Advertisement
২৪ এপ্রিল ২০২৪

কলম্বাসের ভবিষ্যৎ

কে বলল কলম্বাস মরে ভূত হয়ে গেছেন? এই তো ২০১৬-য় তিনি নামলেন টালিগঞ্জে উত্তমকুমারের স্ট্যাচুর পাশে। খোঁজ পেল আনন্দplusকে বলল কলম্বাস মরে ভূত হয়ে গেছেন? এই তো ২০১৬-য় তিনি নামলেন টালিগঞ্জে উত্তমকুমারের স্ট্যাচুর পাশে। খোঁজ পেল আনন্দplus

লুক টেস্টে মীর।

লুক টেস্টে মীর।

শেষ আপডেট: ২৯ জুলাই ২০১৬ ০০:০০
Share: Save:

সালটা ছিল ১৪৯২। ক্রিস্টোফার কলম্বাস হঠাৎ আবিষ্কার করলেন আমেরিকা। কাট টু ২০১৬। ঘুরতে ঘুরতে ৫২৪ বছর পর তিনি হাজির কল্লোলিনী তিলোত্তমায়।

কিন্তু এসে তিনি করছেনই বা কী?

কখনও মোবাইল ফোনে ট্যাক্সি বুক করছেন। কখনও বা আইটি ইন্ডাস্ট্রির কর্মীদের প্রেজেন্টেশন কী ভাবে দিতে হয় সেটা শেখাচ্ছেন। এর মধ্যেই কথায় কথায় সানি লিওন নিয়ে জোরালো বক্তব্য রাখছেন। এ ছাড়া আমেরিকা খুঁজতে যাওয়ার সেই সব দিনের স্মৃতিরোমন্থন তো রয়েছেই।

তার পর কী হল? কী হল সেটা জানতে হলে অবশ্য ছবিটা দেখতে হবে। হ্যাঁ, বুধবার থেকে একটা নতুন বাংলা ছবির শ্যুট শুরু হল।

নাম ‘কলকাতায় কলম্বাস’।

কলম্বাসের চরিত্রে অভিনয় করছেন মীর। সঙ্গে রয়েছেন তনুশ্রী, গৌরব চক্রবর্তী, অনির্বাণ ভট্টাচার্য, ঋতাভরী। যা খবর, একটা অতি বিশেষ চরিত্রে দেখা যাবে প্রিয়া সিনেমা হলের মালিক অরিজিৎ দত্তকেও।

ছবি পরিচালনা করছেন টিভির (পড়ুন ‘মীরাক্কেল’‌য়ের) জনপ্রিয় মুখ সৌরভ পালধি। ছবিটার প্রযোজনা করছেন মোজো প্রোডাকশনস-এর জয় গঙ্গোপাধ্যায়, যিনি এর আগে ‘বং কানেকশন’, ‘০৩৩’, ‘ভূতের ভবিষ্যৎ’, ‘মাছ মিষ্টি অ্যান্ড মোর’‌য়ের মতো ছবির প্রযোজনা করেছেন।

হঠাৎ এই গল্পটা কেন?

“এই গল্পটার মধ্যে একটা অদ্ভুত স্যাটায়ার আছে যেটা এই সময়ে খুব তাৎপর্যপূর্ণ। তা ছাড়া আমি আর কলম্বাস দু’জনেই ডিরেকশনলেস মানুষ। উনি ভুল করে আমেরিকা পেলেন, এ বার দেখি ওঁর টাইটেল রোল করে আমি কী পাই?’’ নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বলেন মীর।

ছবির নাম যদি অদ্ভুত হয়, ছবির বিষয়বস্তুও যথেষ্ট ‘হটকে’। কিন্তু ‘হটকে’র ক্লিশে বাদ দিলে টালিগঞ্জ ইন্ডাস্ট্রির অনেকের মতে অন্য রকম স্ক্রিপ্ট খুঁজে বার করার অদ্ভুত ‘ন্যাক’ আছে জয় গঙ্গোপাধ্যায়ের।

‘কলকাতায় কলম্বাস’ কি সে রকম একটা স্ক্রিপ্ট যাতে প্রচুর সম্ভাবনা রয়েছে? ‘‘অবশ্যই সে রকম একটা স্ক্রিপ্ট। আমি মিনিংফুল বাংলা ছবি করতে চাই। কোনও ভাবেই এটা সাধারণ হাহা-হিহির ছবি নয়। আমার সেন্সেবিলিটি নেই চিপ টয়লেট হিউমার মার্কা ছবি করার। একটা বুদ্ধিমত্তা থাকতেই হবে আমার ছবিতে,’’ ব্ল্যাক কফি খেতে খেতে বলছিলেন জয়।

কিন্তু ‘ভূতের ভবিষ্যৎ’ যিনি প্রযোজনা করেছিলেন, তিনি তার পরে অনীক দত্তের সঙ্গে কোনও ছবি বানালেন না কেন?

‘‘সে সময় অনীকদা একটা অন্য ছবি সাইন করে ফেলেছিল। আমিও মৈনাকের ছবি নিয়ে ব্যস্ত ছিলাম। তবে আমরা খুব তাড়াতাড়ি কাজ করব। কথাও চলছে অনীকদার সঙ্গে। ভাবছি একটা ছবি করব ‘ভবিষ্যতের ভূত’,’’ হাসতে হাসতে বলেন জয়।

অন্য দিকে এই ছবির পরিচালক সৌরভ পালধিও যথেষ্ট উত্তেজিত ছবির শ্যুটিং নিয়ে। ‘‘প্রথম ছবি। প্রেশার তো আছেই। কিন্তু সবাই বন্ধুবান্ধব। আমার মনে হয় সবাই মিলে একটা ভাল কাজ করব,’’ বলেন সৌরভ।

এত দিন মীরকে চেনার জন্যই কি নিজের কমফর্ট জোন থেকে আর না বেরিয়ে মীরকেই লিড রোলে নিলেন সৌরভ? ‘‘না, না। আমার মনে হয়েছিল এই রোলটায় মীরদা সবচেয়ে সুটেবল, তাই ওকে কাস্ট করেছি,’’ বলেন সৌরভ।

অন্য দিকে সৌরভের লেখার ফ্যান তনুশ্রীও। ‘‘আমার সৌরভের লেখা দারুণ লাগে। অদ্ভুত মজা আছে স্ক্রিপ্টে,’’ বলছিলেন তনুশ্রী।

অন্য দিকে শ্যুটিং শুরুর আগেই ছবি মুক্তির দিন প্রায় ঠিক হয়ে গেছে। ‘‘‘কলকাতায় কলম্বাস’ রিলিজ করবে চলতি বছরের নভেম্বরে। হয়তো ১১ নভেম্বর। আশা করছি আপনাদের এমন একটা ছবি দেখাতে পারব যেটা ‘ভূতের ভবিষ্যৎ’‌য়ের মতো চমকে দেবে সবাইকে,’’ বললেন জয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE