Advertisement
১৯ এপ্রিল ২০২৪

অনিশ্চিত শ্যুটিং

ফেডারেশন অফ ইস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ, কলকাতার কাছে সাহায্য চাইতে গিয়েছিল অনুষ্কার ইউনিট। যাতে তারা কলকাতা থেকে কলাকুশলী নিয়ে শ্যুটিং চালাতে পারে। কিন্তু কলকাতা ফেডারেশনের সাধারণ সম্পাদক অপর্ণা ঘটক স্পষ্ট জানান, মুম্বইয়ের টেকনিশিয়ানদের দাবি সঙ্গত।

অনুষ্কা

অনুষ্কা

শেষ আপডেট: ২২ অগস্ট ২০১৭ ১১:২০
Share: Save:

সুদূর মুম্বইয়ের টেকনিশিয়ানদের ধর্মঘটের জের এসে পৌঁছেছে কলকাতাতেও। শ্যুটিং চলাকালীন পরিষেবা এবং বেতন বৃদ্ধির দাবিতে ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ, মুম্বই ধর্মঘট ডেকেছে। এই মুহূর্তে মুম্বইয়ে ধারাবাহিক বা সিনেমার প্রায় কোনও কাজই হচ্ছে না। এর রেশ কলকাতার শ্যুটিংয়েও পড়েছে। অনুষ্কা শর্মার প্রোডাকশন কলকাতায় এসেছে ‘পরি’ ছবির শ্যুটিংয়ে। ১৯ অগস্টেই কাজ শুরু করার কথা ছিল। কিন্তু মুম্বইয়ে টেকনিশিয়ানদের স্ট্রাইকের জেরে কলকাতাতেও শ্যুটিং বন্ধ। ফেডারেশন অফ ইস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ, কলকাতার কাছে সাহায্য চাইতে গিয়েছিল অনুষ্কার ইউনিট। যাতে তারা কলকাতা থেকে কলাকুশলী নিয়ে শ্যুটিং চালাতে পারে। কিন্তু কলকাতা ফেডারেশনের সাধারণ সম্পাদক অপর্ণা ঘটক স্পষ্ট জানান, মুম্বইয়ের টেকনিশিয়ানদের দাবি সঙ্গত। সুতরাং সেখান থেকে ছাড়পত্র না এলে কলকাতা কোনও ভাবেই সাহায্য করতে পারবে না। ‘‘সমস্যাটা মুম্বইয়ের। ওরা ওখানে মহিলা টেকনিশিয়ানদের জন্য কিছু ন্যূনতম পরিষেবা চেয়েছে। ১১ শতাংশ বেতন বৃদ্ধি করতে বলেছে। আরও িকছু দাবি রয়েছে। আর সবগুলোই ন্যায়সঙ্গত। আমরা সকলেই কনফেডারেশনের অধীনে। সে ক্ষেত্রে কলকাতা আলাদা করে কিছু করতে পারে না,’’ বললেন অপর্ণা। মঙ্গলবারই অনুষ্কার কলকাতায় আসার কথা। এখন এই পরিস্থিতিতে শ্যুটিং অনিশ্চিত। একই সমস্যা হয়েছিল অভয় দেওলের ছবি ‘জেএল-ফিফটি’ নিয়ে। সেখানে কানাডিয়ান প্রযোজনাও যুক্ত। সেই কারণে মুম্বই ফেডারেশন অভয়ের ছবিকে কলকাতায় শ্যুটের ছাড়পত্র দিয়েছে। তাই মঙ্গলবার থেকে ‘জেএল-ফিফটি’র শ্যুটিং শুরু হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE