Advertisement
২৫ এপ্রিল ২০২৪

ঝামেলার অভিযোগ ভাঙড়ে

ভাঙড়ের উপদ্রুত গ্রামগুলির আন্দোলনকারীদের তরফে রাতে ‘দুর্বৃত্ত’দের গোলাগুলি ও গ্রামবাসীদের প্রতিরোধের খবর হোয়াটসঅ্যাপে চাউর করা হয়।

প্রতিবাদ: মিছিলে ভাঙড়ের আন্দোলনকারীরা। ধর্মতলায়। সুদীপ ঘোষ

প্রতিবাদ: মিছিলে ভাঙড়ের আন্দোলনকারীরা। ধর্মতলায়। সুদীপ ঘোষ

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২০ এপ্রিল ২০১৮ ০৩:০৬
Share: Save:

পাওয়ারগ্রিড-বিরোধী আন্দোলনের সমর্থনে কলকাতায় বিক্ষোভ-মিছিলের পটভূমিতে ভাঙড়ে রাতভর গোলমালের অভিযোগ উঠল।

ভাঙড়ের উপদ্রুত গ্রামগুলির আন্দোলনকারীদের তরফে রাতে ‘দুর্বৃত্ত’দের গোলাগুলি ও গ্রামবাসীদের প্রতিরোধের খবর হোয়াটসঅ্যাপে চাউর করা হয়। তবে বারুইপুর পুলিশ জেলা সুপার অরিজিৎ সিংহ বা তৃণমূল নেতা আরাবুল ইসলাম অভিযোগ অস্বীকার করেন। এসপি বলেন, ‘‘ভুল বোঝাতেই ভাঙড়ে মিথ্যা গোলমালের খবর রটানো হচ্ছে।’’ আন্দোলনকারীদের দাবি, রাতে গ্রামে বেশ কয়েক রাউন্ড গুলি চলেছে।
কর্তব্যরত পুলিশ বা আধা সামরিক বাহিনী কিছু করেনি। ভাঙড়ের জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির শর্মিষ্ঠা চৌধুরীর আশঙ্কা, শীঘ্রই আরও বড় অশান্তি বাধতে পারে। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, মাছিভাঙা গ্রামের মুখে গাছের গুঁড়ির দু’দিকে আন্দোলনকারী ও শাসক দলের দু’টি শিবির জড়ো হয়েছে। শিয়ালদহ থেকে ধর্মতলা মিছিল করেছে নাগরিক সমাজের একাংশও। ভাঙড় আন্দোলনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ধৃতদের মুক্তির দাবিতে তাঁরা অনশন করবেন বলে আন্দোলনকারীরা জানান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE