Advertisement
১৯ এপ্রিল ২০২৪
চিত্রকলা ও ভাস্কর্য ২

নিসর্গ শুধুই বাস্তবের নয়

সঞ্জয় বন্দ্যোপাধ্যায়-এর একক প্রদর্শনী অনুষ্ঠিত হল অ্যাকাডেমিতে। সঞ্জয় নিসর্গ আঁকেন। সেই নিসর্গ যতটা বাস্তবের, ততটাই কল্পনার। দীর্ঘদিন অনুশীলনে তাঁর কল্পনার নিসর্গ দৃশ্যমান বাস্তবতা ছাড়িয়ে স্বতন্ত্র বৈভবে সমৃদ্ধ হয়েছে।

মৃণাল ঘোষ
শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০১৭ ০০:০০
Share: Save:

সঞ্জয় বন্দ্যোপাধ্যায়-এর একক প্রদর্শনী অনুষ্ঠিত হল অ্যাকাডেমিতে। সঞ্জয় নিসর্গ আঁকেন। সেই নিসর্গ যতটা বাস্তবের, ততটাই কল্পনার। দীর্ঘদিন অনুশীলনে তাঁর কল্পনার নিসর্গ দৃশ্যমান বাস্তবতা ছাড়িয়ে স্বতন্ত্র বৈভবে সমৃদ্ধ হয়েছে। এ বারের ছবিগুলিতে বিশেষভাবে লক্ষনীয় বর্ণের প্রাচুর্য, যা তাঁর ছবিতে বিশেষ এক অভিব্যক্তিবাদী পরিমণ্ডল তৈরি করেছে। স্বাভাবিকতাকে অভিব্যক্তিময়তায় রূপান্তরিত করে তিনি মূর্ততার মধ্যেই বিমূর্তের অনুরণন এনেছেন।

প্রদর্শনী চলছে

সিমা:

অ্যাওয়ার্ডস শো ৫ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত।

গ্যাঞ্জেস:
যোগেন চৌধুরী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত।

গ্যালারি গোল্ড:
রাজ ও সুদর্শন ১০ থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত।

আই উইদিন ক্লাব:
রাজীব দেয়াশি ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

গ্যালারি ৮৮:
জ্যোতি ভাট ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sanjay Bandyopadhyay Painter
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE