংসদ হয়েছে, বিধায়ক হয়েছে, যুক্তফ্রন্ট এবং বামফ্রন্ট সরকারের মন্ত্রিত্বও করেছেন।

আরও পড়ুন: পুরনো সরিয়ে চেহারা বদলে ফেলল সিপিএম

উর্দু সাহিত্যে সুপন্ডিত মহম্মদ আমিন স্বাধীনতার পরপরই কমিউনিস্ট পার্টি করার অপরাধে তখনকার পাক সরকারের রোষে পড়েন। পূর্ব পাকিস্তানের কারাগারে বন্দি থাকতে হয়েছিল তাঁকে। আমিনের লেখা অজস্র উর্দু শায়েরি এবং তাঁর আত্মজীবনীমূলক গ্রন্থ 'জীবনের ধূপছাঁও' জনপ্রিয় হয়েছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE