Advertisement
২৬ এপ্রিল ২০২৪
চিত্রকলা ও ভাস্কর্য ২

যুদ্ধ, সন্ত্রাস ও আতঙ্কের প্রতীক

সম্প্রতি অ্যাকাডেমিতে ঈশিতা চক্রবর্তী ও ভোলানাথ রুদ্র— একসঙ্গে ‘দ্য আর্জ অব লাইফ’ শীর্ষক প্রদর্শনী করলেন । ঈশিতা জলরং ভিত্তিক মিশ্রমাধ্যমে কাজ করেছেন। আপাত-শান্তির ভিতর কীভাবে প্রবেশ করে ভয়, দুর্ভাবনা, অশান্তির কাঁটা, সেটাই উন্মোচিত করেছেন অনেকটা শূন্য পরিসরের নীরব ব্যঞ্জনায়।

মৃণাল ঘোষ
শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৪ ০০:০২
Share: Save:

সম্প্রতি অ্যাকাডেমিতে ঈশিতা চক্রবর্তী ও ভোলানাথ রুদ্র— একসঙ্গে ‘দ্য আর্জ অব লাইফ’ শীর্ষক প্রদর্শনী করলেন । ঈশিতা জলরং ভিত্তিক মিশ্রমাধ্যমে কাজ করেছেন। আপাত-শান্তির ভিতর কীভাবে প্রবেশ করে ভয়, দুর্ভাবনা, অশান্তির কাঁটা, সেটাই উন্মোচিত করেছেন অনেকটা শূন্য পরিসরের নীরব ব্যঞ্জনায়। জলরঙের ব্যবহারে ভোলানাথ এঁকেছেন বাইরের জগতের যুদ্ধ ও সন্ত্রাসের ছবি। এডওয়ার্ড মুঙ্খ-এর ‘দ্য স্ক্রিম’ ছবিটিকে তিনি ব্যবহার করেছেন আতঙ্কের প্রতীক হিসেবে। বিষয়ভাবনা ও আঙ্গিকের পরিশীলিত উপস্থাপনায় তাঁর ছবিগুলি আজকের সন্ত্রাসের প্রাসঙ্গিক বার্তা বয়ে আনে।

প্রদর্শনী

চলছে

সিমা: ‘আর্ট ইন লাইফ’ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

অ্যাকাডেমি: মলয় জানা, নবোদয় পাল প্রমুখ ২২ পর্যন্ত।

দেবাশিস মিত্র ২২ সেপ্টেম্বর পর্যন্ত।

সমীর গুপ্ত, অশোক ঘোষ প্রমুখ ২২ সেপ্টেম্বর পর্যন্ত।

আইসিসিআর: ‘দুর্গা মহিমা’ ২২ সেপ্টেম্বর পর্যন্ত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

painting exhibition
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE