Advertisement
২৫ এপ্রিল ২০২৪

বসন্তে গিংহ্যাম স্টাইল

চেক বা স্ট্রাইপের নতুন নাম গিংহ্যাম। মিনিমাল মেকআপের সঙ্গে পরুন এই প্রিন্টের পোশাকচেক বা স্ট্রাইপের নতুন নাম গিংহ্যাম। মিনিমাল মেকআপের সঙ্গে পরুন এই প্রিন্টের পোশাক

মধুমন্তী পৈত চৌধুরী
শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ০০:০০
Share: Save:

হাওয়ায় প্রেমের নেশা। আকাশে রঙের খেলা। শীতের সোয়েটারকে আলমারি-বন্দি করে বসন্ত তৈরি ফ্যাশন প্যারেডের জন্য। গরমের ফ্যাশন স্টেটমেন্টেরও আভাস পাওয়া যায় এই রঙিন বসন্তেই। গাছে-ফুলে যখন এত রঙের খেলা, পোশাকে তা বাদ যাবে কেন? রঙের সঙ্গে যদি চেক প্রিন্ট মিশে যায়, তা হলে কেমন হয় বলুন তো? চেক প্রিন্টই এখন নতুন নামে ইন... গিংহ্যাম ট্রেন্ড।

গিংহ্যাম শব্দটির উৎপত্তি মালয়েশিয়ায়। তবে ব্যুৎপত্তিগত অর্থ থেকে এর ব্যবহারিক ক্ষেত্র অনেকটাই আলাদা। সাধারণ ভাবে চেক প্রিন্ট বা স্ট্রাইপ প্রিন্টের পোশাকই এখন এই নামে পরিচিত।

চেক বা স্ট্রাইপ প্রিন্টের সঙ্গে গিংহ্যামের পার্থক্য কোথায়? এখানে লম্বালম্বি বা আড়াআড়ি সমান মাপের চেক প্রিন্ট হয়। দু’-তিনটি রঙের কম্বিনেশন না করে সাধারণত একটি রঙেই ড্রেসটা দেখতে বেশি ভাল লাগে। আর হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপর সাজানো হয় রঙের খেলা। রংগুলিও কিন্তু চোখের পক্ষে বেশ আরামদায়ক।

কী ভাবে ক্যারি করবেন?

বলিউড নায়িকাদের অনেকেই স্পোর্ট করছেন গিংহ্যাম স্টাইল। ড্রেস, স্কার্ট, শার্ট... আপনার ব্যক্তিত্ব ও স্টাইল বুঝে যে কোনও একটা বেছে নিতে পারেন। আপনার বোঝার সুবিধের জন্য রইল কয়েকটা টিপস:

• কোল্ড শোল্ডার রেড শর্ট ড্রেসের সঙ্গে ম্যাচ করতে পারেন হোয়াইট স্নিকার্স। এতে লুকটায় মডার্ন ফিলও থাকবে। আবার ফেমিনিনও হবে।

• পাউডার ব্লু রঙের গিংহ্যাম ব্লাউজ অফিসে চাকুরিরতাদের ওয়ারড্রোবে মাস্ট। বেল স্লিভস বা স্লিভসে ফ্রিলও ব্যবহার করতে পারেন।

• গিংহ্যাম ট্রাউজার্স বা পালাজো প্যান্টস যে কোনও সলিড কালারের শার্ট, টি-শার্টের সঙ্গে ম্যাচ করতে পারেন।

• স্লিভসে কারুকার্য মানেই স্টাইল একশো আনা। তাই রাফেলড স্লিভসও পরতে পারেন।

• প্রিম প্লিটেড স্কার্টের সঙ্গে ওভারসাইজড টপও দেখতে স্টাইলিশ লাগে।

• ক্রপ়ড ট্রাউজার্স বা অ্যাঙ্কল লেংথ জিন্সের সঙ্গে পরতে পারেন গিংহ্যাম স্লিপার্স।

• ক্লাচেও ব্যবহার করতে পারেন গিংহ্যাম প্রিন্ট। একটা সাদামাঠা ড্রেসের সঙ্গে ওই প্রিন্টের ব্যাগও লুকের জৌলুস বাড়াবে।

গিংহ্যাম প্রিন্টের মধ্যে হাইস্কুল ফিল আছে। তবে কোনও প্রাপ্তবয়স্ক মহিলা সেই ড্রেস পরলে তিনি যেন চুল বাঁধার ক্ষেত্রে ওয়াকিবহাল থাকেন। ধরুন, এই ড্রেসের সঙ্গে ফিশটেল ব্রেড বাঁধলে অল্পবয়সি দেখাতে পারে। তাই বয়সোপযোগী লুক করার জন্য টপ নট বা পনিটেল করতে পারেন। চুল খোলা রাখার অপশন তো সব সময়ই আছে।

এই ড্রেসের সঙ্গে মেকআপও রাখবেন মিনিমাল। ড্রেসের রং যেহেতু ডার্ক নয়, তাই মেকআপেও ডার্কশেড ব্যবহার না করাই ভাল।

গিংহ্যাম ড্রেসে বসন্তের সতেজতা আছে। আছে গরমের কমফর্ট ফ্যাক্টরও। এই ড্রেসের সঙ্গে অ্যাকসেসরিজও হবে মিনিমাল। তাই সকাল বা দুপুরের অনুষ্ঠানে এই প্রিন্টেড ড্রেস পারফেক্ট।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE