Advertisement
১৯ এপ্রিল ২০২৪

লাল ঠোঁটের চুম্বক

ব্যস, বয়ফ্রেন্ডের ঝাঁক আছড়ে পড়া কি অনিবার্য? লিখছেন নাসরিন খান।বলা হয় দুর্বলচিত্তের নারীদের জন্য লাল লিপস্টিক নয়। তবে লাল লিপস্টিক সবাই পরতে পারেন। গায়ের রং বা ঠোঁটের আকৃতি কেমন তাতে কিছু যায় আসে না। সবটাই নির্ভর করে অ্যাটিটিউডের ওপর। ‘‘লাল লিপস্টিক ক্লাসিক একটা সাজ। কিন্তু যেমন তেমন করে লাল লিপস্টিক লাগালে দেখতে সস্তাও লাগতে পারে।’’ সতর্ক করলেন মেক আপ বিশেষজ্ঞ শ্রীনন্দা শঙ্কর।

শেষ আপডেট: ১০ অগস্ট ২০১৫ ০০:৪২
Share: Save:

বলা হয় দুর্বলচিত্তের নারীদের জন্য লাল লিপস্টিক নয়। তবে লাল লিপস্টিক সবাই পরতে পারেন। গায়ের রং বা ঠোঁটের আকৃতি কেমন তাতে কিছু যায় আসে না। সবটাই নির্ভর করে অ্যাটিটিউডের ওপর। ‘‘লাল লিপস্টিক ক্লাসিক একটা সাজ। কিন্তু যেমন তেমন করে লাল লিপস্টিক লাগালে দেখতে সস্তাও লাগতে পারে।’’ সতর্ক করলেন মেক আপ বিশেষজ্ঞ শ্রীনন্দা শঙ্কর।

‘‘রেড লিপস্টিক অনেকটা লিটল ব্ল্যাক ড্রেসের মতো। লিটল ব্ল্যাক ড্রেস যেমন কোনও দিন পুরনো হয় না, লাল লিপস্টিকও চিরন্তন। তবে লাল লিপস্টিক লাগিয়ে অফিসে না যাওয়াই ভাল,’’ বলতে বলতে হাসছিলেন প্রাক্তন সুপারমডেল অচলা সচদেব।

শ্রীনন্দার কাছে লাল ঠোঁট মানেই মেরিলিন মনরো এবং ম্যাডোনা। তবে মেক আপ ব্লগার শিখা অগ্রবাল মনে করেন বাঙালি মেয়েরাও লাল লিপস্টিক দারুণ ক্যারি করেন। ‘‘লাল লিপস্টিক পরতে কোনও অনুষ্ঠান লাগে না। তবে ঠোঁট যেন আর্দ্র থাকে। ঠোঁটের স্ক্রাবিং ভাল ভাবে করবেন লিপস্টিক লাগানোর আগে। আউটলাইনটাও যেন সুন্দর হয়,’’ বলছেন শিখা।

বিখ্যাত মেকআপ আর্টিস্ট অম্বিকা পিল্লাই মনে করেন, ‘‘আপনার মেক আপ কিটে লাল লিপস্টিক থাকলে দেখবেন খুব আত্মবিশ্বাসী লাগছে। ঠোঁটে এবং নখে লাল রং এবং হালকা চোখের মেক আপে স্মার্ট এবং আত্মবিশ্বাসী লাগবে আপনাকে।’’

লাল লিপস্টিকের উষ্ণ লাল টোনটায় থাকে কমলা আভা আর শীতল লালের মধ্যে নীলচে আভা। ‘‘কোন শেডটা বাছছেন আর কী ভাবে ক্যারি করছেন সেটাই আসল,’’ বলেন শ্রীনন্দা। শেড ম্যাট হোক বা গ্লসি, সঠিক ভাবে লাগানোটাই আসল। মেজাজ মর্জি মতোও লিপস্টিকের রং বাছতে পারেন। গায়ের রং যেমনই হোক লাল লিপস্টিক কিন্তু সারা বিশ্বের মহিলাদের কাছে প্রিয়। অম্বিকা জানান, ‘‘উজ্জ্বল কমলা আর ফুশিয়াও ঔজ্জ্বল্যের দিক থেকে কিছু কম যায় না। তবে ক্লাসিক রেড লিপের পাঞ্চটা ওদের নেই।’’

লাল রং বেছে নেওয়ার শর্ত

ওয়ার্ম রেড লিপস্টিক (অরেঞ্জ আন্ডার টোন)+উজ্জ্বল ত্বকের জন্য ( গোল্ডেন ইয়েলো বা অলিভ আন্ডার টোন)। কুল রেড লিপস্টিক ( ব্লু আন্ডারটোন) + কুল স্কিনটোন ( পিঙ্ক আন্ডার টোন)

যাঁদের গায়ের রং ফর্সা: ত্বকে গোলাপি আভা থাকলে কমলা আভা দেওয়া কোরাল রেড বা ম্যাট রেড লিপস্টিক লাগাতে পারেন। যাঁদের গায়ের রং সোনার মতো তাঁরা লাগাতে পারেন কোরাল রেড বা ওয়ার্ম ব্রিক রেড

মাঝারি গায়ের রং যাঁদের: টকটকে লাল, ক্র্যানবেরি শেড বা গোলাপি লাল।

যাঁরা শ্যামবর্ণ: নীলচে লাল আর শীতল লালের শেড ভাল যাবে। ডার্ক চেরি, বার্গাণ্ডি, ওয়ার্ম ব্রিক রেড, ডার্ক জ্যাম রংগুলো লাগাতে পারেন। খুব উজ্জ্বল রং লাগাবেন না।

নিখুঁত লাল ঠোঁটের জন্য

আপনার লিপস্টিকের থেকে এক শেড গাঢ় লিপ পেন্সিল দিয়ে ঠোঁটের আউটলাইন আঁকুন। লিপ ব্রাশ দিয়ে ভাল করে ব্লেন্ড করুন ঠোঁটের সঙ্গে। টিসু দিয়ে অতিরিক্ত রং শুষে নিন। লিপলাইনের চারপাশে বুলিয়ে নিন ট্রান্সলুসেন্ট পাউডার। গ্লসি দেখাতে চাইলে নীচের ঠোঁটের মাঝখানে লিপগ্লস লাগিয়ে ব্লেন্ড করে নিন।

পরামর্শ দিচ্ছেন মেক আপ আর্টিস্ট অম্বিকা পিল্লাই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE