Advertisement
২৫ এপ্রিল ২০২৪

চোর-তরজা মমতা ও মুকুলের

তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে যাওয়া মুকুল এখনও নানা ভাবে তৃণমূল ভাঙানোর চেষ্টা করছেন বলে মমতার অভিযোগ।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০১৮ ০৩:০২
Share: Save:

গদ্দার তো বলেইছেন, নাম না করে এ বার তৃণমূল নেত্রী চোরও বললেন তাঁর দলের প্রাক্তন সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়কে।

তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে যাওয়া মুকুল এখনও নানা ভাবে তৃণমূল ভাঙানোর চেষ্টা করছেন বলে মমতার অভিযোগ। ডুমুরজলা স্টেডিয়ামে ছাত্র-যুব সম্মেলনে মমতার অভিযোগ, ‘‘লুকিয়ে লুকিয়ে কাউকে কাউকে ফোন করে জানি। টাকার লোভ দেখায়। এত চোর হয়ে গিয়েছে! আমার ধারণা ছিল না যে ও এত চোর!’’ অথচ বছর তিনেক আগে সারদা-কাণ্ড প্রকাশ্যে আসার পরে এই নেত্রীই দলীয় জনসভায় মুকুলের পাশে দাঁড়িয়ে সাফাই দিয়েছিলেন, ‘‘কুণাল চোর, মদন চোর, টুম্পাই চোর, মুকুল চোর, আমি চোর!’’ তখন তাঁর পাশে দাঁড়ালেও এখন তাঁকে ‘চোর’ বলায় মুকুলের বক্তব্য, ‘‘আমি চোর, প্রমাণ করতে পারলে রাজনীতি ছেড়ে দেব। যাঁকে সততার প্রতীক বলে জানতাম, তিনি বাংলার এমন সর্বনাশ করে ছাড়বেন, এটাও আমার ধারণা ছিল না!’’ মীরজাফরের সঙ্গে তুলনা করে বারবার কর্মীদের মুকুলের থেকে সতর্ক থাকার পরামর্শ দিলেন মমতা। মুকুল দল ছাড়ায় তৃণমূল বেঁচে গিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mamata Banerjee Mukul Roy
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE