Advertisement
১৯ এপ্রিল ২০২৪

কমেডির মোড়কে সিরিয়াস গল্প? ‘হইচই’ নিয়ে আসছেন দেব

উজবেকিস্তানে গিয়ে দেবের নতুন ছবি কেমন ‘হইচই’ বাঁধাবে, তার ঝলক আনন্দ প্লাসেউজবেকিস্তানে গিয়ে দেবের নতুন ছবি কেমন ‘হইচই’ বাঁধাবে, তার ঝলক আনন্দ প্লাসে

দেব ও মিমি

দেব ও মিমি

শেষ আপডেট: ২৩ মার্চ ২০১৮ ০০:০০
Share: Save:

সিরিয়াস বিষয় তো অনেক হল, এ বার প্রযোজক দেবের ঝুলি থেকে বেরোচ্ছে প্রাণখোলা হাসির ছবি ‘হইচই’। ‘কবীর’ ও ‘পদ্মশ্রী সুবাসিনী মিস্ত্রী’র পর অনিকেত চট্টোপাধ্যায়ের সঙ্গে দেবের এটি তৃতীয় ছবির ঘোষণা।

‘হইচই’-এ চার নায়ক এবং পাঁচ নায়িকা। অল্প কথায় গল্পটা একটু বলে দেওয়া যাক... উত্তীয় (দেব) এক বড় শিল্পপতির ঘরজামাই। তার স্ত্রী (মিমি) আবার অত্যন্ত রক্ষণশীল। পুজোপাঠ নিয়ে থাকে। এটা উত্তীয়র জীবনের একটা সমস্যা। প্রোমোটার বিজনের (খরাজ মুখোপাধ্যায়) আবার দুই বউ। কিন্তু কেউ কারও অস্তিত্বের কথা জানে না। এই দুই ভূমিকায় মানসী সিংহ ও কনীনিকা বন্দ্যোপাধ্যায়। দুই স্ত্রী যদি একে অপরের কথা জেনে যায়, তা নিয়ে দুশ্চিন্তায় ভোগে বিজন। রিটায়ার্ড ফ্লাইট লেফটেন্যান্ট অনিমেষ চাকলাদার (শাশ্বত চট্টোপাধ্যায়) অবিবাহিত। তার জীবনের ক্রাইসিস এক গুন্ডা (সুদীপ্তা চক্রবর্তী)। সে মাঝেমধ্যেই তার বাড়িতে আসে ও বাড়িটা লিখে দিতে বলে। আজমল খান (অর্ণ মুখোপাধ্যায়) গ্যারেজ মেকানিক। তার স্ত্রী (প্রিয়ঙ্কা সরকার) অভিনেত্রী হতে চায় ও মনে করে, এই কালিধুলো মাখা মানুষটা তার বর হওয়ার যোগ্য নয়। এই সব সমস্যাগুলো যখন এক জায়গায় জড়ো হয়, সেখান থেকেই গল্পের শুরু। ঘটনাক্রমে তারা উজবেকিস্তান যায়। সেখানে আলাপ হয় গাইড ললিতা ঝুরঝুরোস্কির (পূজা বন্দ্যোপাধ্যায়) সঙ্গে...

এখানেই শেষ নয়। প্রযোজক যখন দেব, গল্পে তো নতুনত্ব থাকবেই। দেবের কথায়, ‘‘আদতে এটাও সিরিয়াস ছবি। একটা প্লেন হাইজ্যাক হয়ে যাওয়া এবং সেটা ছাড়িয়ে আনার মতো সিরিয়াস বিষয়কে নিয়ে আমরা কমেডি ছবি করছি! সামাজিক বার্তাও থাকবে।’’ ছবিতে চারটি চরিত্র থাকায়, তা যেন ভিন্ন গল্প মনে না হয়, সেটা প্রথম থেকেই খেয়াল রেখেছিলেন দেব। সেই ছক ভাঙলেন কী ভাবে? ‘‘এই কারণেই আমি চরিত্রগুলো ভাঙার কথা বলি। এখানে কেউ হিরো নয়। চারটে এজ গ্রুপের চরিত্র। নায়িকা অবশ্য পাঁচ জন। পূজা এই ছবিতে কামব্যাক করছে।’’

শাশ্বত, প্রিয়ঙ্কা, কনীনিকা ও পূজা

পূজার সঙ্গে কী ভাবে যোগাযোগ হল? ‘‘আমি হিরোইন পাচ্ছিলাম না। সবাই আমার সঙ্গে ‘কবীর’-এর মতো ছবি করতে চায়। ‘হইচই’-এ রুক্মিণীর জন্য মানানসই চরিত্র নেই। এখানে আমি পাগলু মোডে ফিরতে চেয়েছি। যাই হোক, ললিতার চরিত্রটায় প্রথমে দু’জন হিরোইন ‘না’ বলার পর পূজার সঙ্গে একটা ইভেন্টে কথা হয়। ওকে বলি, ‘মাল্টিস্টারার ছবি। তবে আমরা সবাই হিরো, হিরোইন।’ ও রাজি হয়। ভেবেছিলাম, পরে পূজাও হয়তো ‘না’ বলে দেবে। তার পর মিমিকে ফোন করি। মিমিও আমার ভাল বন্ধু। বললাম, ‘তুই নায়িকা নোস, কিন্তু গুরুত্বপূর্ণ চরিত্র। আমার বিপরীতে।’ চার-পাঁচ দিন আগে সব ফাইনাল হল। এক জন প্রযোজক হিসেবে আমার কেরিয়ারে এই শুরুর সময়টা ভীষণ গুরুত্বপূর্ণ। এই সময় পাশে না থাকলে তুমি কীসের বন্ধু! জীবনে যাঁরা আমাকে সাহায্য করেছেন, তাঁদের আমি মনে রেখেছি। মিমি আর পূজা স্ক্রিপ্টটা পর্যন্ত শোনেনি। আমি ওদের পাব না ভেবেছিলাম, সেকেন্ড লিস্টও তৈরি রেখেছিলাম। কিন্তু ওরা রেমুনারেশনের কথা পর্যন্ত বলেনি। মিউজিক ভিডিয়ো শুট করেছি। বলেছে, ‘ধুর তোর ছবিতে কাজ করছি, টাকা কীসের!’ এর মধ্যে এক জন ফোন করে বলে, ‘টাকা লাগলে বোলো, সাহায্য করব।’ এখনও ভাল মানুষ আছে ইন্ডাস্ট্রিতে,’’ আবেগতাড়িত গলায় বললেন প্রযোজক-অভিনেতা দেব।

আরও পড়ুন: ‘অজিত একেবারেই টানছে না আমাকে’

ছবির সিংহভাগ শুটিং হবে উজবেকিস্তানে। অনিকেত বছর দেড়েক আগে গিয়েছিলেন মধ্য এশিয়ার এই দেশে। সেখানেই ভারত থেকে আসা একদল দম্পতির হইহুল্লোড় দেখে ছবির গল্প মাথায় আসে। অনিকেতের কথায়, ‘‘বেলি ডান্স, নানা পানীয়, দুর্দান্ত খাবার, অসাধারণ লোকেশন... সব মিলিয়ে হইহই করার জন্য জায়গাটা দারুণ। তখনই মনে হয়, এ ভাবে যদি একটা গল্প দাঁড় করানো যায়। একদল দম্পতি ওখানে বেড়াতে গিয়েছে। গিন্নিরা ঐতিহাসিক জায়গা দেখছে আর কর্তারা জমিয়ে মজা করছে। তবে গল্পে অনেক টুইস্ট রয়েছে।’’ এত জন নায়িকাকে একসঙ্গে ম্যানেজ করা সহজ কথা নয়! ‘‘আমার কাছে কোনও ব্যাপার নয়। আগের ছবিতে আমি এ রকম কাস্ট নিয়ে কাজ করেছি।’’ আপনার ছবি ‘বাই বাই ব্যাঙ্কক’-এর সঙ্গে গল্পের একটা হালকা মিল রয়েছে কি? ‘‘মিল নেই। তবে কী জানেন, বেড়ানো, খাওয়াদাওয়া, মজা, ব্যক্তিগত ভাবে এই ব্যাপারগুলো আমায় খুব টানে। আর আমার কমেডি ওয়ানলাইনার নয়, সিচুয়েশনাল কমেডি।’’

ছবি ঘোষণার জন্য একটা ভিডিয়ো বানানো হয়েছে, যা আজই লঞ্চ করা হবে। ২৬ তারিখ প্রযোজক-পরিচালক উজবেকিস্তান যাচ্ছেন রেকি করতে। ‘হইচই’ মুক্তি পাবে এ বছর দুর্গাপুজোয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE