Advertisement
২৬ এপ্রিল ২০২৪

রাজস্থান-কাণ্ডের প্রতিবাদ

রাজস্থানে আফরাজুল খানকে হত্যার প্রতিবাদে শুক্রবার কলকাতায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর দফতর কেশব ভবন অভিযান করে কয়েকটি বামপন্থী সংগঠন। হেদুয়া পার্কের সামনে থেকে কেশব ভবনমুখী মিছিলকে স্কটিশ চার্চ কলেজের কাছে পুলিশ আটকালে দু’পক্ষের ধস্তাধস্তি হয়।

ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৭ ০৩:১১
Share: Save:

রাজস্থানে আফরাজুল খানকে হত্যার প্রতিবাদে শুক্রবার কলকাতায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর দফতর কেশব ভবন অভিযান করে কয়েকটি বামপন্থী সংগঠন। হেদুয়া পার্কের সামনে থেকে কেশব ভবনমুখী মিছিলকে স্কটিশ চার্চ কলেজের কাছে পুলিশ আটকালে দু’পক্ষের ধস্তাধস্তি হয়। পুলিশ বিক্ষোভকারীদের গ্রেফতার করে লালবাজারে নিয়ে যায় এবং পরে ছেড়ে দেয়। কেশব ভবনে অবশ্য এখন সংস্কার চলছে। তাই সঙ্ঘের নেতারা এখন সেখানে থাকছেন না। বিক্ষোভকারীদের তরফে ইয়ং বেঙ্গলের সভাপতি প্রসেনজিৎ বসু বলেন, ‘‘আইএস যেমন নিরীহ মানুষকে হত্যা করে, তার ভিডিও প্রচার করে, এখানেও তেমনই ঘটেছে। তাই আইএসের মতো আরএসএসকেও নিষিদ্ধ করা উচিত।’’ পাশাপাশি, একই ঘটনার প্রতিবাদে এ দিন রাজস্থান ভবনের সামনে বিক্ষোভ দেখায় সিপিআই (এমএল) লিবারেশনও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rajasthan 'love jihad' killing Protest CPM Police
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE