Advertisement
১৯ এপ্রিল ২০২৪

প্রাচীন জনপদের সাংস্কৃতিক ইতিহাস

হাওড়া জেলা নিয়ে তথ্যনির্ভর ইতিহাস হাওড়া জেলার ইতিবৃত্ত/ একাল ও সেকাল (পুস্তক বিপণি। ২০০.০০) লিখেছেন আভাসচন্দ্র মজুমদার। জনপদ পরিচিতির সঙ্গে উল্লেখ্য ব্যক্তি, প্রতিষ্ঠান ও শিল্পসংস্থার বিবরণ।

শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০১৭ ০০:০০
Share: Save:

হাওড়া জেলা নিয়ে তথ্যনির্ভর ইতিহাস হাওড়া জেলার ইতিবৃত্ত/ একাল ও সেকাল (পুস্তক বিপণি। ২০০.০০) লিখেছেন আভাসচন্দ্র মজুমদার। জনপদ পরিচিতির সঙ্গে উল্লেখ্য ব্যক্তি, প্রতিষ্ঠান ও শিল্পসংস্থার বিবরণ। শিবেন্দু মান্নার নতুন বই জনপদ জগৎবল্লভপুর/ ইতিহাস সমাজ সংস্কৃতি (অরুণা। ৩০০.০০)। প্রাচীন পথ, জনসমাজ, স্বায়ত্তশাসন, শিক্ষা, পুথিসাহিত্য, গণ-আন্দোলন, গ্রামীণ উৎসব, প্রত্নকীর্তি— সব মিলিয়ে এটি হয়ে উঠেছে গুরুত্বপূর্ণ আকর।

সুমাল্য দাস সম্পাদিত অম্বিকা কালনা ইতিহাস সমগ্র (প্রথম খণ্ড ধর্মীয় ও পুরাতাত্ত্বিক ইতিহাস, দ্বিতীয় খণ্ড সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস, তটভূমি। ২০০.০০ ও ১৭৫.০০) বইয়ে কালনার বিভিন্ন ধর্মীয় কেন্দ্রের ইতিহাস এবং প্রতিষ্ঠান, শিক্ষাসংস্কৃতি, মেলাপার্বণ, জলাশয়, বাজার ইত্যাদির বিবরণে উঠে আসে সামগ্রিক চিত্র। বৈদ্যপুর অঞ্চলের ইতিহাস (কালনা মহকুমা ইতিহাস ও পুরাতত্ত্ব চর্চা কেন্দ্র, পরি: অক্ষর। ২০০.০০) লিখেছেন সনৎ বন্দ্যোপাধ্যায়। শিক্ষা, খেলাধুলো, বিশিষ্ট ব্যক্তিত্ব, পুরাকীর্তি, উৎসব, নদনদীর কথা আলোচিত। অশেষ কয়াল লিখেছেন দাঁইহাটের ইতিহাস (পরি: দীপ্রকলম। ১২৫.০০)। বর্ধমান রাজবংশের সঙ্গে দাঁইহাটের সম্পর্ক, ইন্দ্রাণী নদীর গতিপথ, পুরাকীর্তি, শিল্প-পরম্পরা, বৈষ্ণব ও জৈন তীর্থ এ বইয়ে উপযুক্ত গুরুত্বে আলোচিত। স্বপনকুমার ঠাকুরের ইন্দ্রাণীর ইতিকথা/ বৃহত্তর কাটোয়া মহকুমার ইতিহাস ও সংস্কৃতির এক দিক (রাঢ় প্রকাশন। ১৫০.০০) বইয়ে প্রাচীন ইন্দ্রাণী নগর সহ সংলগ্ন প্রাচীন জনপদগুলির সাংস্কৃতিক ইতিহাস।

বাঁকুড়ার ইতিহাসের দীর্ঘ সময়কে দুই মলাটে ধরেছেন সুদীপ্ত পোড়েল (অতীত বাঁকুড়ার সমাজ ও অর্থনীতি/ প্রাগৈতিহাসিক থেকে ঔপনিবেশিক কালপর্ব, কলকাতা প্রকাশন। ৩৮০.০০)।

অজস্র ছবি সহ বিস্তারিত তথ্য সংকলন করেছেন অরিন্দম ভৌমিক তাঁর মেদিনীকথা/ পূর্ব মেদিনীপুর/ পর্যটন ও পুরাকীর্তি (৫৯৯.০০) বইয়ে। মানচিত্র সহ ব্লকভিত্তিক এই আলোচনা বহু পাঠকের প্রয়োজন মেটাবে। হরপ্রসাদ সাহু ও নীলোৎপল জানা সম্পাদিত মহিষাদল ইতিবৃত্ত (বাকপ্রতিমা। ৪০০.০০) এলাকার অতীত ইতিহাস, স্বাধীনতা সংগ্রাম, স্মরণীয় ব্যক্তিত্ব, গ্রামপরিচয় তুলে ধরেছে। বিপ্লব মাজী সম্পাদিত মেদিনীপুর চর্চা (বলাকা। ৫৫০.০০) জেলার ইতিহাস ও পুরাতত্ত্ব, স্বাধীনতা সংগ্রাম ও সামাজিক আন্দোলন, গ্রামনাম, ভাষা, লোকসংস্কৃতি, ধর্ম ও দর্শন, মেলা-পার্বণ, সাহিত্য সংস্কৃতি বিষয়ে নানা জনের লেখায় সমৃদ্ধ। মোগলমারির বৌদ্ধমহাবিহার/ বিবিধ প্রসঙ্গ (পারুল। ২০০.০০) বইয়ে সূর্য নন্দী নবাবিষ্কৃত এই বৌদ্ধকেন্দ্রটির প্রত্নকথা, উৎখননের ইতিবৃত্ত, ইতিহাস ও পর্যটন এবং বৌদ্ধ প্রভাব প্রসঙ্গে অনেকগুলি মূল্যবান লেখা সংকলন করেছেন। আছে অনেক ছবিও।

নদিয়ার ইতিহাস-চর্চা (অমর ভারতী। ৫৫০.০০) সম্পাদনা করেছেন মৃত্যুঞ্জয় মণ্ডল। ইতিহাস ও পুরাতত্ত্বের সঙ্গে আছে জনপদ নদনদী পথঘাট, শিল্পসংস্কৃতি, নাট্যচর্চা, সংগীত ও সাহিত্য প্রসঙ্গে নানা জনের কলমে বিস্তারিত আলোচনা।

যমুনা-ইছামতির তীরে তীরে (বেস্ট ফ্রেন্ড। ২৩০.০০) বইয়ে এই দুই নদীর তীরবর্তী ঐতিহাসিক এলাকা সমূহের কাহিনি লিপিবদ্ধ করেছেন স্বপনকুমার বিশ্বাস। হুগলি জেলার স্থানিক ইতিহাসের পরিশ্রমী ক্ষেত্রানুসন্ধানী কৌশিক পালচৌধুরীর হুগলী জেলার লৌকিক দেবতা (চতুর্থ খণ্ড, সৃষ্টি, পরি: দে’জ। ২৬০.০০) বইয়ে বাইশটি লোকদেবদেবীর কথা: গুড়াপের জয়চণ্ডী, ভাঙামোড়ার বিশালাক্ষী, বেঙ্গাইয়ের শ্যামরায় প্রভৃতি। রেখাচিত্রগুলি সুন্দর।

ভোলানাথ ভট্টাচার্যের পট ও পটুয়া-কথা (বইপত্তর.ইন। ৯০.০০) বইয়ে সংকলিত হয়েছে তাঁর পট ও মৃৎশিল্প সহ প্রাসঙ্গিক নিবন্ধাবলি। মধুসূদন মাজী আলো ফেলেছেন নতুন দিকে, তাঁর পুরুলিয়ার পটশিল্প ও পটের গান (রাঢ় প্রকাশন। ১০০.০০) বইয়ে বাংলার প্রান্তিক এক শিল্পীসমাজের ইতিবৃত্ত ধরা রইল।

শিবেন্দু মান্নার বঙ্গ হৃদি মহাদেবী দুর্গা (তথাগত। ২৫০.০০) বইয়ে সুপ্রাচীন কাল থেকে দুর্গার শত্রুদলনী ও জগৎপালয়িত্রী রূপ সমাজে, লোকগানে, পোড়ামাটি, কাঠ, পাথর, ধাতুশিল্পে, ভাস্কর্যে ও চিত্রে কী ভাবে প্রকাশ পেয়েছে, তারই গভীর অনুসন্ধানধর্মী গবেষণা। বহু রঙিন ছবি বইটির গুরুত্ব বাড়িয়েছে।

বাংলার শহর: ঔপনিবেশিক পর্ব (সম্পা: শেখর ভৌমিক অরিন্দম চক্রবর্তী, আশাদীপ। ২৫০.০০) বইয়ে বৃহত্তর প্রেক্ষিতে নগর চর্চার সঙ্গে বাংলার শ্রীরামপুর আসানসোল জলপাইগুড়ি সিউড়ি তমলুক ইংরেজবাজারের নগরায়ণ প্রসঙ্গে পথিকৃৎ আলোচনা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cultural History Books
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE