Advertisement
২৫ এপ্রিল ২০২৪

বলিউডের মহিলা প্রযোজক ব্রিগেড

এঁদের হাতেই লক্ষ্মীর ঝাঁপি। প্রযোজনাতেও সোনা ফলিয়েছে বলিউডের মহিলা ব্রিগেড। মহিলা প্রযোজকদের মধ্যে কেউ নায়কের স্ত্রী, কারও আবার ফিল্মি ব্যাকগ্রাউন্ড নেই। তবে ব্যবসায়ী বুদ্ধিতে তাঁরা যথেষ্টই দড়ফিল্মি ব্যাকগ্রাউন্ড থেকে না এসেও বলিউডে পায়ের তলায় শক্ত মাটি করে নিয়েছেন অনুষ্কা শর্মা। সফল নায়িকা হওয়ার পাশাপাশি প্রযোজক অনুষ্কাও আলাদা জায়গা করে নিয়েছেন।

প্রিয়ঙ্কা, অনুষ্কা, গৌরী, কিরণ

প্রিয়ঙ্কা, অনুষ্কা, গৌরী, কিরণ

শেষ আপডেট: ২৭ মার্চ ২০১৭ ০০:৫৭
Share: Save:

অনুষ্কা শর্মা

ফিল্মি ব্যাকগ্রাউন্ড থেকে না এসেও বলিউডে পায়ের তলায় শক্ত মাটি করে নিয়েছেন অনুষ্কা শর্মা। সফল নায়িকা হওয়ার পাশাপাশি প্রযোজক অনুষ্কাও আলাদা জায়গা করে নিয়েছেন। কেরিয়ারের শীর্ষে থাকতে-থাকতে আর কোনও নায়িকাকে মূল ধারার প্রযোজনায় আসতে দেখা যায়নি। তাঁর প্রথম প্রযোজনা ‘এনএইচ টেন’ দিব্যি চলেছিল। সদ্য মুক্তিপ্রাপ্ত ‘ফিল্লৌরী’ও প্রশংসিত হয়েছে। এটা স্পষ্ট যে, ছবির গল্প বাছাইয়ের ক্ষমতা অনুষ্কার বেশ ভাল। যশ রাজ ফিল্মসের মঞ্চ থেকে অভিনয়ে ডেবিউ করলেও অনুষ্কা প্রযোজক হিসেবে একাই লড়াই করছেন। তাঁর লক্ষ্য, ছোট বাজেটে ভাল গল্প বলা। নতুন পরিচালক, অভিনেতাদের সুযোগও দিয়েছেন অনুষ্কা। ‘এনএইচ টেন’, ‘ফিল্লৌরী’ ছাড়াও তাঁর আরও দু’টো ছবি প্রযোজনা করার কথা।

প্রিয়ঙ্কা চোপড়া

অনুষ্কার মতো প্রিয়ঙ্কাও বলিউডের পারিবারিক ঘরানার বাইরে থেকে এসেছেন। তিনি হলিউ়ডেও বেশ নাম করেছেন। ধীরে ধীরে প্রযোজনাতেও মন দিয়েছেন প্রিয়ঙ্কা। তবে মেনস্ট্রিম হিন্দি ছবির বদলে তিনি মরাঠি, ভোজপুরি, পঞ্জাবির মতো আঞ্চলিক ছবি বেছেছেন প্রযোজনার জন্য। হিন্দিতে তাঁর বড় প্রজেক্ট ‘ম্যাডামজি’ আপাতত নানা জটে আটকে। সেখানে প্রিয়ঙ্কাই মুখ্যভূমিকায়।

আরও পড়ুন: ভূত অনুষ্কার ভবিষ্যৎ

গৌরী খান

তিনি নায়িকা নন। কিন্তু মহিলা প্রযোজকদের মধ্যে প্রথম সারিতে অবশ্যই গৌরী খানের নাম থাকবে। ‘ম্যায় হুঁ না’ থেকে ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘দিলওয়ালে’ শাহরুখ খানের সব বড় প্রজেক্টের প্রযোজক গৌরী। ‘ডিয়ার জিন্দেগি’, ‘রইস’এ সহ-প্রযোজনা করেছেন গৌরী। ইন্টিরিয়র ডিজাইনার হিসেবেও গৌরী বেশ সফল।

কিরণ রাও

আমির খানের প্রযোজনা সংস্থার অনেকটা দায়িত্বই কিরণ রাও সামলান। ‘লগান’-এর অ্যাসিসট্যান্ট ডিরেক্টর হিসেবে ফিল্ম কেরিয়ার শুরু করেছিলেন কিরণ। ‘ধোবি ঘাট’ ছাড়া আর কোনও ছবি পরিচালনা না করলেও প্রযোজক হিসেবে তাঁকে সফল বলতেই হবে। ‘তারে জমিন পর’ থেকে ‘দঙ্গল’ প্রযোজক কিরণ তাঁর জার্নিতে সফল। ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারদের উৎসাহ দেওয়ার কাজটাও কিরণ মন দিয়ে করে থাকেন।

বলিউ়়ডে মহিলা প্রযোজকের তালিকা এতেই শেষ নয়। একতা কপূর দীর্ঘদিন ধরে প্রযোজনা করছেন। শাহরুখ খানের সঙ্গে জুটি বেঁধে জুহি চাওলা ‘ড্রিমজ আনলিমিটেড’ শুরু করেছিলেন। মহেশ ভট্টর ব্যানারেই সফলভাবে প্রযোজনা করেছেন পূজা ভট্ট। টুইঙ্কল খন্নার অভিনয়ের কেরিয়ার না জমলেও প্রযোজক হিসেবে তিনি সফল। অক্ষয়কুমার অভিনীত ছবিগুলোই প্রযোজনা করে থাকেন টুইঙ্কল। তাঁর প্রযোজনায় ‘প্যাড ম্যান’ ছবির কাজ সম্প্রতি শুরু হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE