Advertisement
১৮ এপ্রিল ২০২৪

মাসের শেষ, খরচ বাঁচাবেন কীভাবে?

জেনে নিন কয়েকটি সহজ উপায়। তাই মাসের শেষে নিজেকে একটু কন্ট্রোল করতে হবে! কিন্তু এটা তো জ্ঞানপাপীর বাণী হল, আমি আপনি সক্কলে জানি। সেটা করার উপায়টা কী, সেটাই তো আসল, তাই না? হ্যাঁ, এবার সেটাই জেনে নিন। সহজ কয়েকটি টিপস!

শেষ আপডেট: ২৪ জুন ২০১৭ ১১:৩০
Share: Save:

মাসের শেষে পার্সের ওজন মানেই শুধু নানা রকম স্লিপ। টাকার বিশেষ দেখা নেই। সেভিংস অ্যাকাউন্টের অবস্থাও তথৈবচ। তাই ডেবিট কার্ডও ম্যালনিউট্রিশনে ভুগছে। তখন সবেধন নীলমণি ক্রেডিট কার্ডটির দিকেই হাত চলে যায়। কিন্তু চিন্তা তখনও থাকে, পরের মাসে যখন ইয়া মোটা বিলটি আসবে, সে তো স্যালারির অনেকটা অংশ খেয়ে নেবে। তার পর?

তাই মাসের শেষে নিজেকে একটু কন্ট্রোল করতে হবে! কিন্তু এটা তো জ্ঞানপাপীর বাণী হল, আমি আপনি সক্কলে জানি। সেটা করার উপায়টা কী, সেটাই তো আসল, তাই না? হ্যাঁ, এবার সেটাই জেনে নিন। সহজ কয়েকটি টিপস!

• প্রথমেই বলব, কার্ডে কেনাকাটা করা যেমন সহজ, তেমনই তার একটা উল্টো পিঠও আছে। হার্ড ক্যাশ যখন হাতে থাকে, তখন সেটা খরচ করার সময় অনেক সংযত থাকি আমরা, কিন্তু যখনই কার্ডে কোনও কিছুর দাম দিচ্ছি, টাকাটা হাতে করে দিতে হচ্ছে না বলে, অবচেতনেই কিছুটা খরচ বেশি

করে ফেলি। তাই খরচে লাগাম টানতে মাসের শেষ কয়েকটা দিন কেনাকাটা করতে বেরোলে, সঙ্গে কার্ড নয়, টাকা নিয়ে বেরোন।

• শপিংয়ে বেরোতে হলে, একটা লিস্ট বানিয়ে নিন। আপনার কী-কী জিনিস কেনা প্রয়োজন। আপনার কোন কোন জিনিস দরকার, ভেবে নিয়ে সেই মতো কিনলে কিন্তু খরচ বাঁচে এবং অপ্রয়োজনীয় জিনিসে বাড়িও ভারাক্রান্ত হয় না। তাই কেনার আগে ভেবে নিন, যা কিনছেন, সেটা আপনার বাড়িতে রাখার জায়গা আদৌ আছে কি না।

• অনলাইনে শপিং করার আগে অবশ্যই বিভিন্ন সাইটে যাচাই করে নিন। দামের তফাত চোখে পড়বে, তখন যেটির দাম কম, সেই জিনিসটি তুলে নিন।

• মাসের শেষে খুব প্রয়োজনীয় কিছু কিনতে হলে, ব্র্যান্ডের দিকে না ঝুঁকলেই কিন্তু আপনার অনেকটা টাকা বেঁচে যাবে। কোনও অনুষ্ঠান থাকলে, কাস্টমাইজ গিফ্‌ট দিতে

চেষ্টা করুন, খরচ কম হবে। তবে নেমন্তন্ন আগে পেয়ে থাকলে, মাসের শুরুতে উপহার কিনে রাখুন।

• হোটেল, রেস্তরাঁ হোক বা অফিস ক্যান্টিন, ভেবে দেখবেন বাইরে খেলেই কিন্তু আপনার পার্স হালকা। তাই মাসের শেষ সপ্তাহটা ইটিং আউট ভুলে থাকার চেষ্টা করুন। আর অফিসেও বাড়ির থেকে টিফিন নিয়ে যেতে চেষ্টা করুন।

• যাতায়াতেও কিন্তু আপনার অনেকটা টাকা সেভ হতে পারে। ট্যাক্সি নয়, বাস বা ট্রেন বা মেট্রোতে যাতায়াত করুন। অল্প দূরত্ব হলে রিকশায় না চেপে হেঁটে যান। টাকা বাঁচানোর কথাটা মাথা থেকে বের করে, নিজেকে ফিট রাখার কথা ভাবুন। তা হলে হাঁটতে উৎসাহও পাবেন।

উপরের টিপ্‌সগুলো সহজ। হয়তো আপনাদের অজানাও নয়। কিন্তু আসল সময় তা মাথায় আসে না। জুন মাস তো শেষের পথে। তাই নতুন করে মনে করিয়ে দিলাম, যাতে আপনাদের পকেটে চাপ না পড়ে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Money Savings
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE