Advertisement
২৪ এপ্রিল ২০২৪

কাজল লতার গল্প

কাজল ও লতা নামে দুই মেয়ের কাহিনি নিয়ে শুরু হতে চলেছে অমিত সেনগুপ্ত পরিচালিত নতুন বাংলা সিরিয়াল ‘কাজল লতা’।কৃষ্ণপুরের দাস পরিবার পাক্কা বৈষ্ণব। কৃষ্ণপুরের মন্দিরে রোজ কীর্তন, ভোগ, আরতির আয়োজনে সব সময় এগিয়ে দাস পরিবার।

ঊর্মি নাথ
শেষ আপডেট: ২৪ মে ২০১৭ ১২:৪৫
Share: Save:

কাজল ও লতা নামে দুই মেয়ের কাহিনি নিয়ে শুরু হতে চলেছে অমিত সেনগুপ্ত পরিচালিত নতুন বাংলা সিরিয়াল ‘কাজল লতা’।

কৃষ্ণপুরের দাস পরিবার পাক্কা বৈষ্ণব। কৃষ্ণপুরের মন্দিরে রোজ কীর্তন, ভোগ, আরতির আয়োজনে সব সময় এগিয়ে দাস পরিবার। এই দাস পরিবারের গৃহকর্ত্রী ননীবালা। ননীবালা কড়া বৈষ্ণবী। সে বিশ্বাস করে, একজন মেয়েই তার গুণের মাধ্যমে একটা পরিবারকে বেঁধে রাখতে পারে। এই জন্য ননী তার নাতনি লতার স্কুলে যাওয়া বন্ধ করে ঘর সংসার পুজোর কাজ শেখাতে ব্যস্ত হয়। লতার বাবা কেশব যৌবনে প্রেমে পড়ে পাশের বসুবাড়ির মেয়ে মঞ্জরীর। তার মা শোভা ব্যাপারটা জানতে পেরে ননীবালার কাছে যায়, কেশব ও মঞ্জরীর বিয়ের কথা পাকা করতে। ননীবালা ও শোভা পরস্পর বন্ধু। কেশব ও মঞ্জরীর বিয়ে মেনে না নেওয়ায় সম্পর্ক তিক্ত হল দুই বান্ধবীর মধ্যে। মঞ্জরীর অনত্র বিয়ে হল এবং তার কোলে এল মেয়ে কাজল। কাজল পড়াশোনায় বেশ ভাল। সে কৃষ্ণপুর থেকে রোজ কলকাতায় যায় কলেজে পড়তে। কাজল-লতার বন্ধুত্ব, দুই পরিবারের গৃহকর্ত্রীর মধ্যে তিক্ততার কাহিনি নিয়ে এই সিরিয়াল।

কাজলের চরিত্রে অভিনয় করছেন অন্বেষা বসু এবং লতার চরিত্রে দেবচন্দ্রিমা সিংহরায়। অন্বেষা ও দেবচন্দ্রিমার দু’জনেরই এটা ডেবিউ সিরিয়াল। ননীবালার চরিত্রে অভিনয় করছেন স্বাগতা মুখোপাধ্যায় ও শোভার চরিত্রে তনিমা সেন।

গল্পটা শুনে হিন্দি সিরিয়াল ‘স্বরাগিণী’র কথা মনে পড়ে যাচ্ছে। তবে কি এটা ‘স্বরাগিণী’র বাংলা ভার্সান? কালার্স বাংলার এগজিকিউটিভ প্রডিউসার জানালেন ‘কাজল লতা’ ‘স্বরাগিণী’র হিন্দি ভার্সান নয়, তবে ওই সিরিয়াল দ্বারা প্রভাবিত। বসুবাড়ির গৃহকর্ত্রী শোভা ওরফে তনিমা সেন জানালেন, ‘‘স্বরাগিণী’তেও আমার চরিত্রের নাম ছিল শোভা, আর এখানেও। আমার চরিত্র-নামটা বদলায়নি।’’

আরও পড়ুন: প্রকাশ্যে এল প্রিয়ঙ্কার সিকিম নিয়ে ছবি ‘পাহুনা’র ফার্স্ট লুক

শোনা যাচ্ছে, কালার্স বাংলার এই সিরিয়ালের কথা পাকাপাকি হয়ে যাওয়ার পর, তনিমা সেন হঠাৎ এই সিরিয়াল থেকে সরে আসতে চেয়েছিলেন! কেন? চ্যানেল বা পরিচালকের সঙ্গে কোনও মতান্তর? এক গাল হেসে তনিমা বললেন, ‘‘শুনেছিলাম শ্যুটিং হবে নন-এসি ফ্লোরে। শুনেই আমি ভয়ে ঘেমে গিয়েছিলাম। আমার হাই প্রেশার, এই গরমে নন-এসি ফ্লোরে কাজ করতে গেলে মরেই যায়। এটা ফ্যাশন নয়, প্রয়োজন। তাই ‘না’ বলে দিয়েছিলাম। ওরা অবশ্য আমাকে ছাড়ল না। তার বদলে আমাকে ঠান্ডা করে দিল।’’ তিনি জানালেন কালার্স বাংলার কাছে তিনি কৃতজ্ঞ, কারণ তাঁর কথা তারা রেখেছে এবং তিনি খুশি, কারণ তাঁর জন্য বাকিরা ভাল ভাবে কাজ করবে। ২৫ মে থেকে শ্যুটিং শুরু ‘কাজল লতা’র। সম্প্রচার তার পরে কয়েক দিনের মধ্যেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Serial Kajollata Tollywood
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE