Advertisement
১৯ এপ্রিল ২০২৪

বাবার মতো হতে চাই: রণবীর

কখনও রণবীর বলেছেন, ছোটবেলায় বাবাকে তিনি রীতিমত ভয় পেতেন। তবে সময়ের সঙ্গে বোধহয় গলেছে সম্পর্কের বরফও। সম্প্রতি রণবীর বলেন, ‘‘বাবার মতো হতে চাই। যদিও জানি যে, তার জন্য আমাকে অনেক দূর যেতে হবে।’’

শেষ আপডেট: ১১ জুলাই ২০১৭ ১৩:০০
Share: Save:

বাবা আর ছেলের সম্পর্কের টানাপড়েন নতুন নয়। ঋষি-রণবীরের রসায়ন নিয়ে আগেও বহু চর্চা হয়েছে। মুখ খুলেছেন দু’তরফই। কখনও ঋষি কপূর আক্ষেপ করেছেন, তিনি তাঁর ছেলের বন্ধু হতে পারেননি। কখনও রণবীর বলেছেন, ছোটবেলায় বাবাকে তিনি রীতিমত ভয় পেতেন। তবে সময়ের সঙ্গে বোধহয় গলেছে সম্পর্কের বরফও। সম্প্রতি রণবীর বলেন, ‘‘বাবার মতো হতে চাই। যদিও জানি যে, তার জন্য আমাকে অনেক দূর যেতে হবে।’’

ঋষি-প্রসঙ্গে তিনি বলেন, ‘‘দীর্ঘ ৩৫ বছর ইন্ডাস্ট্রিতে থাকার পরও বাবা যে ভাবে এখনও চলচ্চিত্র জগৎকে দিয়ে যাচ্ছেন, তার তুলনা নেই। বাবার পরিশ্রম, সিনেমার প্রতি প্যাশন, পরিবারের জন্য ভালবাসা, সব কিছুই শেখার মতো।’’ এ মাসেই মুক্তি পাচ্ছে ‘জগ্গা জাসুস’। যেখানে বাবা-ছেলের সম্পর্কের গল্পও রয়েছে। তবে রণবীর জানালেন, ঋষির সঙ্গে তাঁর সম্পর্কের মিল ছবিতে নেই।

‘‘বাবার সঙ্গে সম্পর্কটা এখনও ফর্ম্যালই থাকলেও ভালবাসা আর যত্নের খামতি নেই। এ কথা অবশ্যই বলব, সম্পর্ক আগের চেয়ে অনেক ভাল হয়েছে। আমিও প্রফেশনাল হয়েছি। ফলে নিজের ছবি সম্পর্কে বাবার সঙ্গে এখন আলোচনাও করতে পারি।’’ রণবীর আরও বলেন, ‘‘বাবা স্পষ্টবাদী। ওঁর টুইটে রীতিমত কনট্রোভার্সি হয়। কিন্তু বাবা অত্যন্ত সৎ আর ভাল মনের মানুষ বলেই এগুলো হয়। আমিও বাবার মতোই ভাল হতে চাই। কিন্তু তার জন্য আমাকে আরও অনেকটা পথ হাঁটতে হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE