Advertisement
১৬ এপ্রিল ২০২৪

গ্ল্যামারে মোড়া আইপিলএল

এবার ১০ বছরে পা দিয়েছে আইপিএল। তাই বিনোদনের ভাঁড়ারে কোনও খামতি রাখতে রাজি হননি আয়োজকরা। ১০টা ভেনুতে প্রথম দিনের ম্যাচের আগে আলাদা করে অনুষ্ঠান রাখা হয়েছিল।

সুশান্ত সিংহ রাজপুত ও মালাইকা অরোরা

সুশান্ত সিংহ রাজপুত ও মালাইকা অরোরা

শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০১৭ ০১:৩৩
Share: Save:

এবার ১০ বছরে পা দিয়েছে আইপিএল। তাই বিনোদনের ভাঁড়ারে কোনও খামতি রাখতে রাজি হননি আয়োজকরা। ১০টা ভেনুতে প্রথম দিনের ম্যাচের আগে আলাদা করে অনুষ্ঠান রাখা হয়েছিল। খেলা শুরুর আগেই একদফা গা গরম করে নিচ্ছিলেন দর্শক। আইপিএল-এ বরাবরই বিনোদনের মাত্রা নির্ধারণ করা হয় বলিউড দিয়ে। উদ্বোধনী অনুষ্ঠানের জন্য বলিউড তারকাদেরই বেছে নিয়েছিলেন উদ্যোক্তারা। দেখে নেওয়া যাক, কার পারফরম্যান্সে উচ্ছ্বসিত দর্শক। কাকে একেবারেই নাকচ করে দিলেন তাঁরা।

শ্রদ্ধা কপূর

সেরা পারফরম্যান্স অবশ্যই ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ানস আর কলকাতা নাইট রাইডার্সের ম্যাচের দিন হয়েছে। মালাইকা আরোরার ডান্সিং মুভ নিয়ে কারও কোনও কথা হবে না। সঙ্গে জমিয়ে পারফর্ম করেন সুশান্ত সিংহ রাজপুত । ‘ধোনি...’ করার পর তাঁর ভক্ত সংখ্যাও বেড়ে গিয়েছে। গোটা স্টেডিয়াম মাতিয়ে দিয়েছিলেন দু’জনে।মন্দ পারফর্ম করেননি কৃতী শ্যানন। বেঙ্গালুরুতে তিনি দিল্লি ডেয়ারডেভিলস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচে উপস্থিত ছিলেন। ভাল নাচিয়ে হিসেবে কৃতীর সুনাম রয়েছে। বেশ জাঁক-জমকপূর্ণ পারফরম্যান্স দেন কৃতী।

কৃতী শ্যানন

আইপিএল উদ্যোক্তারা পারফরম্যান্সের জন্য প্রথম সারির বলিউ়়ড অভিনেত্রীদের সে ভাবে আনতে পারেননি। যতগুলো অনুষ্ঠান হয়েছে, তাঁদের মধ্যে নামী মুখ বলতে শ্রদ্ধা কপূর। তাঁকে পেয়েছিল কলকাতা। নাইটের সঙ্গে কিংগস ইলেভেন পঞ্জাবের ম্যাচে তিনি পারফর্ম করেন। শ্রদ্ধা যখন ইডেন মাতাচ্ছেন গ্যালারিতে হাততালি দিতে দেখা গেল বাবা শক্তি কপূরকে হাততালি দিতে।। তবে শ্রদ্ধার তুলনায় মোনালি ঠাকুরের পারফম্যান্সের সময় কিন্তু ইডেনকে বেশি উচ্ছ্বসিত হতে দেখা গেল।

টাইগার শ্রফ তুখড় নাচিয়ে। রাজকোটে গুজরাত লায়ন্স আর নাইট রাইডার্সের ম্যাচে নাচেন তিনি। গ্ল্যাম কোশেন্টে টাইগার পিছিয়ে থাকলেও ডান্সিং ধামাকাটা তাঁর জবরদস্ত ছিল।

আইপিএল-এর সব অনুষ্ঠানের মধ্যে এমি জ্যাকসনের পারফরম্যান্স নিয়েই সবচেয়ে বেশি হাসিঠাট্টা হয়েছে। আইপিএল-এর প্রথম দিনেই তাঁর অনুষ্ঠান ছিল। সানি দেওলের মতো নেচেছেন বলে সোশ্যাল মিডিয়ায় ট্রোল হতে হয়েছে এমিকে।

টাইগার শ্রফ

পেপি নাম্বার দিয়ে দর্শককে মাতানোর চেষ্টা করেছিলেন ইয়ামি গৌতম। দিল্লির গরমেও কেমন যেন ঠান্ডা পড়ে গেল তাঁর পারফরম্যান্স। দিল্লির উদ্বোধনী ম্যাচে প্রথমে পারফর্ম করার কথা ছিল পরিণীতি চোপড়ার। তিনি শ্যুটিংয়ে ব্যস্ত থাকায় দিল্লি ডেয়ারডেভিলস এবং কিংগস ইলেভেন পঞ্জাবের ম্যাচে ইয়ামি পারফর্ম করেন। তবে তাঁর বদলে পরিণীতি থাকলে নিশ্চয়ই দর্শক আরও বেশি খুশি হতেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Tiger Shroff IPL Bollywood
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE