Advertisement
১৯ এপ্রিল ২০২৪

‘অমর’-এর শেষযাত্রায় শামিল বলিউড

ছয় ও সাতের দশকের সুপারস্টার বিনোদ খন্না চলে গেলেন। গতকাল এগারোটা কুড়ি মিনিটে। বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন বিনোদ। এবং ক’দিন আগেই তাঁর শারীরিক অবনতির একটি ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল।

শ্রাবন্তী চক্রবর্তী
মুম্বই শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০১৭ ০০:০০
Share: Save:

ছয় ও সাতের দশকের সুপারস্টার বিনোদ খন্না চলে গেলেন। গতকাল এগারোটা কুড়ি মিনিটে।

বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন বিনোদ। এবং ক’দিন আগেই তাঁর শারীরিক অবনতির একটি ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। বিনোদের অনস্ক্রিন বা অফস্ক্রিন যে দীপ্ত ইমেজ ছিল, তার সঙ্গে সেই শীর্ণকায় চেহারা কোনও ভাবেই মেলানো যায় না। যদিও পরিবারের তরফ থেকে তখন জানানো হয়েছিল, বিনোদজি ডিহাইড্রেশনে ভুগছেন। কিন্তু আসলে তাঁর ক্যান্সার হয়েছিল। গতকাল সকালে তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর গোটা বলিউড শোকস্তব্ধ।

অমিতাভ বচ্চন ‘সরকার ৩’-এর প্রমোশনাল ইন্টারভিউয়ে ব্যস্ত ছিলেন। খবর শোনামাত্র ইন্টারভিউ ছেড়ে তিনি উঠে যান। বলিউডে অনেকেই বলেন, এক সময়ে বিনোদ খন্না যদি সব ছেড়েছুড়ে সন্ন্যাস না নিতেন, তা হলে বিগ বি একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে পারতেন কি না সন্দেহ! বিনোদ খন্নার সঙ্গে এক সময় পাঁচটি ছবিতে কাজ করেছিলেন প্রেম চোপড়া। তিনি আনন্দ প্লাস-কে ফোনে জানালেন, ‘‘কিছু দিন আগে বিনোদের যে ছবিটা ভাইরাল হয়, তা দেখে খুব মনখারাপ হয়েছিল। পরদায় তো বটেই পরদার বাইরেও বিনোদের ব্যক্তিত্ব ছিল দেখার মতো।’’

বিনোদের স্মৃতি হাতড়চ্ছিলেন তাঁরই বেশ কয়েকটি ছবির নায়িকা এবং সাংসদ হেমা মালিনী। ফোনে বললেন, ‘‘আমাকে রাজনীতিতে নিয়ে এসেছেন বিনোদই। উনি ভীষণ ভাল বক্তা তো বটেই, পড়াশোনাতেও ভাল ছিলেন, আর প্রচুর পড়তেন। একসঙ্গে কত ছবিতে কাজ করেছি! মনটা খুব ভারী হয়ে আছে!’’

বিকেল পাঁচটা নাগাদ ওরলি শ্মশানে বিনোদ খন্নার মরদেহ নিয়ে যাওয়া হয়। অমিতাভ, অভিষেক, গুলজার, ড্যানি, ঋষি কপূর, সুভাষ ঘাই, অর্জুন রামপাল, দিয়া মির্জা, জ্যাকি শ্রফ, উদিত নারায়ণ প্রমুখ বিশিষ্টজন সেখানে উপস্থিত ছিলেন। বিনোদের শেষকৃত্যে এসে পরিচালক সুভাষ ঘাই বলেন, ‘‘সকলকে একদিন চলে যেতে হয়। কিন্তু গুরুত্বপূর্ণ হল, আমরা কীভাবে জীবন কাটাচ্ছি। বিনোদ সারা জীবন নিজের মতো করে কাটিয়েছে। ওকে ভুলব না।’’ ঋষি কপূর টুইট করেছেন, ‘‘কী অদ্ভুত সমাপতন! বন্ধু বিনোদ খন্না ও ফিরোজ খান দু’জনেরই একই দিনে মৃত্যু হল!’’ রজনীকান্তও টুইটারে বিনোদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন।

বর্ষীয়ান এই অভিনেতার শেষকৃত্যের দায়িত্বে ছিলেন তাঁর দ্বিতীয় পক্ষের পুত্র সাক্ষী খন্না। সেখানে প্রথম পক্ষের সন্তান রাহুল ও অক্ষয় খন্না উপস্থিত থাকলেও, মুখাগ্নি করলেন সাক্ষী। ইন্ডাস্ট্রির বেশির ভাগ লোকজনই জানেন যে, বিনোদ তাঁর দুই ছেলে রাহুল এবং অক্ষয়ের সঙ্গে খুব একটা ঘনিষ্ঠ ছিলেন না। তাঁর দ্বিতীয় বিবাহই এর কারণ বলে শোনা যায়। শেষকৃত্যের সময় দ্বিতীয় পত্নী কবিতা আগাগোড়া উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শুরু হওয়ার কিছুক্ষণ পর অক্ষয় আসেন। তাঁর হাত ধরে আসেন বিনোদের প্রথম পত্নী গীতাঞ্জলি। বর্ষীয়ান এই অভিনেতাকে সম্মান জানাতে গতকাল ‘বাহুবলী ২’-এর জমকালো প্রিমিয়ার ও প্রেস স্ক্রিনিংও বাতিল করে দেন ছবির অন্যতম প্রযোজক কর্ণ জোহর। বিনোদের ইচ্ছে ছিল খুব শিগগিরই সাক্ষীকে সিনেমায় নিয়ে আসার। সেই দিন আর দেখে যেতে পারলেন না বিনোদজি!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bollywood Vinod Khanna
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE