Advertisement
১৯ এপ্রিল ২০২৪

প্রচারের অভিনব কৌশল

‘কবীর’-এর প্রচারে স্পেশাল টাস্ক ফোর্সের ভূমিকা নিয়ে বললেন দেবপ্রতিপক্ষ শক্তিশালী এবং একই দিনে তাঁর ছবির সঙ্গে বেশ কয়েকটি ছবির মুক্তির কারণেই কি প্রথম থেকেই তিনি আক্রমণাত্মক?  

দেব

দেব

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০১৮ ০০:২০
Share: Save:

প্রযোজক দেব তাঁর ছবি নিয়ে যতটা ভাবেন, ততটাই বোধহয় প্রচার নিয়ে। ‘চ্যাম্প’ ও ‘ককপিট’-এর সময় তাঁর প্রচার ভাবনা তো তেমনই ইঙ্গিত করেছিল। এ বার নতুন ছবি ‘কবীর’-এর ক্ষেত্রেও প্রচারের জমি বিন্দুমাত্র ছাড়তে রাজি নন তিনি। প্রতিপক্ষ শক্তিশালী এবং একই দিনে তাঁর ছবির সঙ্গে বেশ কয়েকটি ছবির মুক্তির কারণেই কি প্রথম থেকেই তিনি আক্রমণাত্মক?
এ বারের প্রচার কৌশলেও রয়েছে নতুনত্ব। দেব বললেন, ‘‘দেখুন, ‘কবীর’-এর গল্পটা সন্ত্রাসবাদ এবং এসটিএফ-এর (স্পেশ্যাল টাস্ক ফোর্স) অপারেশনের উপর দাঁড়িয়ে আছে। প্রিয়ঙ্কা সরকার এখানে একজন এসটিএফ প্রধানের ভূমিকায় অভিনয় করছেন। ছবির গল্পের কারণে এসটিএফ কী ভাবে কাজ করে, তা নিয়ে ছবির কাজ শুরুর আগে আমরা প্রচুর রিসার্চ করেছিলাম। এ বার ছবির প্রোমোশনে এসটিএফ-এর কাজকেই তাই সামনে আনতে চাইছি। যার মাধ্যমে সাধারণ মানুষও প্রথম বার চোখের সামনে দেখতে পাবেন, এ ধরনের কোনও অস্বাভাবিক পরিস্থিতিতে দায়িত্বশীল নাগরিক হিসেবে তাঁদেরও কী রকম আচরণ করা উচিত।’’
যাই হোক, এর পর ‘কবীর’-এর টিম কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করে। এবং তারা জানায় যে, এমন একটা কিছু করতে চায়, যার মাধ্যমে ট্রেনের মধ্যে কিছু দেখলে কী করা উচিত বা কোনও মলে গিয়ে এ ধরনের বিপজ্জনক পরিস্থিতির সম্মুখীন হলে কী ভাবে রিঅ্যাক্ট করা উচিত।
দেব বললেন, ‘‘আমরা কোনও সচেতনতা তৈরি করতে পারি কি না, সেই ভাবনা থেকেই প্রোমোশন প্ল্যান করেছি। আমাদের অনুষ্ঠানে কলকাতা এসটিএফ টিম মক ড্রিলও করছে (আগুন লাগলে বা অন্য কোনও ইমার্জেন্সির সময় কোনও বিল্ডিং যে ভাবে ফাঁকা করা হয়)। কসবা এলাকার একটি মলে ছদ্ম পরিস্থিতি তৈরি করা হবে। এসটিএফের কম্যান্ডোরা বিল্ডিং থেকে নামবে এবং কী ভাবে ওরা রেসকিউ অপারেশন করে, তা দেখানো হবে। যদি কোথাও বোমা থাকে, তা নিষ্ক্রিয় করা... কোথাও যদি সন্ত্রাসবাদী লুকিয়ে থাকে, সে ক্ষেত্রে কী করা হয়... সে সব নিয়েই মক ড্রিল। ট্রেলারে দেখবেন, পাহাড়ের উপর একটা বাড়িতে কী ভাবে কম্যান্ডোরা হেলিকপ্টারে করে এসে ঢুকছে। মুম্বইয়ের তাজ হোটেলে যখন টেররিস্ট অ্যাটাক হয়েছিল, এসটিএফ-ই ঢুকেছিল নাগরিকদের বাঁচাতে।’’
তাজ-এর পরিপ্রেক্ষিতে প্রশ্ন ওঠে ছবিতে কি আজমল কাসভের প্রসঙ্গ আছে... একটু থেমে দেব বললেন, ‘‘এর জন্য ছবিটা দেখতে হবে।’’ এই মক ড্রিলের অংশ হিসেবে কি আপনাকেও দেখা যাবে? ‘‘আমার তো করার ইচ্ছে ছিল। কিন্তু একটা জরুরি কাজে উজবেকিস্তান যেতে হয়েছে। ট্রেনিংটা নিতে পারিনি। আর ট্রেনিং ছাড়া মনে হয় না ওরা কিছু অ্যালাউ করবে। তবে ইভেন্টে তো আমি অবশ্যই থাকব।’’ পুরো ‘কবীর’ টিম থাকবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE