Advertisement
১৮ এপ্রিল ২০২৪

অকারণ মামলা কেন, ক্ষুব্ধ কোর্ট

নারদে সিবিআই তদন্তের বিরুদ্ধে জনস্বার্থ মামলা খারিজ করা শুধু নয়, অকারণ মামলা করার প্রবণতা নিয়েই অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ০২ মে ২০১৭ ০৩:০৯
Share: Save:

নারদে সিবিআই তদন্তের বিরুদ্ধে জনস্বার্থ মামলা খারিজ করা শুধু নয়, অকারণ মামলা করার প্রবণতা নিয়েই অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট।

সুপ্রিম কোর্টের আইনজীবীরা বলছেন, সারমর্মহীন জনস্বার্থ মামলা নিয়ে আজ প্রধান বিচারপতির বেঞ্চ গোড়া থেকেই যথেষ্ট ক্ষুব্ধ ছিল। আজই রাজস্থানের সুরজ ইন্ডিয়া ট্রাস্ট ও তার চেয়ারম্যান রাজীব দাহিয়ার উপরে অকারণে জনস্বার্থ মামলা করার জন্য ২৫ লক্ষ টাকার জরিমানা করে ওই বেঞ্চ। বিচারপতি নিয়োগের কলেজিয়াম ব্যবস্থার নানা আইনি দিক নিয়ে জনস্বার্থ মামলা করেছিলেন দাহিয়া। এর আগে তাঁর করা ৬৪টি মামলা খারিজ হয়ে গিয়েছে।

প্রধান বিচারপতি আজ তাঁর যাবতীয় বক্তব্য মন দিয়ে শোনার পরে সিদ্ধান্তে পৌঁছন, তিনি অকারণেই মামলা করেন। ভবিষ্যতে সুরজ ইন্ডিয়া ট্রাস্ট ও দাহিয়া আর কোনও জনস্বার্থ মামলা করতে পারবেন না বলে নিষেধাজ্ঞা জারি করেন প্রধান বিচারপতি। আইনজীবীদের মতে, পরিস্থিতি যে দিকে গড়াচ্ছিল, তাতে নারদে সিবিআই তদন্তের বিরোধিতার জন্যও জরিমানা চাপতে পারত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Narada Scam Supeme Court
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE