Advertisement
১৬ এপ্রিল ২০২৪
চিত্রকলা ও ভাস্কর্য ২

পরিবৃত প্রকৃতি এবং জীবন

সম্প্রতি সোদপুরের জলসাঘর আর্ট গ্যালারিতে সুখচর পঞ্চম-এর উদ্যোগে অনুষ্ঠিত হল দ্বিজেন্দ্র ভৌমিকের আঁকা ছবির প্রদর্শনী। চারপাশের পরিবৃত প্রকৃতি ও জীবন তাঁর ছবির উত্‌স। কিন্তু সেই দৃশ্যজগত্‌ তাঁর চিত্রের প্রকৃষ্ট প্রস্থানভূমি মাত্র। তাকে বিশ্লিষ্ট ও বিমূর্তায়িত করে শিল্পী দৃশ্য ও দৃশ্যাতীতের মেলবন্ধন ঘটান।

মৃণাল ঘোষ
শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০১৪ ০০:০১
Share: Save:

সম্প্রতি সোদপুরের জলসাঘর আর্ট গ্যালারিতে সুখচর পঞ্চম-এর উদ্যোগে অনুষ্ঠিত হল দ্বিজেন্দ্র ভৌমিকের আঁকা ছবির প্রদর্শনী। চারপাশের পরিবৃত প্রকৃতি ও জীবন তাঁর ছবির উত্‌স। কিন্তু সেই দৃশ্যজগত্‌ তাঁর চিত্রের প্রকৃষ্ট প্রস্থানভূমি মাত্র। তাকে বিশ্লিষ্ট ও বিমূর্তায়িত করে শিল্পী দৃশ্য ও দৃশ্যাতীতের মেলবন্ধন ঘটান। প্রদর্শনীটি এর আগে অনুষ্ঠিত হয়েছে কলকাতার অ্যাকাডেমি অব ফাইন আর্টসে। সেখানে এই শিল্পীর সঙ্গে যৌথভাবে উপস্থাপিত হয়েছিল বিশিষ্ট আলোকচিত্রী প্রদীপ দত্তের ক্যামেরার কাজ। ক্যামেরাকে রং-তুলির মতো ব্যবহার করে প্রদীপও দৃশ্যকে দৃশ্যাতীতের ব্যঞ্জনায় অভিষিক্ত করেন।

প্রদর্শনী

চলছে

সিমা: রবীন্দ্রনাথ, রামকিঙ্কর, যামিনী রায়, যোগেন চৌধুরী, গণেশ পাইন প্রমুখ ১২ পর্যন্ত।

আলতামিরা: সমীর রায়, কৌশিক রাহা প্রমুখ কাল শেষ।

বিড়লা অ্যাকাডেমি: ‘সোসাইটি অব কনটেম্পোরারি’-র প্রদর্শনী কাল শেষ।

‘আরবান ইউটোপিয়া’ ২৪ ডিসেম্বর পর্যন্ত।

‘নস্ট্যালজিয়া’ ২৮ ডিসেম্বর পর্যন্ত।

গ্যালারি ৮৮: অমল ঘোষ ৩১ পর্যন্ত।

গ্যালারি কলকাতা: ‘ওয়ার অর পিস’ ৩ পর্যন্ত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

art exhibition mrinal ghosh
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE