Advertisement
২০ এপ্রিল ২০২৪

‘বিউটি সিক্রেট বলে দিলে তবে সিক্রেট থাকবে কি!’

পুজো মানেই রঙের মেলা। শাড়ির পাশাপাশি ইন্দো-ওয়েস্টার্ন বা লেহঙ্গাও ট্রাই করতে পারেন। মিমি চক্রবর্তীর পুজোর স্টাইল সাজেশন আনন্দ প্লাস-এর পাঠকদের জন্য।পুজো মানেই রঙের মেলা। শাড়ির পাশাপাশি ইন্দো-ওয়েস্টার্ন বা লেহঙ্গাও ট্রাই করতে পারেন। মিমি চক্রবর্তীর পুজোর স্টাইল সাজেশন আনন্দ প্লাস-এর পাঠকদের জন্য।

মিমি চক্রবর্তী।

মিমি চক্রবর্তী।

শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৭ ০০:০০
Share: Save:

প্র: এ বারে পুজোয় মিমিকে কেমন সাজে দেখা যাবে?

উ: এখনও ঠিকই করিনি। তবে অষ্টমীর দিন লাল পরব এটা ঠিক করা আছে।

প্র: এখনও কিচ্ছু কেনেননি?

উ: সারা বছরই এত কিছু কেনা হয় যে, পুজোয় আলাদা করে কিনি না। বা়ড়ির বাকিদের কেনাকাটা অবশ্য সারা হয়ে গিয়েছে। তবে গিফটও তো পাই প্রতি বছর। মা, দিদি, মামা কিছু না কিছু দেবেই। তা ছাড়া আগের কেনা এত জামা কাপ়ড় জমে আছে যে, নতুন করে শপিং করার মানেই নেই!

প্র: পছন্দের রং কোনটা?

উ: লাল আর কালো। তবে ব্রাইট ইয়েলো খুব ভাল লাগে।

প্র: ওয়্যারড্রোবে কোন জিনিসটা সবচেয়ে পছন্দের?

উ: পুরো ওয়্যারড্রোবটাই (হাসি)! তবে জুতোর র‌্যাকটা আমার প্রাণ। ওটা ছেড়ে থাকা যাবে না।

প্র: আপনি কি ট্রেন্ড মেনে চলেন?

উ: একদম নয়। আমি যেটায় স্বচ্ছন্দ আর কনফিডেন্টলি যেটা ক্যারি করতে পারি সেটাই করি। হুজুগে পড়ে কোনও ট্রেন্ড ফলো করলাম আর আমাকে হাস্যকর লাগল, ও সবের মধ্যে নেই। যেটায় আমাকে দেখতে ভাল লাগবে সেটাই করব।

প্র: পছন্দের শপিং ডেস্টিনেশন?

উ: আউটডোর শ্যুটিংয়ে যেখানে যাই সেখান থেকেই কেনাকাটা করি। ব্যাঙ্ককে সবচেয়ে বেশি যাওয়া হয়, তাই ওখান থেকেই বেশি শপিং হয়। ইউরোপে গেলেও কেনাকাটার সুযোগ ছাড়ি না। আর আমেরিকায় গেলে ওখানকার ফ্যাক্টরি আউটলেট থেকে শপিং মাস্ট। এত সস্তায় ভাল ভাল ব্র্যান্ড পাওয়া যায় যে, কী বলব!

প্র: কোন সেলেব্রিটির স্টাইল স্টেটমেন্ট সবচেয়ে ভাল লাগে?

উ: জেনিফার লোপেজ, রিহানা। আসলে রিহানা যে-কোনও পোশাক এত স্মার্টলি ক্যারি করে! একটা ট্রান্সপারেন্ট টপও রিহানা দারুণ ভাবে ক্যারি করতে পারে। দীপিকা পাড়ুকোন, জ্যাকলিন ফার্নান্ডেজ, আলিয়া ভট্টের স্টাইলও বেশ ভাল লাগে।

প্র: আপনার কোনও বিউটি সিক্রেট আছে?

উ: আছে...কিন্তু বলব না। বলে দিলে কি আর সিক্রেট থাকবে (হাসি)!

ছবি: সোমনাথ রায়

স্টাইলিং: নেহা গাঁধী

মেকআপ: বীথিকা বেনিয়া

হেয়ার: শর্মিষ্ঠা মাঝি

পোশাক: পূজা শ্রফ, রীতু কুমার, সিট্রিন-মাল্টি ডিজাইনার স্টোর

জুয়েলারি: বেদিকা অ্যান্ড রিচা, অরম, সিট্রিন-মাল্টি ডিজাইনার স্টোর

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE