Advertisement
২০ এপ্রিল ২০২৪

কর্কে অন্দরমহলের ভোলবদল

বাড়িকে পরিবেশবান্ধব করে তুলতে বেছে নিতে পারেন কর্কবাড়িকে পরিবেশবান্ধব করে তুলতে বেছে নিতে পারেন কর্ক

শেষ আপডেট: ১৭ মার্চ ২০১৮ ০০:০০
Share: Save:

বাড়ি সাজানোর ট্রেন্ড বারবার বদলে যায়। কখনও রঙের খেলা জমে ওঠে তো, কখনও আসে সবুজায়নের জোয়ার। অন্দরমহল সাজানোর ক্ষেত্রে পরিবেশবান্ধব জিনিসপত্রের ব্যবহার বেড়েছে বেশ কয়েক বছর। এ বার তার জন্য বেছে নেওয়া হচ্ছে কর্ক। কারণ, কর্ক পুনর্ব্যবহারযোগ্য। ঘরের অভ্যন্তরে নিউট্রাল মাত্রা যোগ করে কর্ক। তার সঙ্গে আপনার সাধের ফ্ল্যাটে কর্ক নিয়ে আসে আধুনিক ভাবনার নতুন ছোঁয়া।

কর্কের সিলিং

এত দিন ধরে সাদা ড্রাইওয়াল সিলিংয়েই মানুষের চোখ অভ্যস্ত। খুব বেশি হলে ফ্ল্যাটের দেওয়ালের রং মিশিয়ে সিলিংয়ে লাগানো হয় রঙের পোঁচ। এ বার সেই পুরনো ধারা বদলে দিতে পারেন কর্কে। গোটা সিলিং জুড়েই লাগাতে পারেন কর্ক। কিংবা নানা রঙের কর্কের প্যাচ দিয়ে প্যাটার্ন তৈরি করতে পারেন সিলিংয়ে। সঙ্গে থাকুক মানানসই শ্যান্ডেলিয়ারের কারসাজি।

ম্যাটে কর্ক

কর্ক দিয়ে তৈরি ম্যাটের চাহিদা ভীষণ। তবে এ ক্ষেত্রে সেটা বাথম্যাট হলেই ভাল। অনেকের বাড়িতেই ওয়াইনের বোতলের কর্ক মজুত থাকে। তা না হলে দোকান থেকে কর্ক কিনে আনতে পারেন। নিজে হাতে সহজেই বাড়িতে বানিয়ে ফেলা যায় কর্ক বাথম্যাট। অনলাইন কিংবা মার্কেট থেকেও কিনে আনতে পারেন হরেক রকমের বাথম্যাট। বাথরুমে ঢোকার মুখে এই ম্যাট নিঃসন্দেহে আপনার শৌখিন রুচির পরিচয় দেবে।

দেওয়াল ও কর্ক

ঘরে নতুনত্ব আনতে কোনও বিশেষ দেওয়ালে উজ্জ্বল রং অনেক সময়ে সাহায্য করে। তবে আরও নতুনত্ব আনতে পারে চার দেওয়ালের মধ্যে একটা দেওয়ালে কর্কের ছোঁয়া। বিশেষত ডাইনিং রুম বা কোনও পার্টিশান তৈরির জন্য কর্কের দেওয়াল আদর্শ। কর্কের নিউট্রাল রং স্পেসকে দ্বিগুণ দেখাতেও সাহায্য করে। চাইলে কর্কের দেওয়ালে ফ্রেমে বন্দি করতে পারেন প্রিয় মুহূর্তগুলোও।

কর্কের মেঝে

মেঝেয় কর্ককে প্রধান উপকরণ হিসেবে ব্যবহার করার ক্ষেত্রে দ্বিমত আছে। যদি ফ্ল্যাটের গোটা মেঝে কর্কের তৈরি করতে না চান, তবে ড্রয়িং রুমে সেন্টার টেব্‌লের নীচে বা কার্পেটের অংশে ব্যবহার করুন কর্ক।

বাচ্চাদের ঘরে

প্রত্যেক শিশুই ছোটবেলায় শিক্ষক হতে চায়। সে জন্য তার ঘরে একটা ব্ল্যাকবোর্ড থাকা জরুরি। তার পাশাপাশিই যদি থাকে কর্ক বোর্ড? নিজের ইচ্ছে মতো এঁকে, রং করে লাগিয়ে রাখতে পারবে সেই বোর্ডে। পরীক্ষার রুটিন, হাতে তৈরি চাবির রিং, বাচ্চার তোলা ছবি— সব মিলিয়ে আপনার শিশুর মনের হদিশ রাখবে তার ঘরের কর্ক বোর্ড।

কর্ক প্ল্যান্টার্স

বাড়িতে কর্কের ছিপিওয়ালা বোতল থেকে কর্ক জমিয়ে রাখার চেষ্টা করুন। এবং সেই কর্কের ছিপির মধ্যেই লাগাতে পারেন ছোট ছোট ক্যাকটাস। সেই কর্ক প্ল্যান্টার্স লাগিয়ে রাখতে পারেন কর্কের দেওয়ালে। আবার চাইলে সেই প্ল্যান্টার্সের গায়েই চুম্বক লাগিয়ে বানিয়ে ফেলতে পারেন নতুন ধরনের ফ্রিজ ম্যাগনেট।

কর্কের টুকিটাকি

বাড়ির বসার জায়গাটায় নতুন কিছু করবেন ভাবছেন। কিন্তু সে ভাবে কোনও ছবিই মনে ধরছে না। তা হলে সোফার ঠিক পিছন দিকে ফাঁকা বড় দেওয়াল বেছে নিন। সেই জায়গায় পেন্সিল দিয়ে হাল্কা করে এঁকে নিতে পারেন নিজের দেশের ম্যাপ। তার পর মাপে মাপে কর্ক বসিয়ে, বানিয়ে ফেলতে পারেন কর্কের ম্যাপ। ইচ্ছে হলে গোটা বিশ্বেরই কর্ক ম্যাপ বানাতে পারেন। আলাদা রং দিতে পারেন আপনার পছন্দের তালিকা থেকে ঘুরতে যাওয়ার দেশগুলোতে।

পরিষ্কার কোনও কাচের বোতলের মধ্যে রং-বেরঙের কর্ক ভরে রাখলে, সেটাও শো-পিস হিসেবে দেখতে দারুণ লাগে। ছোট ছোট কর্কের ছিপির উপর ওয়াটারপ্রুফ পেন দিয়ে পুতুলের মিনিয়েচার বানিয়ে সাজিয়ে রাখতে পারেন ড্রয়িং রুমে। বেডরুমের ল্যাম্পশেডেও যদি দেওয়ালের রং মিলিয়ে কর্কের ছোঁয়া থাকে, তা হলে মন্দ কী!

আবার চায়ের পেয়ালা রাখার জন্য ব্যবহার করতে পারেন নানা ছবি আঁকা কর্কের কোস্টার!

আসল কথা হল, যেমন ভাবেই চাইবেন, কর্ক দিয়ে তেমনই পাল্টে ফেলতে পারেন অন্দরমহলের সজ্জা। দরকার শুধু রোজকার বাঁধা গতের বাইরে বেরিয়ে অন্য রকম কিছু ভাবনার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Home Decoration Decoration Cork
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE