Advertisement
২০ এপ্রিল ২০২৪

হাওয়া মে উড়তা যায়ে...

রংবেরঙের নানান স্কার্ফ-এ প্রখর গ্রীষ্মে বসন্ত উদযাপন। লিখছেন অদিতি ভাদুড়ি।মৈনাক ভৌমিক পরিচালিত ‘মাছ মিষ্টি & মোর’-এর রাইমা সেনকে মনে আছে? এলোচুলে আলগা স্কার্ফ বাঁধা ফুরফুরে রাইমা এক গানের দৃশ্যে নায়ক পরমব্রতর সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন শহর কলকাতা। শুধু রাইমা কেন? বলিউডের কঙ্গনা রানাওত, করিনা কপূর খান, সুজান খান বা প্রিয়ঙ্কা চোপড়ারাও স্কার্ফের নানা ফ্যাশন স্টেটমেন্টে অহরহ সাজিয়ে তোলেন নিজেদের। ভারতীয় বা ওয়েস্টার্ন পোশাককে বাড়তি মাত্রা দিতে বা চুলকে আলগা যত্নে বেঁধে ফুরফুরে বোহেমিয়ান ফ্যাশনে বসন্তের মেজাজ ধরে রাখতে — স্কার্ফের কি সত্যিই কোনও বিকল্প আছে?

শেষ আপডেট: ২৮ মে ২০১৫ ০১:৩৬
Share: Save:

মৈনাক ভৌমিক পরিচালিত ‘মাছ মিষ্টি & মোর’-এর রাইমা সেনকে মনে আছে?

এলোচুলে আলগা স্কার্ফ বাঁধা ফুরফুরে রাইমা এক গানের দৃশ্যে নায়ক পরমব্রতর সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন শহর কলকাতা।

শুধু রাইমা কেন?

বলিউডের কঙ্গনা রানাওত, করিনা কপূর খান, সুজান খান বা প্রিয়ঙ্কা চোপড়ারাও স্কার্ফের নানা ফ্যাশন স্টেটমেন্টে অহরহ সাজিয়ে তোলেন নিজেদের।

ভারতীয় বা ওয়েস্টার্ন পোশাককে বাড়তি মাত্রা দিতে বা চুলকে আলগা যত্নে বেঁধে ফুরফুরে বোহেমিয়ান ফ্যাশনে বসন্তের মেজাজ ধরে রাখতে — স্কার্ফের কি সত্যিই কোনও বিকল্প আছে?

টেকনিক্যাল রাইটার পিয়াসা মিত্র থাকেন পুনেতে। প্রচুর স্কার্ফ ব্যবহার করেন। বললেন, ‘‘এখানে গরমে মেয়েরা স্কার্ফ দিয়ে মাথা-মুখ ঢেকে রাস্তায় বেরোয়। তা না হলে পুড়ে ছাই হয়ে যাবে। আমি নিজেও প্রচুর স্কার্ফ ব্যবহার করি। বেশি পরি স্কার্ট আর জিনসের সঙ্গে। আর চেষ্টা করি ইনোভেটিভ ভাবে স্কার্ফটা জড়ানোর। কোনও রকমে গলায় পেঁচিয়ে নিলাম, ওটা একদম করি না।’’

একটুকরো রঙিন কাপড় যে এ ভাবে ফ্যাশনের মানচিত্র বেমালুম পাল্টে দিতে পারে, তা কে আর জানত!

তাই ডিজাইনার্স স্টোর হোক বা গড়িয়াহাট কী নিউ মার্কেটের ফুটপাথ, নানারঙা স্কার্ফ যে ভাবে বসন্তের হাওয়া বইয়ে দিচ্ছে, তাতে স্কার্ফ-জোয়ারে ভেসে না পড়ে উপায় আছে?

ডিজাইনারদের মতে:

অগ্নিমিত্রা পল

খাদি, মলমল বা জর্জেটের স্কার্ফ গরমের সময়টায় খুব আরামের।

লেদার স্ট্রিপস, লেদার স্ট্রিমড স্কার্ফও খুব চলছে।

সন্ধেবেলা পার্টিতে পরতে পারেন সিক্যুইনড, স্টোন স্টাডেড বা এমবেলিশড স্কার্ফ।

মাথা ঢেকে স্কার্ফ পরুন। সাইড পার্টিংয়ের কাছে লাগিয়ে নিন একটা ব্রোচ। সবাই আপনাকেই দেখবে।

নেহা পণ্ডা

স্কার্ফের একটা সাইড মাথায় জড়িয়ে অন্য প্রান্তটা চুলের অন্য সাইড থেকে ঝুলিয়ে দিতে হবে। এ ভাবে হেয়ার ব্যান্ডের স্টাইলে ব্যবহার করা যায় স্কার্ফ।

গরমে বাইরে বেরোতে প্রিন্টেড স্কার্ফটাকে চুলের ওপর দিয়ে পেঁচিয়ে পেছনে একটা গিঁট দিয়ে নিন।

সন্ধেবেলা পার্টি। বা কোনও নাইট-আউট। স্কার্ফটাকে পিঠে ছড়িয়ে কাঁধের দু’দিক দিয়ে ঝুলিয়ে দিন। এটা হয়ে গেল শ্রাগ-স্কার্ফ।

ওয়েস্টার্ন পোশাকে কোমরে পেঁচিয়ে নিন স্কার্ফ। ঠিক বেল্টের মতো।

একরঙা পোশাক হলে স্কার্ফ হোক প্রিন্টেড। সলিড রঙের স্কার্ফ নিলে পোশাকের রঙ যেন খুব উজ্জ্বল না হয়।

যারা বেশ মোটা, তারা স্কার্ফটাকে লম্বালম্বি ঝুলিয়ে নিতে পারেন এক দিক দিয়ে। স্কার্ফটা লম্বালম্বি স্ট্রাইপস-এ হলে মোটাদেরও রোগা দেখাবে।

ছেলেরা ফর্ম্যালের সঙ্গে স্কার্ফ নিতে পারেন। টাই নয়। স্যাশের মতো করে। সিল্ক, স্যাটিন বা লাইক্রা মেটেরিয়ালের ছোট প্রিন্টেড স্কার্ফও বেশ লাগবে।

স্যান্ডি

একটা প্রিন্টেড স্কার্ফ নিন। সঙ্গে নিন একটা সলিড কালারের স্কার্ফ। দু’টো স্কার্ফকে সোজাসুজি কেটে রান সেলাই দিয়ে মিক্স অ্যান্ড ম্যাচ একটা স্কার্ফ বানিয়ে নিতে পারেন। আরও ঝলমলে করতে কিছু ফ্রিঞ্জেস জুড়ে সেলাই করে নিতে পারেন।

হাই এন্ড পার্টিতে গেলে শিফন আর অরগ্যাঞ্জা মিক্স করা স্কার্ফ পরুন। গ্ল্যামারাস লাগবে। সবার নজর থাকবে আপনারই দিকে।

আলাদা আলাদা তিন রঙা ফেব্রিক নিয়ে গলার দু’পাশ দিয়ে নট করে করে ঝুলিয়ে নিন। এই স্টাইলটা নজর কাড়বেই।

স্কার্ফটাকে সামনের দিকে তেরছা করে নিয়ে গলার দু’পাশ দিয়ে দু’টো নট ঝুলিয়ে দিতে পারেন। কাউল নেক স্টাইলে নিলেও ভাল লাগবে।

ফর্ম্যালের সঙ্গে পরলে কলারের নীচে দিয়ে ঝুলিয়ে নিন স্কার্ফ। সে ক্ষেত্রে বেশি এক্সপেরিমেন্ট না করাই ভাল।

এই গরমে পিওর শিফন, জর্জেট বা মলমল স্কার্ফের মতো আরাম কোনও কিছুতেই নেই।

ছেলেরা ফর্ম্যালের সঙ্গে স্কার্ফ নিলে তা যেন ঝুলে ছোট হয়। শিফন বা মলমল ফর্ম্যালের সঙ্গে বেস্ট।

ছেলেরা যদি স্কার্ফ ক্যাজুয়ালি নিতে চান তা হলে আরবি স্টাইলে গলায় এক প্যাঁচ দিয়ে অন্য প্রান্তটা ঝুলিয়ে রাখলে ভাল লাগবে।

জর্জেট বা শিফনের স্কার্ফ টাইয়ের মতো একটা নট দিয়ে খোলা ছেড়ে দেওয়া যায় স্কার্ফটাকে।

সৌজন্যে: থিঙ্ক স্টক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE