Advertisement
১৯ এপ্রিল ২০২৪

শীতের গুমর ভাঙতে নিম্নচাপের মেঘসজ্জা

ঘূর্ণাবর্তকে ছক্কা মেরে দাপিয়ে খেলছিল শীত। কিন্তু দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপ অক্ষরেখা আরও শক্তিশালী হয়ে আগুন ঝরানো বোলিং শুরু করায় ঠান্ডার সেই দাপটে ভাটার টান দেখছে আলিপুর হাওয়া অফিস। তাদের পূর্বাভাস, এই সপ্তাহে দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা বাড়বে। আজ, সোমবার থেকেই মেঘ ঢুকতে শুরু করবে দক্ষিণবঙ্গের পরিমণ্ডলে। আর উত্তরের হিম-হাওয়ার পথে সেই দখিনা মেঘই প্রাচীর তুলে দেবে বলে ইঙ্গিত দিয়েছেন আবহবিদেরা।

কুয়াশার চাদরে ঢাকা কলকাতা বিমানবন্দর। রবিবার শৌভিক দে-র তোলা ছবি।

কুয়াশার চাদরে ঢাকা কলকাতা বিমানবন্দর। রবিবার শৌভিক দে-র তোলা ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৪ ০২:৫৯
Share: Save:

ঘূর্ণাবর্তকে ছক্কা মেরে দাপিয়ে খেলছিল শীত। কিন্তু দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপ অক্ষরেখা আরও শক্তিশালী হয়ে আগুন ঝরানো বোলিং শুরু করায় ঠান্ডার সেই দাপটে ভাটার টান দেখছে আলিপুর হাওয়া অফিস। তাদের পূর্বাভাস, এই সপ্তাহে দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা বাড়বে। আজ, সোমবার থেকেই মেঘ ঢুকতে শুরু করবে দক্ষিণবঙ্গের পরিমণ্ডলে। আর উত্তরের হিম-হাওয়ার পথে সেই দখিনা মেঘই প্রাচীর তুলে দেবে বলে ইঙ্গিত দিয়েছেন আবহবিদেরা।

কী ঘটতে যাচ্ছে, সেই চিন্তা অবশ্য সমঝদারদের শীত উপভোগে আপাতত তেমন বাধা হতে পারছে না। শুক্র-শনির মতো রবিবারেও শীত-সঙ্গ তারিয়ে তারিয়ে উপভোগ করেছেন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের মানুষ। এ দিনও শৈত্যপ্রবাহ বয়েছে বীরভূম, মুর্শিদাবাদ এবং বর্ধমান শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায়। দিঘা এবং ডায়মন্ড হারবারেও তাপমাত্রা নেমে গিয়েছে সাড়ে ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা অবশ্য ১১.৬ ডিগ্রিই রয়ে গিয়েছে। এটা চলতি সময়ের স্বাভাবিকের থেকে দু’ডিগ্রি কম। কিন্তু শীত-প্রেমিকদের সোয়াস্তি অচিরেই ঘা খেতে পারে বলে আবহাওয়া দফতরের ইঙ্গিত। তারা জানাচ্ছে, সোমবার থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়তে থাকবে। এবং সেই ধারা চলতে পারে সপ্তাহভর। অর্থাৎ দিন সাতেক শীতের ব্যাটিং কিছুটা ম্লান দেখাবে।

অথচ বিহার, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ আর ছত্তীসগঢ়ের বিভিন্ন এলাকায় শৈত্যপ্রবাহের তীব্রতা যে-ভাবে বেড়ে চলেছে, তাতে এমনটা হওয়ার কথা নয়। বরং এর উল্টোটা হওয়াই স্বাভাবিক। পার্শ্ববর্তী রাজ্যগুলির তাপমাত্রা যে-ভাবে লাফিয়ে লাফিয়ে কমছে, তাতে দক্ষিণবঙ্গের আরও অনেক জেলাতেই শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা ছিল। কিন্তু বাদ সাধল শ্রীলঙ্কা উপকূলে থাকা নিম্নচাপ অক্ষরেখা। ওই অক্ষরেখা যে-ভাবে শক্তি বাড়ানোর ইঙ্গিত দিচ্ছে, তাতে কাল, মঙ্গলবারের পরে দক্ষিণবঙ্গের কোথাও কোথাও হাল্কা বৃষ্টির আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না আলিপুর হাওয়া অফিস। মেঘ থাকায় দিনের বেলায় ঠান্ডার আমেজ থাকবে বেশি। কিন্তু রাতে তাপমাত্রার ঊর্ধ্বগতি টের পাওয়া যাবে ভাল ভাবেই।

বঙ্গোসাগরের নিম্নচাপ অক্ষরেখা গত দু’দিন ধরে শ্রীলঙ্কা উপকূলের প্রায় একই জায়গায় স্থিতিশীল থেকে যাওয়ায় তার মতিগতি নিয়ে আশঙ্কা বাড়ছে। যে-কোনও নিম্নচাপই এক জায়গায় স্থির হয়ে থাকলে সাধারণত তার শক্তি বেড়ে যায় বলে জানাচ্ছেন আবহবিদেরা। তাঁরা বলছেন, নিম্নচাপটির চার পাশে বায়ুপ্রবাহের যে-অভিমুখ লক্ষ করা যাচ্ছে, তাতে সেটির তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশের দিকে সরে যাওয়ার কথা। সে-ক্ষেত্রে সোমবার থেকেই তামিলনাড়ু, অন্ধ্র উপকূলে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে দিল্লির মৌসম ভবন। সোমবার থেকেই ওড়িশা, পশ্চিমবঙ্গ উপকূল দিয়ে মেঘ ঢোকার কথা সমতলে। তার ফলে সোমবার থেকেই কলকাতার রাতের তাপমাত্রা বেড়ে যাবে বলে মনে করছেন আবহবিদেরা।

নিম্নচাপের দাপটে শীতের বিপদ তো বাড়ছেই। পরিমণ্ডলে মেঘ ঢোকায় কুয়াশাও বাড়তে থাকবে বলে সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। বাংলাদেশের উপরে থাকা একটি ঘূর্ণাবর্তের ফলে দক্ষিণবঙ্গে তিন দিন ধরেই ঘন কুয়াশায় বিমান ও ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে। ডাউন ট্রেন দেরিতে আসায় দূরপাল্লার কয়েকটি ট্রেনও বাতিল করতে হয়েছে রেলকে। এক রেলকর্তা বলেন, শুধু দক্ষিণবঙ্গ নয়, ঘন কুয়াশা রয়েছে গোটা উত্তর এবং মধ্য ভারতেও। উত্তুরে হাওয়ার প্রভাব কমে যাওয়ার সঙ্গে সঙ্গে মঙ্গলবার দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার কারণটাও বদলে যাবে। নিম্নচাপের ফলে যে-জলীয় বাষ্প পরিমণ্ডলে ঢুকবে, কুয়াশার কারণ হবে সেটাই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE