Advertisement
২৪ এপ্রিল ২০২৪
ফের কাঠগড়ায় শাসক দল

হাত-পা কেটে নেব, হুমকি নেতার

গোটা ভোট পর্বে নানা ভাবে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। এ বার বাদ গেল না কোচবিহারের সাবেক ছিটমহল এলাকাও। অভিযোগ, সেখানকার বাসিন্দাদের হুমকি দেওয়া হয়েছে— তৃণমূলকে ভোট না দিলে হাত-পা কেটে নেওয়া হবে।

হুমকিতে অভিযুক্ত তৃণমূল নেতা তরণী বর্মন। — নিজস্ব চিত্র

হুমকিতে অভিযুক্ত তৃণমূল নেতা তরণী বর্মন। — নিজস্ব চিত্র

নমিতেশ ঘোষ
শেষ আপডেট: ০৩ মে ২০১৬ ০৪:০৫
Share: Save:

গোটা ভোট পর্বে নানা ভাবে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। এ বার বাদ গেল না কোচবিহারের সাবেক ছিটমহল এলাকাও। অভিযোগ, সেখানকার বাসিন্দাদের হুমকি দেওয়া হয়েছে— তৃণমূলকে ভোট না দিলে হাত-পা কেটে নেওয়া হবে। অভিযোগের আঙুল তৃণমূল নেতা তরণীকান্ত বর্মনের দিকে। তাঁর বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে নাগরিক অধিকার রক্ষা সমন্বয় কমিটি।

তরণীবাবু তৃণমূলের নাজিরহাট-২ অঞ্চলের সভাপতি এবং জেলা পরিষদের সদস্য। তাঁর স্ত্রী ওই গ্রাম পঞ্চায়েতের প্রধান। এলাকায় তাঁর প্রভাব যথেষ্টই বলে জানিয়েছেন স্থানীয়রা। নাগরিক অধিকার রক্ষা কমিটির দাবি, এ দিন নাজিরহাট এলাকায় প্রচারে যান তরণীবাবু। কচুয়া ছিটমহলের কয়েক জন বাসিন্দাকে
রাস্তায় আটকে হুমকি দেন বলে অভিযোগ। কমিটির নেতা দীপ্তিমান সেনগুপ্ত পরিকল্পিত ভাবে ওই মিথ্যে অভিযোগ করছেন বলে দাবি তরণীবাবুর। দিনহাটার মহকুমাশাসক কৃষ্ণাভ ঘোষ জানান, তিনি মৌখিক অভিযোগ পেয়েই বিডিওকে বিষয়টি জানিয়েছেন। সেখানে ‘ফ্লাইং স্কোয়াড’ পাঠানো হয়েছে। তিনি বলেন, “অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।”

দীপ্তিমানবাবুর অভিযোগ, বেশ কয়েক দিন ধরেই ছিটমহলগুলিতে ভোট প্রচারে গিয়ে হুমকি দিচ্ছিল শাসক দল। কোনও অনুমতি না নিয়েই এলাকার বাসিন্দাদের অনেকের বাড়িতে শাসক দলের প্রার্থীর পক্ষে ফ্ল্যাগ, ফেস্টুন লাগানো হয়। প্রতিবাদ করেও লাভ হয়নি। তিনি বলেন, “প্রকাশ্যে খুনের হুমকি দেন তৃণমূলের নেতারা। ভোটের পরে হাত-পা কেটে নেওয়া হবে ও বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয়। এই নিয়ে লিখিত অভিযোগ করা হচ্ছে।” দিনহাটায় তৃণমূলের প্রার্থী উদয়ন গুহ ওই ব্যাপারে এফআইআর করার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, “যাদের হুমকি দেওয়া হয়েছে, তাঁদের দিয়ে থানায় এফআইআর করুন। তা হলেই সব পরিষ্কার হবে।”

নাজিরহাট-২ গ্রাম পঞ্চায়েত এলাকায় মশালডাঙা, কচুয়া-সহ বেশ কয়েকটি সাবেক ছিটমহল রয়েছে। ভোটার সংখ্যাও বেশ ভাল। এই এলাকায় নাগরিক অধিকার রক্ষা সমন্বয় কমিটির প্রভাবও যথেষ্ট। তরণীবাবুর অভিযোগ, কয়েক দিন ধরেই নানা ভাবে তৃণমূলের বিরুদ্ধে প্রচার চলছিল। রবিবার থেকে তৃণমূল প্রার্থী উদয়ন গুহের বিরুদ্ধে সরাসরি দীপ্তিমানবাবু প্রচারে নামেন বলে তাঁর দাবি। তা নিয়ে তাঁদের কোনও মাথাব্যথা ছিল না। এ দিন ওই এলাকায় গিয়ে তিনি দেখতে পান, তৃণমূলের পোস্টারের উপরে দীপ্তিমানবাবুরা ফরওয়ার্ড ব্লকের পতাকা সাঁটিয়ে দিয়েছেন। তা নিয়ে তিনি প্রতিবাদ করেছেন। তিনি বলেন, “কাউকে খারাপ কথা বলিনি। মিথ্যে কথা বলা হচ্ছে আমার নামে।”

কমিটির সদস্যরা দাবি করেন, তরণীবাবুর দলই বরং জোর করে পতাকা সাঁটিয়ে দিয়েছেন সবার বাড়িতে। কচুয়ার বাসিন্দা এক সদস্য বলেন, “রাস্তায় কয়েক জনের পথ আটকে দাঁড়ান তাঁরা। আমিও ছিলাম সেখানে। সেখানেই ভোট না দিলেন হাত-পা কেটে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়। পরে আমরা বিষয়টি কমিটির নেতাদের জানাই।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE