Advertisement
২০ এপ্রিল ২০২৪

অস্কারের দৌড় শুরু

চমক জাগিয়ে ২০১৮ সালের অ্যাকাডেমি পুরস্কারের ১৩টি বিভাগে মনোনয়ন পেল ‘দ্য শেপ অফ ওয়াটার’। সেরা ছবি, সেরা পরিচালক, সেরা অভিনেত্রী-সহ নানা বিভাগে টক্কর দেবে গিলের্মো দেল তোরো-র এই ছবি।

মেরিল ও গ্যারি

মেরিল ও গ্যারি

শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০১৮ ০০:৩৪
Share: Save:

চমক জাগিয়ে ২০১৮ সালের অ্যাকাডেমি পুরস্কারের ১৩টি বিভাগে মনোনয়ন পেল ‘দ্য শেপ অফ ওয়াটার’। সেরা ছবি, সেরা পরিচালক, সেরা অভিনেত্রী-সহ নানা বিভাগে টক্কর দেবে গিলের্মো দেল তোরো-র এই ছবি। ফ্যান্টাসি ছবিকে অনেক বছর পর এত সম্মান দিলেন বিচারকমণ্ডলী। মনোনয়ন সংখ্যায় দ্বিতীয় ক্রিস্টোফার নোলানের ‘ডানকার্ক’। আটটি মনোনয়ন পেয়েছে ছবিটি। এ ছাড়াও মার্টিন ম্যাকডোনাঘের পরিচালনায় ‘থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি’ ছবিটিকে অনেকেই সেরা বাজি বলে মনে করছেন। সাতটি মনোনয়ন নিয়ে তালিকায় তিন নম্বরে ছবিটি।

অনেক বিতর্কের পর সেরা পরিচালকের মনোনয়ন তালিকায় অবশেষে জায়গা পেলেন ‘লেডিবার্ড’ ছবির গ্রেটা গারউইগ। আট বছর পর পরিচালনার মনোনয়ন তালিকায় ঠাঁই পেলেন কোনও মহিলা। ‘মাডবাউন্ড’ সিনেমার জন্য সিনেমাটোগ্রাফিতে মনোনয়ন পেয়েছেন রেচেল মরিসন। অ্যাকাডেমি পুরস্কারের ইতিহাসে এই প্রথম বিভাগটিতে এলেন কোনও মহিলা।

প্রত্যাশা মতোই সেরা অভিনেতা এবং অভিনেত্রীর মনোনয়নের তালিকায় আছেন গ্যারি ওল্ডম্যান, মেরিল স্ট্রিপ, মার্গট রবি, টিমোথি শ্যালামেট, স্যালি হকিন্স প্রমুখ।

এই বছর নব্বইয়ে পড়তে চলেছে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস। মঙ্গলবার স্যামুয়েল গোল্ডউইন থিয়েটারে মনোনয়নের এই তালিকা প্রকাশিত হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE