Advertisement
২৪ এপ্রিল ২০২৪

জিনিয়ার যত্নআত্তি

বাগানে জিনিয়া না থাকলে চলে? এর পরিচর্যাও সহজবাগানে জিনিয়া না থাকলে চলে? এর পরিচর্যাও সহজ

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ০০:০০
Share: Save:

সাদা রং হোক কিংবা রঙিন, তাতে গন্ধ থাকুক কিংবা গন্ধহীন— ফুল ভালবাসেন না এ রকম মানুষ কমই আছেন। আর ফুলের প্রেমে পড়ে বহু মানুষই বেছে নিয়েছেন বাগান তৈরির শখ। সময়ের সঙ্গে তাল মিলিয়ে বাগান তৈরির আইডিয়া বদলেছে। কিন্তু যা বদলায়নি, তা হল জিনিয়ার প্রতি প্রেম। হয়তো বাড়িতে জিনিয়া ফলানো সহজ বলেই আরও বেশি করে মানুষ ঝোঁকেন জিনিয়ার দিকে।

প্রথমত, জিনিয়ার চাষ করা মোটেই ব্যয়বহুল নয়। কোনও নার্সারি থেকে জিনিয়ার চারা নিয়ে এসে বা জিনিয়ার বীজ কিনে শুরু করতে পারেন এর চাষ। বীজ মাটিতে পুঁতে দিন। চাইলে প্রাথমিক ভাবে ছোট টবে বীজ পুঁততে পারেন। এক-দু’সপ্তাহ পর চারা গাছ বেরোলে মাটি সমেত সেটা তুলে বড় টবে লাগাতে পারেন।

জিনিয়া চাষের সময় দু’টি গাছের মধ্যে কতটা দূরত্ব বজায় রাখবেন, সেটা মাথায় রাখা জরুরি। যেমন লিলিপুট জিনিয়ার আকার অত্যন্ত ছোট বলে এই ধরনের গাছ ঘন, সারিবদ্ধ ভাবে লাগাতে পারেন। অন্য জিনিয়া বড় হলে দু’টি গাছের মধ্যে ন্যূনতম দূরত্ব রাখা শ্রেয়।

অতিরিক্ত জল জিনিয়ার মোটেই পছন্দের নয়। তাই কতটা পরিমাণ জল দিচ্ছেন— সে দিকে খেয়াল রাখা জরুরি। আবার জিনিয়া চাষের উপযুক্ত তাপমাত্রা হল ৭৪ থেকে ৮৪ ডিগ্রি ফারেনহাইট। তাই পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো পৌঁছনো প্রয়োজন। তবে সারাদিন গনগনে আঁচে জিনিয়া গাছ রাখবেন না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Zinnia Flowers Bloom জিনিয়া
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE