Advertisement
২৪ এপ্রিল ২০২৪

সত্য ঘটনা অবলম্বনে

তবে ট্যারেন্টিনোর গল্পের ইউএসপি অন্য জায়গায়। তাঁর ছবি শ্যারন টেটের খুনের ঘটনাকে কেন্দ্র করে। এই আমেরিকান অভিনেত্রীকে বিয়ে করেছিলেন পরিচালক রোমান পোলানস্কি।

কুয়েন্টিন ট্যারেন্টিনো।

কুয়েন্টিন ট্যারেন্টিনো।

শেষ আপডেট: ১৩ জুলাই ২০১৭ ১৩:০০
Share: Save:

আবার দর্শককে হাড় হিম করা একটি ছবি উপহার দিতে চলেছেন কুয়েন্টিন ট্যারেন্টিনো। শোনা যাচ্ছে, ‘ম্যাসন মার্ডার মিস্ট্রি’ নিয়েই নাকি তাঁর আগামী গল্প।

তবে ট্যারেন্টিনোর গল্পের ইউএসপি অন্য জায়গায়। তাঁর ছবি শ্যারন টেটের খুনের ঘটনাকে কেন্দ্র করে। এই আমেরিকান অভিনেত্রীকে বিয়ে করেছিলেন পরিচালক রোমান পোলানস্কি। হলিউ়ডের অন্যতম প্রতিভাময়ী অভিনেত্রী বলা হতো শ্যারনকে। ১৯৬৯ সালে বাড়ির মধ্যেই খুন করা হয় শ্যারনকে। সে সময় তিনি আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। ওই বাড়িতে আরও চারজন ছিলেন। তাঁরাও মারা যান। ম্যাসন গোষ্ঠীর লোকজন এই হত্যা করে। ট্যারেন্টিনো আপাতত তাঁর চিত্রনাট্য ঘষামাজার কাজ করছেন। ক্রাইম জঁরের গল্প তাঁর চেয়ে ভাল সাজাতে আর কে-ই বা পারবে! ‘কিল বিল’, ‘জ্যাঙ্গো আনচেইন়ড’ দেখলেই বোঝা যায় নৃশংসতাকেও কী ভাবে স্টাইলাইজ করে দেখানো যায়!

নিন্দুকের বক্তব্য ছিল, ছবিটবি শিকেয় তুলে ট্যারেন্টিনো এখন প্রেমে মজেছেন। সকলকে ভুল প্রমাণিত করে ‘ইনগ্লোরিয়াস বাস্টার্ড’-এর পরিচালক নতুন রহস্যের জাল বুনতে ব্যস্ত। গল্পটাও তিনিই লিখছেন। বাস্তবের জমি থেকেই তাঁর গল্পের সূত্র। তবে ছবির নাম এখনও ঠিক হয়নি। গল্পের জন্য ব্র্যাড পিট এবং জেনিফার লরেন্সকে প্রস্তাব দেওয়ার কথা শোনা যাচ্ছিল। এখন বলা হচ্ছে, শ্যারনের চরিত্রটা করার জন্য পরিচালক মার্গট রবিকে ভাবছেন। তিনি মার্গটের সঙ্গেও নাকি দেখা করেছেন সম্প্রতি। এ বছরের শেষের দিকে শ্যুটিং শুরু করার কথা পরিচালকের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE