Advertisement
১৬ এপ্রিল ২০২৪

অকল্পনীয় কাব্যসেতু

শ্রীজাত যখন লেখেন প্রেমের কবিতা, তখন সেই কবিতার শরীরে একই সঙ্গে জেগে থাকে বর্ণময়তার উদ্‌যাপন ও বিষাদের প্রলেপ। মিলন ও বিচ্ছেদের মাঝখানে এক অকল্পনীয় কাব্যসেতু রচনা করে চলেন তিনি। তাঁর প্রেমের কবিতা (সিগনেট প্রেস। ২০০.০০) পাঠকদের কাছে আশ্চর্য উপহার।

শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০১৭ ০০:০০
Share: Save:

শ্রীজাত যখন লেখেন প্রেমের কবিতা, তখন সেই কবিতার শরীরে একই সঙ্গে জেগে থাকে বর্ণময়তার উদ্‌যাপন ও বিষাদের প্রলেপ। মিলন ও বিচ্ছেদের মাঝখানে এক অকল্পনীয় কাব্যসেতু রচনা করে চলেন তিনি। তাঁর প্রেমের কবিতা (সিগনেট প্রেস। ২০০.০০) পাঠকদের কাছে আশ্চর্য উপহার।

চাবুকের নীচে যে পশুরা থাকে, সপাং সপাং আওয়াজের সঙ্গে তাদের যন্ত্রণা পাওয়ার যোগ অব্যাহত, ক্ষমতাবানের হাতে ক্ষমতাহীনের যন্ত্রণা পাওয়ার যোগ অব্যাহত, মানুষের ব্যক্তিগত নিয়তির সঙ্গে মানুষের অসমযুদ্ধের যন্ত্রণা যোগ অব্যাহত— এই তিন বিন্দু থেকে কবিতারা ছুটে এসে মিলতে চেয়েছে জয় গোস্বামীর সপাং সপাং (সিগনেট প্রেস। ২০০.০০) কাব্যগ্রন্থে।

টাইম ট্রাভেল করে বিজ্ঞানী রবিনসন পৌঁছন তিরিশ বছর পরের পৃথিবীতে। নিজের পরিবর্তন, নিজের নৃশংসতা দেখে রবিনসন শিউরে ওঠেন নিজেই। কিন্তু বিজ্ঞানী কি শেষমেশ পারেন নিজের খুন হওয়া আটকাতে? এ সবই জানাবে সায়ন্তনী পূততুন্ডের একদিনের ঈশ্বর (আনন্দ। ২০০.০০) উপন্যাসখানি।

রিয়ানের কথা ভুলতে পারে না রাজিতা। রিয়ান নিজের অতীত থেকে পালাতে চায়। রাজিতার এ দিকে কেবলই মনে হয় রিয়ান আর ওর মধ্যের সাঁকো কি ভেঙে গেল? রাজিতা আর রিয়ানের গল্প হয়ে ওঠে বাকি সকলের গল্প। স্মরণজিৎ চক্রবর্তীর দোয়েল-সাঁকো (আনন্দ। ২০০.০০)।

এক দিকে কেয়া আর অন্য দিকে অহনা। দু’জনের কারও টানই এড়াতে পারে না অত্রি। কাহিনি গিয়ে দাঁড়ায় এমন এক পরিস্থিতিতে যেখানে এই সময়কার দাম্পত্য জীবন এবং নারী-পুরুষের ভালবাসা, সম্পর্কের টানাপড়েন নতুন করে চেনা যায়। আর এই নিয়েই সিজার বাগচীর ভালবাসার আলো (আনন্দ। ২০০.০০) উপন্যাস।

সত্য ও অহিংসার বাণী প্রচার ও প্রয়োগের ক্ষেত্র হিসেবে মহাত্মা গাঁধী বেছে নিয়েছিলেন স্বাধীনতা সংগ্রামের মঞ্চ এবং জনজীবনকে। তাঁর আহ্বানে ঘুম ভাঙে পরাধীন ভারতের। বিপুলরঞ্জন সরকারের গল্পকথায় গাঁধীজি (সিগনেট প্রেস। ২৫০.০০) বইটিতে গাঁধীজীবনের নানা কাহিনি।

ধাঁধা ব্যাপারটাই প্যাঁচালো। আর যত প্যাঁচালো ততই রসালো। তার ওপর যদি হয় গোলকধাঁধা, তা হলে তো সোনায় সোহাগা। মজাদার জটিল ধাঁধা আর গল্পের ছলে জট খোলার সূত্র দিয়ে সুজন দাশগুপ্তর ধাঁধাপুরী (আনন্দ। ২৫০.০০)।

সিদ্ধার্থ সিংহ-র পঞ্চাশটি গল্প (আনন্দ। ৩৫০.০০) বইতে পঞ্চাশ রকমের পঞ্চাশটি গল্প। কোনওটা তির্যক, কোনওটা সরাসরি ভঙ্গিতে লেখা। বিষয় অনুযায়ী যেমন বদলে বদলে গেছে ভাষা, বদলেছে বলার ভঙ্গিও। ।

বাংলা কবিতাতেও হানা দিয়েছিল ৯/১১। ক্ষয়রোগ, লিভার সিরোসিসে ভুগতে ভুগতে ১৯৭৭ সালের ১১ সেপ্টেম্বর বনহুগলির এক দাতব্য হাসপাতালে মারা যান নড়াইলের জমিদারসন্তান তুষার রায়। নেশার মাদকতা ছাপিয়ে কবিতাতেও তিনি অনন্য ব্যান্ডমাস্টার, মৃত্যুর নীল ফুলে দেখতে পান অন্ধকারের আলো। অর্ক দেবের সম্পাদনায় তুষার–এ (নিষাদ। ৬০০.০০) দুই মলাটের মধ্যে এ বার সেই কবির গদ্য ও পদ্য।

আনন্দ পুরস্কারপ্রাপ্ত কবি সুধীর দত্তের নতুন কবিতাবই রসুইঘর ও দক্ষিণ অগ্নি (সিগনেট। ১০০.০০)। তিনি অনুভব করেন ‘ভেঙে যায় সব সাঁকো/ লুম্পেন ও প্রলেতারিয়েত’।...সব কিছু সত্ত্বেও কবির আকাঙ্ক্ষা ‘কখনও কখনও বড় দীন মনে হয়। এবং প্রণত হতে ইচ্ছে করে খুব...’ এই চাওয়ার মধ্যে লুকিয়ে থাকে কবির নিজস্ব সত্তা।

বিভিন্ন সময়ে নানা সামাজিক ও রাষ্ট্রীয় অন্যায়ের বিরুদ্ধে সরব হয়েছে তাঁর কবিতা। জন্ম নিয়েছে প্রতিবাদ-প্রতিরোধের। সেই প্রেক্ষাপটে শঙ্খ ঘোষের লেখা দীর্ঘ সময়কালের বিভিন্ন কবিতার সংকলন সময়পটে শঙ্খ ঘোষ (দীপ প্রকাশন। ১৫০.০০)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Poems Books
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE