Advertisement
২৫ এপ্রিল ২০২৪
চিত্রকলা ও ভাস্কর্য ২

বাস্তব ও স্বপ্নের রোম্যান্টিকতায়

মৃণাল ঘোষসম্প্রতি সোদপুরের জলসাঘর আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হল দেবমিত্র চৌধুরীর একক প্রদর্শনী। প্রদর্শনীর শিরোনাম ‘দিন চলে যায়’। দেবমিত্র কলকাতার গভর্নমেন্ট আর্ট কলেজের ১৯৯৯-এর স্নাতক।

শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০১৫ ০১:০০
Share: Save:

সম্প্রতি সোদপুরের জলসাঘর আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হল দেবমিত্র চৌধুরীর একক প্রদর্শনী। প্রদর্শনীর শিরোনাম ‘দিন চলে যায়’। দেবমিত্র কলকাতার গভর্নমেন্ট আর্ট কলেজের ১৯৯৯-এর স্নাতক। ২০০১-এ তিনি হায়দরাবাদ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করেছেন। স্বাভাবিকতার সঙ্গে স্বকীয় এক ধরনের অলঙ্করণময়তা ও টেক্সচার বা বুনোটকে মিলিয়ে তিনি নিজস্ব আঙ্গিক-পদ্ধতি গড়ে তুলেছেন, যাতে বাস্তবতা ও স্বপ্নময়তা বা রোমান্টিকতার মেলবন্ধন ঘটে। প্রবহমান বাস্তব জীবনেরই দৃশ্যরূপ তিনি গড়ে তুলতে চান। কিন্তু সেই বাস্তবতাকে নিজস্ব পদ্ধতিতে অলঙ্কৃত করে তোলেন। তাঁর ড্রয়িং-এ আর একটু বলিষ্ঠতা প্রয়োজন।

প্রদর্শনী

চলছে

লা মেরে: • বার্ষিক প্রদর্শনী কাল শেষ।

তাজ বেঙ্গল: • শুভেন্দু ঘোষ কাল শেষ।

অ্যাকাডেমি: • ‘ক্যালকাটা পেন্টার্স’-এর প্রদর্শনী ২৭ জানুয়ারি পর্যন্ত।

কেমোল্ড: • দেবদীপ ঘোষ ২৯ জানুয়ারি পর্যন্ত।

বিড়লা অ্যাকাডেমি: • বার্ষিক প্রদর্শনী ১ ফেব্রুয়ারি পর্যন্ত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

mrinal ghosh art exhibition
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE