Advertisement
২৩ এপ্রিল ২০২৪
পিএসসি

বিসিএসে প্রার্থী কারা, জানানো হবে না আগাম

ইন্টারভিউয়ের সাত দিন আগে চাকরিপ্রার্থীদের নাম-ঠিকানা ইত্যাদি বোর্ড সদস্যদের জানিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। প্রশাসনের অন্দরে-বাইরে তুমুল ক্ষোভের মুখে শেষমেশ তা বাতিল করা হল। এ-ও স্থির হয়েছে, ডব্লিুউবিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের জন্য গড়া ইন্টারভিউ বোর্ডগুলির নেতৃত্ব কে দেবেন, ইন্টারভিউয়ের দিন সকালেই তা লটারিতে ঠিক হবে।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০১৫ ০৩:১৪
Share: Save:

ইন্টারভিউয়ের সাত দিন আগে চাকরিপ্রার্থীদের নাম-ঠিকানা ইত্যাদি বোর্ড সদস্যদের জানিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। প্রশাসনের অন্দরে-বাইরে তুমুল ক্ষোভের মুখে শেষমেশ তা বাতিল করা হল।

এ-ও স্থির হয়েছে, ডব্লিুউবিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের জন্য গড়া ইন্টারভিউ বোর্ডগুলির নেতৃত্ব কে দেবেন, ইন্টারভিউয়ের দিন সকালেই তা লটারিতে ঠিক হবে। কোন প্রার্থী কোন বোর্ডের অধীনে ইন্টারভিউ দেবেন, তা-ও স্থির হবে প্রভাতী লটারির মাধ্যমে। এবং আগের মতোই চাকরিপ্রার্থীদের সম্পর্কে বিস্তারিত তথ্য (প্রেসি শিট) ইন্টারভিউ বোর্ডের সদস্যেরা হাতে পাবেন ইন্টারভিউ কক্ষে ঢোকার ঠিক মুখে।

ফলে চাকরিপ্রার্থীদের ঠিকুজি আগাম জানার সুবাদে তাঁদের সঙ্গে যোগাযোগ করে রাজনৈতিক আনুগত্য যাচাই কিংবা আর্থিক লেনদেনের পথ খোলা রাখার যে অভিযোগ উঠেছিল, তাতে দাঁড়ি পড়ল বলে প্রশাসনের দাবি। পিএসসি’র পুরনো সদস্যদের কাউকেই অবশ্য সরানো হচ্ছে না। তবে কমিশন-সূত্রের খবর, বোডর্র্ পুনর্গঠনের সরকারি প্রক্রিয়া শুরু হয়েছে। আজ, বৃহস্পতিবার মুখ্যসচিবের সঙ্গে পিএসসি-র চেয়ারম্যানের এ ব্যাপারে বৈঠক হতে পারে। যদিও এই দফার ইন্টারভিউ শুরুর আগে বোর্ড পুনর্গঠনের সম্ভাবনা কম।

ডব্লিউবিসিএস এ গ্রুপের ইন্টারভিউ শুরু হচ্ছে আগামী ২ ফেব্রুয়ারি। নিয়ম অনুযায়ী, তিনটি ইন্টারভিউ বোর্ডের মাথায় থাকবেন কমিশনের পরিচালন বোর্ডের তিন সদস্য। তাঁদের সঙ্গে দু’জন করে আইএএস। কে কোন বোর্ডের নেতৃত্ব দেবেন, এত দিন তা আগেই ঠিক করা থাকত। একই সঙ্গে ঠিক হয়ে থাকত, কোন প্রার্থী কোন বোর্ডের সামনে দাঁড়াবেন। দু’টোই এখন ঠিক হবে ইন্টারভিউয়ের দিন সকালে, লটারি করে। পিএসসি-চেয়ারম্যান নুরুল হক বুধবার বলেন, “আগাম প্রেসি শিট পাঠানোর সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। শুধু তা-ই নয়, এখন লটারির মাধ্যমে ইন্টারভিউ বোর্ড গঠন করা হবে।” কেন?

চেয়ারম্যানের ব্যাখ্যা, “এতে প্রভাবিত হওয়া বা প্রভাব খাটানোর কোনও সুযোগ বোর্ড সদস্য বা চাকরিপ্রার্থীদের থাকবে না। তামিলনাডুতে এমনটাই হয়। উপরন্তু ইন্টারভিউয়ের ভিডিওগ্রাফি হবে। কোনও প্রার্থী পরে চ্যালেঞ্জ করলে সেই ভিডিও যাচাই করে দেখা যাবে।” তাঁর বক্তব্য, পিএসসি বা ইউপিএসসি-র মতো প্রতিষ্ঠানের নিজস্ব গরিমা রয়েছে। যে কোনও মূল্যে তা রক্ষা করা হবে।

পিএসসি-র পরিচালন বোর্ডে এখন পাঁচ সদস্য। চেয়ারম্যান ছাড়া বাকিরা হলেন পূর্ত দফতরের অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ারিং-ইন-চিফ ননীগোপাল মুখোপাধ্যায়, অবসরপ্রাপ্ত ডব্লিউবিসিএস এস এস সরকার এবং দুই মনোনীত সদস্য দেবপ্রিয় মল্লিক ও দীপঙ্কর দাশগুপ্ত। চিকিৎসক তথা সমাজকর্মী দেবপ্রিয়বাবু সম্পর্কে রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের দাদা। আর দীপঙ্করবাবু এক রাষ্ট্রায়ত্ত সংস্থায় উচ্চপদে কাজ করতেন, যার সূত্রে শিক্ষামন্ত্রী তথা তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা। কমিশনের অন্দরের খবর: বোর্ডের দুই সদস্য চেয়ারম্যানের কাছে দাবি করেছিলেন, ডব্লিউবিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের নাম, ঠিকানা বাবার নাম ইত্যাদি বিস্তারিত বিবরণ (প্রেসি শিট) ইন্টারভিউয়ের কয়েক দিন আগে তাঁদের জানিয়ে দিতে হবে। কর্তৃপক্ষের তরফে ওঁদের বলা হয়েছিল, এটা সম্পূর্ণ নিয়মবিরুদ্ধ। কারণ, প্রার্থীদের সম্পর্কে গোপনীয়তা বজায় রাখাটাও পাবলিক সার্ভিস কমিশনের মতো সাংবিধানিক প্রতিষ্ঠানের অন্যতম দায়িত্ব। তাতেও ওঁদের নিরস্ত করা যায়নি।

শেষমেশ গত ২ ডিসেম্বর কমিশনের চেয়ারম্যানের সম্মতিতে পিএসসি-র সচিব আদেশনামা জারি করে নির্দেশ দেন, যে কোনও ইন্টারভিউয়ের সাত দিন আগে বোর্ড সদস্যদের কাছে প্রেসি শিট পৌঁছে দিতে হবে। রীতিমতো চাপের মুখে পড়েই যে এই নির্দেশ, চেয়ারম্যানকে পাঠানো সচিবের নোটে তা উল্লেখ করা হয়। খবরটি আনন্দবাজারে প্রকাশিত হলে প্রশাসনে আলোড়ন পড়ে যায়। নবান্নের খবর, বীতশ্রদ্ধ চেয়ারম্যান মুখ্যসচিব সঞ্জয় মিত্রের কাছে ইস্তফার ইচ্ছা প্রকাশ করেন। সরকারের তরফে তাঁকে আশ্বাস দিয়ে বলা হয়, কমিশনে রাজনৈতিক নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের সরিয়ে দেওয়া হবে। পিএসসি-র পরিচালন বোর্ড নতুন করে গড়ার উপরে জোর দেন চেয়ারম্যান।

তার পরে ছুটি থেকে ফিরে কমিশনে কাজে যোগ দিয়ে গত সোমবার আগাম প্রেসি শিট সরবরাহের সিদ্ধান্তটি তিনি প্রত্যাহার করেছেন। এ দিন তিনি জানান, ডব্লিউবিসিএসের এ গ্রুপে এই দফায় প্রতি দিন গড়ে ৩৩ জনের ইন্টারভিউ নেওয়া হবে। দু’সপ্তাহ বাদে শুরু বি গ্রুপের ইন্টারভিউ। পরে সি এবং ডি গ্রুপের। সব মিলিয়ে চূড়ান্ত বাছাই করা হবে সাড়ে পাঁচশো জনকে। ইন্টারভিউ দেবেন এর তিন গুণ। চাকরিপ্রার্থীদের উদ্দেশে পিএসসি চেয়ারম্যানের বার্তা, “নির্ভয়ে পরীক্ষা-ইন্টারভিউয়ে বসুন। পিএসসি-তে এখনও যোগ্যতাই একমাত্র মাপকাঠি।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

wbcs interview psc
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE