Advertisement
১৯ এপ্রিল ২০২৪

ইংরেজি ছবিতে ঋতাভরী

ভারত-আমেরিকা যৌথ প্রজেক্টের ইংরেজি ছবিতে কাজ করতে চলেছেন ঋতাভরী চক্রবর্তী। এই ছবির পরিচালক বিজুকুমার দামোদরন। এই মালয়ালি পরিচালক জাতীয় পুরস্কার পেয়েছেন তাঁর ছবির জন্য। আন্তর্জাতিক ম়ঞ্চেও তাঁর কাজ যথেষ্ট সমাদৃত।

শেষ আপডেট: ২৩ মে ২০১৭ ০০:৪৪
Share: Save:

ভারত-আমেরিকা যৌথ প্রজেক্টের ইংরেজি ছবিতে কাজ করতে চলেছেন ঋতাভরী চক্রবর্তী। এই ছবির পরিচালক বিজুকুমার দামোদরন। এই মালয়ালি পরিচালক জাতীয় পুরস্কার পেয়েছেন তাঁর ছবির জন্য। আন্তর্জাতিক ম়ঞ্চেও তাঁর কাজ যথেষ্ট সমাদৃত।

পরিচালকের আগামী ছবি ‘দ্য ডিরেক্টর’এ কাজ করতে চলেছেন ঋতাভরী। তিনি বলছিলেন, ‘‘বিজুকুমারের সঙ্গে কাজ করার ইচ্ছে ছিল। এত দিনে বিষয়টা পাকা হল।’’ ছবিতে ঋতাভরীর বিপরীতে আছেন প্রকাশ বারে। তিনিও মালয়ালম ছবির জনপ্রিয় অভিনেতা। ছবির পুরো ইউনিটই মালয়ালম ইন্ডাস্ট্রি থেকে। একমাত্র ঋতাভরীই কলকাতার।

ছবিতে ঋতাভরী একজন নায়িকার ভূমিকায়। সিনেমার ইউনিট সিকিমে শ্যুটিং করতে গিয়ে ধসের কারণে আটকে পড়ে। কী ভাবে এই সমস্যা থেকে তারা বেরোয়, সেই জার্নির গল্প নিয়েই ‘দ্য ডিরেক্টর’ জানালেন ঋতাভরী।

‘‘বিজুকুমার সাধারণত যে ধরনের ছবি করেন তাতে আমি মানানসই নই। এই প্রথম উনি এমন একটা ছবি করছেন, যেখানে আমার উপযুক্ত চরিত্র রয়েছে। নায়িকার ভূমিকায় তো আমাকে সব সময়ই মানায়,’’ হেসে বললেন ঋতাভরী। ছবিটা ইংরেজি, তাই ভাষাগত সমস্যায় পড়তে হয়নি।

‘অন্য অপালা’ ছবিটি নিয়ে ইন্ডিয়ান প্যানোরমায় গিয়েছিলেন ঋতাভরী। সেখানে বিজুকুমারও ছিলেন। নায়িকা তাঁর সঙ্গে কাজ করার ইচ্ছে প্রকাশ করেন। তবে মনমতো চরিত্র পেতে একটু অপেক্ষা করতে হল এই যা! ঋতাভরীর কথায়, ‘‘আসলে আমার বাবা (উৎপলেন্দু চক্রবর্তী) যে ধরনের ছবি করতেন বিজুকুমারও সেই ঘরানায় বিশ্বাসী। তাই আমার তরফে ওঁর সঙ্গে কাজ করার বাড়তি
ইচ্ছে ছিলই।’’

আগামী জুলাই থেকে সিকিমে শ্যুটিং শুরু হওয়ার কথা। আয়ুষ্মান খুরানা, কুনাল কপূরের সঙ্গে মিউজিক ভিডিয়ো, কালকির সঙ্গে শর্ট ফিল্ম ‘নেকেড’ ইত্যাদি ঋতভারীকে জনপ্রিয়তা এবং পরিচিতি দুই দিয়েছে। আগামী দিনে কি তাঁকে আমরা বলিউডে দেখতে চলেছি? হেসে বললেন, ‘‘খুব শিগগিরি সেটা জানতে পারবেন!’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE