Advertisement
১৯ এপ্রিল ২০২৪

‘রাজা’ ও তার পারিষদ

এ ছবিতে সৃজিত প্রথম বার কাজ করবেন সিনেমাটোগ্রাফার শুভঙ্কর ভড়ের সঙ্গে, শমীক হালদারের সঙ্গে নয়। ছবিতে ‘রাজা’র ভূমিকায় যিশু সেনগুপ্ত। তার স্ত্রীর চরিত্রে প্রথম বার পরদায় দেখা যাবে ইন্দ্রাণী দত্তের মেয়ে রাজনন্দিনী দত্তকে।

যিশু ও রাজনন্দিনী

যিশু ও রাজনন্দিনী

শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০১৭ ০৭:২০
Share: Save:

ভাওয়াল সন্ন্যাসীর ঘটনা ও কোর্ট কেস থেকে অনুপ্রাণিত সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবি ‘এক যে ছিল রাজা’। এ ছবির জন্য সৃজিত মূলত নির্ভর করেছেন পার্থ চট্টোপাধ্যায়ের ‘আ প্রিন্সলি ইমপস্টার...’ বইটির উপর। যদিও কিছু চরিত্র তাঁকে পালটাতে হয়েছে গল্পের প্রয়োজনে, তবে সব চরিত্রেরই একটা ঐতিহাসিক ভিত্তি আছে। ছবিতে ‘রাজা’র ভূমিকায় যিশু সেনগুপ্ত। তার স্ত্রীর চরিত্রে প্রথম বার পরদায় দেখা যাবে ইন্দ্রাণী দত্তের মেয়ে রাজনন্দিনী দত্তকে। জমিদারের বোনের ভূমিকায় জয়া আহসান। দুই উকিল অঞ্জন দত্ত ও অপর্ণা সেন। থাকছেন তনুশ্রী চক্রবর্তী ও রুদ্রনীল ঘোষ, জমিদারের প্রেয়সী ও ডাক্তারের ভূমিকায়। শ্যুটিং হবে কলকাতা, মুর্শিদাবাদ ও দার্জিলিং মিলিয়ে। তবে এ ছবিতে সৃজিত প্রথম বার কাজ করবেন সিনেমাটোগ্রাফার শুভঙ্কর ভড়ের সঙ্গে, শমীক হালদারের সঙ্গে নয়। শমীকের সঙ্গে তাঁর জুটি ভাঙার কারণ প্রসঙ্গে বললেন, ‘‘শমীক এখন এতটাই ব্যস্ত যে, প্রি-প্রোডাকশন ও পোস্ট প্রোডাকশনে যতটা সময় দেওয়া দরকার, সেটা দিতে পারছে না। তাই এমন একজনের সঙ্গে কাজ করতে চেয়েছি, যে সময়টা দিতে পারবে। ও সেটা দিতে না পারায় একটু হলেও কাজের ক্ষতি হচ্ছিল।’’ ভাওয়াল সন্ন্যাসী বললেই তো বাঙালির মনে ‘সন্ন্যাসী রাজা’য় উত্তমকুমারের ছবি ভেসে ওঠে। তার সঙ্গে কি যিশুর লুকের মিল পাওয়া যাবে? ‘‘আমি সেখান থেকে সরে এসে ঐতিহাসিক দিকটার উপরই বেশি জোর দিয়েছি,’’ জানালেন পরিচালক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE