Advertisement
২৫ এপ্রিল ২০২৪

‘আমরা তৈরি ছিলাম না’, দেবের মন্তব্যে বিতর্ক

বানভাসি এলাকায় প্রথম পা রেখেই বিতর্কে জড়ালেন তৃণমূলের তারকা সাংসদ দেব। সোমবার নিজের নির্বাচনী এলাকায় বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে এসেছিলেন ঘাটালের তৃণমূল সাংসদ দেব। সকালে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় পৌঁছে প্রশাসনিক বৈঠক শেষে সাংবাদিকদের জবাবে দেব বলেন, ‘‘মানুষ কেমন আছেন, সেটাই দেখতে এলাম। এটাও সত্যি আমরা হয়তো এর জন্য ‘রেডি’ ছিলাম না। কারণ হঠাৎ এত বৃষ্টি।

ঘাটালের বন্যা পরিস্থিতি ঘুরে দেখছেন সাংসদ দেব।—নিজস্ব চিত্র।

ঘাটালের বন্যা পরিস্থিতি ঘুরে দেখছেন সাংসদ দেব।—নিজস্ব চিত্র।

আনন্দ মণ্ডল ও অভিজিৎ চক্রবর্তী
পাঁশকুড়া ও ঘাটাল শেষ আপডেট: ০৪ অগস্ট ২০১৫ ০৩:৩১
Share: Save:

বানভাসি এলাকায় প্রথম পা রেখেই বিতর্কে জড়ালেন তৃণমূলের তারকা সাংসদ দেব।
সোমবার নিজের নির্বাচনী এলাকায় বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে এসেছিলেন ঘাটালের তৃণমূল সাংসদ দেব। সকালে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় পৌঁছে প্রশাসনিক বৈঠক শেষে সাংবাদিকদের জবাবে দেব বলেন, ‘‘মানুষ কেমন আছেন, সেটাই দেখতে এলাম। এটাও সত্যি আমরা হয়তো এর জন্য ‘রেডি’ ছিলাম না। কারণ হঠাৎ এত বৃষ্টি। আর লাগাতার বৃষ্টি হচ্ছে। রাস্তার অবস্থা খুব খারাপ। যতক্ষণ না নদীর জল নামছে কাজ করা যাচ্ছে না।’’
যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্যা মোকাবিলায় নবান্নে রাত জাগছেন, বারবার আশ্বাস দিচ্ছেন দুর্গতদের সাহায্যে তাঁর প্রশাসন সব রকম ভাবে প্রস্তুত রয়েছে, সেখানে দেব ‘আমরা হয়তো প্রস্তুত ছিলাম না’ বলে বসায় বিতর্ক শুরু হয়েছে। সে কথা জেনে দেবকে সাবধান করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বিরোধীরা অবশ্য এই সুযোগে তৃণমূলকে বিঁধতে শুরু করেছে। তারা বলছে, শাসক দলের তারকা সাংসদ সত্যিটাই বলে ফেলেছেন। কারণ, ঘাটালের বন্যা মোকাবিলায় তৃণমূলের আমলে সত্যিই আগাম সক্রিয়তা দেখা যায়নি। এমনকী সাংসদ হিসেবে সক্রিয় হননি দেব নিজেও।
এ প্রসঙ্গে সবংয়ের কংগ্রেস বিধায়ক মানস ভুঁইয়ার মন্তব্য, ‘কাউকে উপদেশ বা পরামর্শ দেওয়া আমার কাজ নয়। তবে ঘাটাল মাস্টার প্ল্যান এখনও কার্যকর না হওয়ায় বহু মানুষের দুর্ভোগ হচ্ছে। এ বিষয়ে এলাকার সাংসদের আরও তৎপর হওয়া উচিত ছিল।’’ আরও এক ধাপ এগিয়ে সিপিএমের সংসদীয় দলের নেতা মহম্মদ সেলিম বলেন, ‘‘বন্যা মোকাবিলায় প্রস্তুতি নিতে গেলে ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর করার চেষ্টা করতে হত। কিন্তু ঘাটালের সাংসদকে তো এ নিয়ে সংসদে মুখ খুলতেই দেখা গেল না। আসলে দুর্গতদের স্তোক দিতে চাইছেন তৃণমূলের তারকা সাংসদ।’’

দেব অবশ্য পরে দাবি করেছেন, তাঁর মন্তব্যের অপব্যাখ্যা করা হয়েছে। পাঁশকুড়ার পরে এ দিন জলমগ্ন ঘাটাল মহকুমার পরিস্থিতি দেখতে যান তিনি। নৌকোয় চেপে ঘুরে ঘুরে মানুষের দুর্দশার ছবি দেখেন। তারপর ঘাটাল শহরে সাংবাদিক বৈঠক করে পাঁশকুড়ার মন্তব্যের প্রসঙ্গ টেনে আনেন তিনি। দেবের কথায়, ‘‘পাঁশকুড়ায় গিয়ে যখন প্রশাসনিক বৈঠক করছিলাম, সময় জানতে পারি প্রবল বৃষ্টিতে ত্রাণ নিয়ে সমস্যা হচ্ছে। বৃষ্টি হলে সত্যিই তো কোনও কাজ হবে না। সেটাই বলেছিলাম। তা নিয়ে সমালোচনা হচ্ছে শুনে আমি খুবই আঘাত পেয়েছি।’’ টিভিতে তাঁর পুরো কথা শোনানো হচ্ছে না বলেও দাবি করেন দেব। তাঁর কথায়, ‘‘টিভিতে খবর শুনে যাঁরা সমালোচনা করছেন, তাঁদের কাছে আর্জি জানাব এখানে এসে বাস্তব পরিস্থিতি দেখে অপপ্রচার করুন।’’ তাঁর আরও সংযোজন, ‘‘আমাদের সরকার প্রচুর কাজ করছে। এখনও করতে হবে। কেউ বসে নেই। সবাই প্লাবিত এলাকায় গিয়ে দুর্গতদের সাহায্য করছেন।’’ তাঁর মতে, এটা রাজনীতির সময় নয়। এখন সব দলকে দুর্গতদের পাশে দাঁড়াতে হবে।

এ দিন দেবের ওই মন্তব্যের কথা জেনে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর সঙ্গে কথা বলেন। তারকা সাংসদকে মমতা বুঝিয়ে দেন, এখন রাজ্য জুড়ে বন্যা পরিস্থিতি ভয়াবহ। এই অবস্থায় কোনও মন্তব্য করার আগে সতর্ক থাকা বাঞ্ছনীয়।

ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে তিনি তৎপর নন, এই অভিযোগও উড়িয়ে দিয়েছেন দেব। এ দিন ঘাটালে সাংবাদিকদের কাছে সাংসদ বলেন, ‘‘আমি লন্ডনে যাওয়ার সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে ঘাটালের মাস্টার প্ল্যান নিয়ে আলোচনা করেছিলাম। বন্যা পরিস্থিতির কথা শুনে আমরা ফিরে এসেছি। এখানকার পরিস্থিতি, কী কী দরকার সবই মুখ্যমন্ত্রীকে জানিয়েছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE