Advertisement
১৮ এপ্রিল ২০২৪

লং ড্রেসে কোয়েল

কোয়েল মল্লিকের কাছে পশ্চিমি পোশাক মানেই ব্যক্তিত্বের সুচারু প্রকাশ। নিজেকে অ্যাকসেসরিজ়ে ভারাক্রান্ত করা নয়, পোশাকের সঙ্গী হোক অ্যাটিটিউড। বিভিন্ন অনুষ্ঠানে পরার জন্য কোয়েল বেছে নিয়েছেন তিন ধরনের লং ড্রেস। কোয়েল মল্লিকের কাছে পশ্চিমি পোশাক মানেই ব্যক্তিত্বের সুচারু প্রকাশ। নিজেকে অ্যাকসেসরিজ়ে ভারাক্রান্ত করা নয়, পোশাকের সঙ্গী হোক অ্যাটিটিউড। বিভিন্ন অনুষ্ঠানে পরার জন্য কোয়েল বেছে নিয়েছেন তিন ধরনের লং ড্রেস।

শেষ আপডেট: ০৪ মার্চ ২০১৭ ০০:৫৫
Share: Save:

পোশাকের ব্যাপারে আমি প্রথমেই বলব, যা-ই পরুন না কেন, নিজেকে কনফিডেন্ট দেখানোটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং আপনি যদি আত্মবিশ্বাসী হন, তা হলেই সেটা আপনার পোশাক, আচরণ সবকিছুর ভিতর দিয়ে ফুটে বেরোবে। তখনই কিন্তু আর পাঁচজন আপনাকে নোটিস করবে। ওয়েস্টার্ন ফ্যাশন ইজ় অল অ্যাবাউট নাইস ডিগনিফায়েড ক্লোদস।

আরও পড়ুন: বিরতির পর প্রিয়ঙ্কা

পোশাক বাছাটা অবশ্যই নির্ভর করছে কোথায় যাচ্ছেন, তার উপর। ধরুন, আপনি বন্ধুদের সঙ্গে হ্যাংআউট করছেন, যেখানে কমফর্টটাই আসল। সেখানে জিন‌্স অ্যান্ড টি শার্ট হচ্ছে আইডিয়াল। লং ড্রেস আমি পরতে ভীষণ পছন্দ করি ইনফর্মাল কোনও গেট টুগেদারে গেলে। আর এ ধরনের ড্রেস তো এখন ফ্যাশনেও ভীষণভাবে ইন। কাটের ব্যাপারে বলব, ওয়েস্টলাইন থেকে এ লাইন কাট আমি খুব পছন্দ করি, বডি মুভমেন্টের সঙ্গে তা খুব ভালভাবে খেলে বলে।

লং ড্রেসের সঙ্গে লং স্লিটস দেখতে ভীষণ ভাল লাগে। কারণ হাঁটাচলার সঙ্গে-সঙ্গে সেটারও একটা চলন থাকে। সেটা পাশে হতে পারে, আবার পিছনেও থাকতে পারে। অনেক সময় স্লিটের ভিতর ও বাইরে আলাদা-আলাদা রং হয়। হাঁটার সময় সেটা দেখা যায় এবং স্টাইলিশ লাগে।

বডি কনসেও সাইড স্লিট বা ব্যাক স্লিট আমার খুব পছন্দের। এতে মুভমেন্ট খুব কমফর্টেবল হয়। গরমের সময় ঘাড়কে মুক্ত রাখার জন্য লং ড্রেসের সঙ্গে টপ নট বা বান দেখতে খুব স্টাইলিশ।

পার্টিতে লং ড্রেসের সঙ্গে স্টোন স্টাডেড শ্যান্ডেলিয়ার ভাল মানাবে

লং ড্রেস যদি গোড়ালি পর্যন্ত ঢাকা হয়, তা হলে তার সঙ্গে স্টাইলিশ হিলস পরার পক্ষপাতী। কিন্তু গোড়ালি দেখা গেলে অনেকে লং ড্রেসের সঙ্গে ফ্ল্যাটস পছন্দ করেন, আমি হিলস-ই প্রেফার করি।

ওয়েস্টার্ন আউটফিটের সঙ্গে চলতে পারে ব্যাঙ্গলও

অনুলিখন: পারমিতা সাহা

মেকআপ: নবীন দাস

ছবি: সোমনাথ রায়

পোশাক ও ক্লাচ: লেবেল বাই

রিতু কুমার,

কোয়েস্ট

ইয়ারিং ও ব্যাঙ্গল:

জ্যাজ়ি জুয়েলরি, ডোভার লেন

নেকপিস ও জুতো: অলডো, ফোরাম কোর্টইয়ার্ড

ফুড পার্টনার: অওয়ধ ১৫৯০, দেশপ্রিয় পার্ক

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Koel Mallick কোয়েল মল্লিক
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE