Advertisement
২৩ এপ্রিল ২০২৪

অনিন্দ্যর সিনে অভিষেক

‘কায়া’তে ‘কী দেব’ গানটি অবশ্য অনিন্দ্য আগেই নিজের অ্যালবামের জন্য তৈরি করেছিলেন। সেটা মুক্তিও পেয়েছিল।

অনিন্দ্য বসু।

অনিন্দ্য বসু।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০১৮ ০৭:০০
Share: Save:

তাঁর মিউজিক কেরিয়ারের ২৮ বছর পর এক নতুন সরণিতে পা রাখলেন অনিন্দ্য বসু। ‘কায়া’তে প্রথম বার সিনেমায় মিউজিক করলেন তিনি। এই ছবিতে দু’টি গানের মিউজিক করেছেন তিনি। গান দু’টি লিখেছেনও। অনিন্দ্য জানালেন, ‘‘ইন্ডিপেন্ডেন্ট মিউজিক করলেও ছবিতে কাজ করার ইচ্ছেটা বরাবরই ছিল। অনেক বারই বিভিন্ন ক্ষেত্রে কথাবার্তা হলেও সেটা পরিণতি পায়নি। তাই ‘কায়া’র ক্ষেত্রে বিশেষ আবেগ জড়িয়ে রয়েছে। আমার মতে আরও একটা বিষয় হল, ফিল্ম মিউজিকের ক্ষেত্রে চ্যালেঞ্জ এই যে, পরিচালকের ইচ্ছেকে মান্যতা দিয়ে সিচুয়েশনাল মিউজিক তৈরি করতে হয়।’’

‘কায়া’তে ‘কী দেব’ গানটি অবশ্য অনিন্দ্য আগেই নিজের অ্যালবামের জন্য তৈরি করেছিলেন। সেটা মুক্তিও পেয়েছিল। ছবির থিমসংও তাঁর। আরও দু’টি ছবিতেও মিউজিক করছেন তিনি। তবে সিনেমার পাশাপাশি নতুন গানও তৈরি করছেন। কিছু দিন আগে দিয়েগো মারাদোনা কলকাতায় আসার পরে ‘মারাদোনা’ গানটি বেঁধেছিলেন তিনি। সেই গানটিকেও দ্রুত মিউজিক ভিডিয়োর আকারে প্রকাশ করতে চান অনিন্দ্য।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Anindya Basu অনিন্দ্য বসু
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE