Advertisement
১৯ এপ্রিল ২০২৪
চিত্রকলা ও ভাস্কর্য ২

মহাশক্তির প্রতীকী প্রতিমা

সম্প্রতি অ্যাকাডেমিতে দিল্লি-ভিত্তিক শিল্পী সুজন বিশ্বাস প্রথম একক প্রদর্শনী করলেন। প্রদর্শনীর শিরোনাম ‘ম্যানমেড নেচার’। প্রকৃতি ও মানুষের সম্পর্ক তাঁর ছবির প্রধান উপজীব্য। প্রকৃতিই মানুষের আশ্রয়।

মৃণাল ঘোষ
শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০১৪ ০৩:০১
Share: Save:

সম্প্রতি অ্যাকাডেমিতে দিল্লি-ভিত্তিক শিল্পী সুজন বিশ্বাস প্রথম একক প্রদর্শনী করলেন। প্রদর্শনীর শিরোনাম ‘ম্যানমেড নেচার’। প্রকৃতি ও মানুষের সম্পর্ক তাঁর ছবির প্রধান উপজীব্য। প্রকৃতিই মানুষের আশ্রয়। কিন্তু মানুষের সভ্যতা প্রকৃতিকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। এই বিপর্যস্ত প্রকৃতিকেই শিল্পী রূপ দিতে চেয়েছেন তার ক্যানভাসে। প্রকৃতি ও মানুষের সংঘাত থেকে এক অভিব্যক্তিবাদী জঙ্গম চিত্ররূপ তিনি গড়ে তুলতে চেষ্টা করেছেন। সংঘাতের এই ‘রূপ’কে তিনি প্রসারিত করেছেন পশু ও মানুষের সংঘাতের চিত্রায়ণে। আবার এই আঙ্গিক পদ্ধতি থেকেই রূপায়িত হয়েছে মহাশক্তির প্রতীকী প্রতিমা। এই বিস্তারেই তাঁর রূপভাবনা তাত্‌পর্যপূর্ণ হয়ে উঠেছে।

প্রদর্শনী

চলছে

সিমা: গণেশ পাইন ২২ নভেম্বর পর্যন্ত।

জি সি লাহা: সমীরণ দে, অর্ক আচার্য প্রমুখ আজ শেষ।

কেমোল্ড: উমা বর্ধন আজ শেষ।

বিড়লা অ্যাকাডেমি: ‘লেন্স ম্যানিয়া’ কাল শেষ।

পল্লব দাস কাল শেষ।

অ্যাকাডেমি: বিশ্বজিত্‌ সাহা, সৌমিত্র কর প্রমুখ ১৭ পর্যন্ত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

mrinal ghosh
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE