Advertisement
১৯ এপ্রিল ২০২৪

হিন্দিতে ‘পটলকুমার গানওয়ালা’

হিন্দি ধারাবাহিক থেকে অনুপ্রাণিত হয়ে বাংলা ধারাবাহিক তৈরি হওয়ার প্রথাটা প্রায় উল্টে গিয়েছে। পরপর ‘ভুতু’, ‘ভজগোবিন্দ’র মতো জনপ্রিয় বাংলা ধারাবাহিক নিয়ে হিন্দিতে সিরিয়াল হওয়াটাই এর প্রমাণ। সেই তালিকায় নাম লেখাল ‘পটলকুমার গানওয়ালা’ও।

‘পটলকুমার গানওয়ালা’র একটি দৃশ্য

‘পটলকুমার গানওয়ালা’র একটি দৃশ্য

শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০১৮ ০১:০৫
Share: Save:

হিন্দি ধারাবাহিক থেকে অনুপ্রাণিত হয়ে বাংলা ধারাবাহিক তৈরি হওয়ার প্রথাটা প্রায় উল্টে গিয়েছে। পরপর ‘ভুতু’, ‘ভজগোবিন্দ’র মতো জনপ্রিয় বাংলা ধারাবাহিক নিয়ে হিন্দিতে সিরিয়াল হওয়াটাই এর প্রমাণ। সেই তালিকায় নাম লেখাল ‘পটলকুমার গানওয়ালা’ও।

গ্রাম থেকে উঠে আসা ছোট্ট মেয়ে পটেশ্বরী ওরফে পটলকুমারের একমাত্র সঙ্গী গানের গলা। আর সেই গানকে সঙ্গী করেই পটলকুমারের লড়াই নিয়ে তৈরি বাংলা ধারাবাহিক রীতিমতো জনপ্রিয় হয়েছে। এ বার সেই ধারাবাহিকেরই অনুপ্রেরণায় হিন্দিতে আসছে ‘কুলফিকুমার বাজেওয়ালা’। ‘পটল...’-এর হিন্দি রিমেকটির চরিত্রাভিনেতা এখনও অবধি ঠিক হয়নি। তবে ‘ভুতু’ এবং ‘ভজগোবিন্দ’র হিন্দি রিমেকে বাংলারই অভিনেতাদের দিয়ে কাজ করানোয় ‘কুলফি...’র ক্ষেত্রেও সেই জল্পনাটাই বেশ বেড়ে উঠেছে। এখন বাংলার পটল হিয়া দে-ই কি হিন্দির কুলফি হবে, সে উত্তর পেতে গেলে সামান্য অপেক্ষা করতেই হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE