নিজস্ব সংবাদদাতা
ভাঙড়ের পোলেরহাট-২ নম্বর গ্রাম পঞ্চায়েতে বিরোধীদের পেশ করা মনোনয়ন কোনও কারণ দেখিয়েই বাতিল করা যাবে না বলে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার ওই নির্দেশ দিয়ে রাজ্য নির্বাচন কমিশনকে হাইকোর্ট সতর্ক করে দিয়েছে, এর অন্যথা হলে ওই গ্রাম পঞ্চায়েতের নির্বাচন বন্ধ থাকবে।
নিজস্ব সংবাদদাতা
পঞ্চায়েত নির্বাচন ঘিরে সন্ত্রাসের যাবতীয় অভিযোগকে প্রচারমাধ্যমের কুৎসা বলে উড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তাঁর দাবি, গোটা রাজ্যে এখনও পর্যন্ত হিংসার ঘটনা দশেও পৌঁছায়নি। যে চার জন খুন হয়েছেন, তাঁরা সবাই তৃণমূলের লোক।
নিজস্ব সংবাদদাতা
পঞ্চায়েত ভোটগ্রহণের নির্ঘণ্ট নিয়ে রাজ্য নির্বাচন কমিশন এবং রাজ্য সরকারের মধ্যে ঐকমত্য হল না। সঙ্গে রয়েছে আইনি জটিলতা। এই দুইয়ের কারণেই মঙ্গলবারেও ভোটগ্রহণের দিন ক্ষণ ঘোষণা হয়নি।
নিজস্ব সংবাদদাতা
শাসক দলের সন্ত্রাসের জেরে তারা পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমাই দিতে পারছে না। বিরোধীদের এই অভিযোগ নিয়ে তরজা গড়িয়েছে আদালতেও। অথচ, সোমবারের মনোনয়নের উপরি দিনে বীরভূম এবং মুর্শিদাবাদে বিরোধীরা জানতেই পারল না, মনোনয়ন জমা পড়ে গেল তাদের নামেই!
নিজস্ব সংবাদদাতা
পঞ্চায়েতে মনোনয়নের বাড়তি দিনের বিরোধিতা করেছিল তৃণমূল। অথচ তার সুযোগ নিয়ে সোমবার তিন স্তর মিলিয়ে ৯২৭টি আসনে মনোনয়ন জমা দিয়েছে তারা। এমনকী হুগলির পান্ডুয়া ইটাচুনা খন্যানে ৩৪ নম্বর পঞ্চায়েত সমিতির যে আসনে গোষ্ঠীকোন্দলের জেরে প্রথম দফায় প্রার্থীই দিতে পারেনি তৃণমূল, সেখানে একধাক্কায় তিন-তিনটি মনোনয়ন জমা দিয়েছে তারা!
নিজস্ব প্রতিবেদন
সোমবার আলিপুরের ট্রেজারি ভবনে আনন্দবাজার পত্রিকার সাংবাদিক এবং একটি বৈদ্যুতিন চ্যানেলের এক মহিলা সাংবাদিককে অপহরণ, নিগ্রহ, মোবাইল ও ঘড়ি ছিনতাইয়ের ঘটনায় কাউকেই ধরতে পারেনি কলকাতা পুলিশ। শুধু তা-ই নয়, ৯ এপ্রিল আলিপুরে দুই সাংবাদিকের নিগ্রহের ঘটনাতেও অভিযুক্তেরা ধরা পড়েনি।
নিজস্ব সংবাদদাতা
নিহত কোন দলের সমর্থক, তা নিয়ে সোমবার চাপানউতোরে জড়ায় বিজেপি এবং তৃণমূল। সামান্য সময়ের ব্যবধানে দু’পক্ষের দাবিকেই সমর্থন জানিয়েছিল পরিবার। এ দিন কড়িধ্যা মদ দোকান মোড় থেকে সামান্য দূরে দিলদারের বাড়ির দিকে এগোতেই দেখা গেল, বাড়ির পাঁচিলের পাশে বাঁশের ডগায় উড়ছে তৃণমূল কংগ্রেসের পতাকা।
নিজস্ব সংবাদদাতা
শাসক দলের তাণ্ডবের দিকেই আঙুল তুলছে তারা। প্রতিবাদে মঙ্গলবার শ্যামবাজার থেকে বিবেকানন্দের বাড়ি পর্যন্ত মিছিল করেছে বিজেপি। রাজ্য নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ করেছে কংগ্রেস। আর কলকাতা জেলা সিপিএম আজ, বুধবার ধর্মতলা থেকে এন্টালি বাজার পর্যন্ত মিছিলের ডাক দিয়েছে।
নিজস্ব সংবাদদাতা
রাহুল গাঁধীর কাছে পঞ্চায়েত ভোটের মনোনয়ন ঘিরে হিংসার ছবিটা তুলে ধরা শুধু নয়। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী পরোক্ষে বোঝালেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকা যায় না। আর সেই সূত্র ধরেই অধীরের মাধ্যমে কংগ্রেস নেতা-কর্মীদের লড়াই চালিয়ে যাওয়ার বার্তা দিলেন রাহুল।
কিংশুক গুপ্ত
জঙ্গলমহলকে মাওবাদী মুক্ত করা তাঁর সরকারের অন্যতম কৃতিত্ব বলে বারবার দাবি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জঙ্গলমহলেই একসময়ের মাওবাদী ঘাঁটি বেলপাহাড়িতে ‘আদিবাসী সমন্বয় মঞ্চ’ নামে একটি সংগঠন তৈরি হয়েছে বলে খবর পেয়েছে পুলিশ।
সন্দীপন চক্রবর্তী
পার্টি কংগ্রেসে গৃহীত হয়েছে বাংলার লাইন। বাংলার সেই লাইন উঠে এসেছিল শিলিগুড়ি থেকে। অথচ ‘শিলিগুড়ি মডেলে’র নেপথ্যে যিনি ছিলেন, সেই অশোক ভট্টাচার্যের জায়গা হয়নি সিপিএমের নতুন কেন্দ্রীয় কমিটিতে!
নিজস্ব সংবাদদাতা
আর কাউকে না! বাংলায় এখন শুধু বুদ্ধদেব ভট্টাচার্যকেই তিনি ‘বামপন্থী’ মনে করেন বলে মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
নিজস্ব সংবাদদাতা
কোনও ধর্মের মানুষকেই তোষণ বা শোষণ নয়। মঙ্গলবার পঞ্চায়েত ভোটের ইস্তাহার প্রকাশ করে এই প্রতিশ্রুতি দিল বিজেপি। তাদের বক্তব্য, ‘সবাই যাতে বিনা বাধায় তাদের ধর্মীয় অনুষ্ঠানাদি পালন করতে পারেন, সেটা সুনিশ্চিত করা হবে।’
নিজস্ব সংবাদদাতা
আঞ্চলিক দলগুলিকে নিয়ে প্রস্তাবিত ফেডারাল ফ্রন্টে কংগ্রেস থাকতেই পারে। তবে তার জন্য রাহুল গাঁধীর কাছে তিনি ‘নতজানু’ হবেন না বলেও জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
নিজস্ব সংবাদদাতা
সংশয়-আশঙ্কা নিয়ে দিন কাটাচ্ছেন পঞ্চায়েত নির্বাচনে বিরোধী শিবিরের অনেক শিক্ষক-প্রার্থী। হিংসা-হানাহানির মধ্যেও মনোনয়নপত্র জমা দিয়েছেন তাঁরা। কিন্তু তাঁদের প্রশ্ন, ভোটে জিতলেও তাঁরা আদৌ নির্বাচিত সদস্য-পদে থাকতে পারবেন কি? যদি কোনও মতে থেকেও যান, বাঁচাতে পারবেন কি স্কুলের চাকরিটা?
নিজস্ব সংবাদদাতা
মাত্র এক দিনে পুলিশের হাতে যে তথ্য এসেছে, তাতে তাজ্জব তদন্তকারীরা। তাঁরা জেনেছেন, পুরো চক্র চালাতে লক্ষ লক্ষ টাকা খরচ করা হত।
পারিজাত বন্দ্যোপাধ্যায়
যেমন টালিগঞ্জের বাসিন্দা গুলাব কেশর মিশ্র। জীবনের পনেরোটা বছর পাঁচ-পাঁচ বার ক্যানসার থাবা বসিয়েছে তাঁর শরীরে।
নিজস্ব সংবাদদাতা
মনোনয়নের খবর সংগ্রহে গিয়ে সাংবাদিকদের আক্রান্ত হওয়ার ঘটনায় ছ’জনকে গ্রেফতার করেছে পুলিশ। পাণ্ডবেশ্বরের নানা এলাকা থেকে তাদের ধরা হয়েছে। ওই ঘটনায় আর কেউ জড়িত কি না তা দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
নিজস্ব সংবাদদাতা
সোমবার রাতেই শ্যামসুন্দরের বিরুদ্ধেই অভিযোগ করেন নিহত দিলদারের বাবা তহিদ খান। মঙ্গলবার তার ভিত্তিতে মামলা রুজু করেছে পুলিশ। তহিদের অভিযোগ, ‘‘শ্যামসুন্দরের নেতৃত্বেই ছেলের উপরে হামলা হয়।’’ তবে এখনও কাউকে গ্রেফতার করা হয়েছে বলে কোনও খবর নেই।
নিজস্ব সংবাদদাতা
ভাঙড় জমি রক্ষা কমিটির তরফ থেকে যাঁরা প্রার্থী হতে ইচ্ছুক, তাঁরা যাতে মনোনয়ন জমা করতে পারেন, সোমবার বিকেলেই তা কমিশনকে নিশ্চিত করতে বলেছিল হাইকোর্ট।
তাপস বন্দ্যোপাধ্যায়
সিউড়ির কড়িধ্যায় ব্লক অফিসের কাছের রাস্তায় দাঁড়িয়ে দেখতে পাচ্ছি, তেড়ে আসছে লোকগুলো। হাতে বোমা, বন্দুক। আশপাশে বিজেপির পতাকাধারীদের ভিড়।
দয়াল সেনগুপ্ত
সিউড়ি জেলা প্রশাসনিক ভবন থেকে মাত্র দু’কিলোমিটার দূরের কড়িধ্যায় সিউড়ি ১ ব্লক অফিস। এ দিন দুপুর সাড়ে ১২টা নাগাদ ওই ব্লক অফিস থেকে মেরেকেটে ২০০ মিটার দূরেই গুলিবিদ্ধ হন স্থানীয় ছোড়া গ্রামের ভাটিপাড়ার বাসিন্দা দিলদার।
নিজস্ব সংবাদদাতা
আদালতের নির্দেশে দিন বাড়ানোর পরেও মনোনয়ন নির্বিঘ্নে হবে না বলে বিরোধীরা বরাবরই বলে আসছিলেন। এ দিনের ঘটনায় সেই আশঙ্কাই জোর পেল।
সুচন্দ্রা দে
কিছু ক্ষণের মধ্যেই সঙ্গী চিত্রসাংবাদিক অসিত বন্দ্যোপাধ্যায়, আর অন্য একটি কাগজের সাংবাদিক প্রণব দেবনাথের সঙ্গে ওই এলাকায় যাই।
নিজস্ব প্রতিবেদন
মনোনয়নপত্র পেশের খবর সংগ্রহ করতে গিয়ে সোমবার রাজ্য জুড়ে এ ভাবেই আক্রান্ত হন দুই মহিলা সাংবাদিক-সহ সংবাদমাধ্যমের মোট ১২ জন।
সেবাব্রত মুখোপাধ্যায়
অধিকাংশেরই মুখ চিনি না। প্রত্যেকের হাতে খেটো লাঠি, দু-এক জনের উইকেট। এ দিক ও দিক ছড়িয়ে ছিটিয়ে খান কয়েক টোটো।
সব্যসাচী ইসলাম
লাঠির ডগায় জড়ানো শাসক দলের পতাকা। সব মিলিয়ে শ’দেড়েক। ওদেরই এক জন শাসানির সুরে বলল, ‘ছবি তুলবি না একদম’। কান দিইনি।
নিজস্ব প্রতিবেদন
লাউদোহায় ব্লক অফিসে পৌঁছন বাবুল। গাড়ি থেকে নামতেই ফরিদপুর (লাউদোহা) থানার ওসি অনির্বাণ বসু তাঁকে জানান, নিরাপত্তার জন্য আগে থেকে খবর দিয়ে এলে ভাল হত।
নিজস্ব সংবাদদাতা
বহরমপুরে ব্লক অফিসের ঢিল ছোড়া দূরত্বে পঞ্চাননতলায় পুলিশের সামনেই লাঠির ঘায়ে আহত হয়েছেন স্থানীয় কংগ্রেস বিধায়ক মনোজ চক্রবর্তী।
আর্যভট্ট খান
প্রশাসনিক ভবনের উল্টো দিকের রাস্তায় দাঁড়িয়ে দেখলাম, অনেকেই কিন্তু মূল গেট দিয়ে ভিতরে ঢুকছেন-বেরোচ্ছেন। প্রশ্ন জাগল, আলিপুর প্রশাসনিক ভবনে কি ১৪৪ ধারা চলছে!
নিজস্ব সংবাদদাতা
শাসক দলের অভিযোগ অস্বীকার করে সিপিএমের জেলা কমিটির সদস্য তথা স্বরূপনগরের বাসিন্দা হামালউদ্দিন আহমেদ
নিজস্ব সংবাদদাতা
মঙ্গলবার কমিশনারের সঙ্গে দেখা করার কথা রাজ্য সরকারের প্রতিনিধির। তবে মঙ্গলবার সকালে হাইকোর্টে বিচারপতি সুব্রত তালুকদারের এজলাসে বিরোধীদের দায়ের করা মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
নিজস্ব সংবাদদাতা
কমিটির অভিযোগ, এর পরেও তাঁদের প্রার্থীদের কাউকে মনোনয়ন জমা দিতে দেয়নি শাসক দলের মদতে পুষ্ট দুষ্কৃতীরা।
নিজস্ব সংবাদদাতা
উস্কানিমূলক মন্তব্যের জন্য দিলীপবাবুর বিরুদ্ধে ব্যবস্থা নিতে কমিশনে চিঠি দিল তৃণমূল।
নিজস্ব সংবাদদাতা
অভিযোগকারী ওই বিভাগের শিক্ষিকা অনিন্দিতা উকিলের গবেষণাগারে পিএইচ ডি করছেন। গত সপ্তাহে তথ্য জালিয়াতির অভিযোগ এনে সেই গবেষক জানিয়ে দেন, এই পরিস্থিতিতে তিনি আর ওই বিভাগে পিএইচ ডি করবেন না।
নিজস্ব সংবাদদাতা
সোমবার দক্ষিণ ২৪ পরগনায় কিছু স্কুল পরিদর্শনের পথে কমিশনের গাড়িতে বিজেপির লোকজন হামলা চালিয়েছে বলে বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
নিজস্ব সংবাদদাতা
সায়নের অভিযোগ, এই চার বছরে একের পর এক শিক্ষক প্রেসিডেন্সি ছেড়ে গিয়েছেন। বিভিন্ন বিভাগে আসন ফাঁকা।
নিজস্ব সংবাদদাতা
কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়ই আবাসন দফতরের মন্ত্রী। রাজনৈতিক মহলের একাংশের অনুমান, শোভনবাবুকে বার্তা দিতেই খলিলের হাত থেকে আবাসন দফতর সরিয়ে নেওয়া হল।
নিজস্ব সংবাদদাতা
সাহানা জানান, সোমবার দুপুর ১টা নাগাদ প্রার্থীদের নিয়ে একটি বাসে করে হাঁসখালির বিডিও অফিসে মনোনয়ন জমা দিতে যাচ্ছিলেন তাঁরা।