Advertisement
১৯ এপ্রিল ২০২৪

ট্যাক্স ফ্রি চ্যাম্প

রাজ্য সরকারের এই সিদ্ধান্ত আমাদের প্রচেষ্টাকে আরও এগিয়ে নিতে সাহায্য করবে। ক্রিকেট ছাড়া অন্য খেলাকে তো আমরা তেমন পাত্তা দিই না।

শেষ আপডেট: ০২ জুন ২০১৭ ১৩:০০
Share: Save:

দেব অভিনীত ‘চ্যাম্প’ ছবিকে ট্যাক্সমুক্ত করল রাজ্য সরকার। সাম্প্রতিক কালে এ রাজ্য কোনও ছবি ট্যাক্স-ফ্রি হয়নি। স্পোর্টস হিসেবে বক্সিং যাতে আরও বেশি মানুষের কাছে পৌঁছতে পারে, তার জন্যই এই সিদ্ধান্ত। ‘‘দারুণ খুশি খবরটা শুনে। আসলে কলকাতায় জন্ম হওয়া একটা খেলা সম্বন্ধে কলকাতার লোকই প্রায় কিছু জানে না। সেই জন্যই ছবিটা বানানোর অনুপ্রেরণা পাই। রাজ্য সরকারের এই সিদ্ধান্ত আমাদের প্রচেষ্টাকে আরও এগিয়ে নিতে সাহায্য করবে। ক্রিকেট ছাড়া অন্য খেলাকে তো আমরা তেমন পাত্তা দিই না। বড়জোড় ফুটবল। এমন অপ্রচলিত খেলা নিয়ে তৈরি ছবিকে সব সরকার ট্যাক্সমুক্ত করলে খুশি হব,’’ বলছিলেন দেব। দেব এ ছবিতে আবার প্রযোজকও বটে। তাই ঠিক করেছেন ট্যাক্সমুক্ত হওয়ায় যে টাকা বেঁচে যাবে, সেটা দান করবেন বক্সিংয়ের কল্যাণে। জিএসটিতে বিনোদন ট্যাক্স ২৮ শতাংশ হওয়ায় ভীষণ ক্ষুব্ধ তিনি। বলছিলেন, ‘‘আমাদের এখানে ট্যাক্স ২ পার্সেন্ট। সেটা এক ধাক্কায় ২৮ পার্সেন্ট করে দিলে, লোকে তো ছবি দেখতেই আসবে না। আ়ঞ্চলিক সিনেমাকে আত্মহত্যার দিকে ঠেলে দিচ্ছে কেন্দ্রীয় সরকার।’’ ছবির পরিচালক রাজ চক্রবর্তীও খুশি ঘটনাটায়, ‘‘স্পোর্টস কেন্দ্রিক ছবি এখানে খুব কম হয়। রাজ্য সরকারের এই সিদ্ধান্ত বাকিদেরও উৎসাহিত করবে স্পোর্টস ফিল্ম বানাতে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE