Advertisement
২৫ এপ্রিল ২০২৪

তুলে এনেছে অনেক গভীর জিজ্ঞাসা

জাতীয় ইতিহাসে আঞ্চলিক ইতিহাস চর্চার প্রাসঙ্গিকতা থেকেই বেরল যজ্ঞেশ্বর চৌধুরীর নবদ্বীপ বিদ্যাসমাজের ইতিহাস (নবদ্বীপ পুরাতত্ত্ব পরিষদ। পরি: অক্ষর। ৬০০.০০)। প্রচলিত কল্পকথার বিভ্রান্তি সরিয়ে কয়েকশো বছর ধরে নবদ্বীপের শিক্ষাদীক্ষা, জ্ঞানবিজ্ঞান, সাহিত্যচর্চা নিয়ে ঐতিহাসিক দূরদর্শী রচনা।

শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০১৭ ০০:০০
Share: Save:

জাতীয় ইতিহাসে আঞ্চলিক ইতিহাস চর্চার প্রাসঙ্গিকতা থেকেই বেরল যজ্ঞেশ্বর চৌধুরীর নবদ্বীপ বিদ্যাসমাজের ইতিহাস (নবদ্বীপ পুরাতত্ত্ব পরিষদ। পরি: অক্ষর। ৬০০.০০)। প্রচলিত কল্পকথার বিভ্রান্তি সরিয়ে কয়েকশো বছর ধরে নবদ্বীপের শিক্ষাদীক্ষা, জ্ঞানবিজ্ঞান, সাহিত্যচর্চা নিয়ে ঐতিহাসিক দূরদর্শী রচনা।

‘এই পোলায় যে ফাউকাইছে, এ্যাহন য়্যারে লইয়া কী করন্ যায়? আসলে পোলায় খারাপ ল্যাহে নাই। বইয়ে আমার ভুল হুধরাইছে, বইরহালের বিক্রম লইয়া ম্যালা কথা কইছে।’ মিহির সেনগুপ্ত-এর ভাটিপুত্রের বরিশালি গদ্যসংগ্রহ-এ (আনন্দ। ৭৫০.০০) ভাটিপুত্রর বই সম্বন্ধে কিছু সত্য কথা বলে গিয়েছেন প্রয়াত ইতিহাসবিদ তপন রায়চৌধুরী। বইটিতে অন্তর্ভুক্ত হয়েছে লেখকের ছোট বড় চমৎকার আখ্যানমালা।

বিশিষ্ট আইনজীবী নরনারায়ণ গুপ্তর আদালতের ঘরে বাইরে/এক আইনজীবীর ফিরে দেখা (আনন্দ। ৩০০.০০) বইটি রাজনীতি আইন সংস্কৃতি এবং সমাজ বিষয়ে অনেক গভীর জিজ্ঞাসা তুলে এনেছে, যা গবেষকদেরও ভাবাবে।

সুব্রত চক্রবর্তীর বিপুল অভিজ্ঞতার ফসল পাখিওয়ালার ডায়রি (আনন্দ। ৩০০.০০)। পক্ষীপালন, পাখিদের আহার্য কী— তার বিশদ আলোচনার পাশাপাশি পাখিদের অসুখ, পশুপাখি পালন ও ক্রয়বিক্রয় সংক্রান্ত আইনকানুন সম্পর্কেও আলোকপাত করেছেন লেখক।

শম্ভু মিত্র রচনাসমগ্র-র দ্বিতীয় খণ্ড প্রকাশিত হল (সম্পা: শাঁওলী মিত্র, আনন্দ। ৬০০.০০)। ১৯৬২ থেকে ১৯৭২— এই সময়ের মধ্যে তাঁর রচিত, অনূদিত নাটক বা নাট্যপাঠ স্থান পেয়েছে এই খণ্ডে। সমস্ত রচনাই কালানুক্রমে সাজানো— তাঁর শিল্প সম্পর্কে ধারণা, দর্শন, ভাবনার পরিবর্তন ও বিবর্তন ধরা পড়ে।

ডা. গৌতম খাস্তগীর ও রুমি গঙ্গোপাধ্যায়ের না বলা শরীরী কথা (আনন্দ। ১৫০.০০) বইটিতে ‘মেয়েলি’ বা নারীশরীরবৃত্তের যে কোনও জৈবক্রিয়া ও নানা অসুখ, যা নিয়ে অজ্ঞানতার শেষ নেই, সবই আলোচিত।

সদ্য প্রয়াত ফাদার দ্যতিয়েন স্বাদু বাংলা গদ্য রচনায় কতটা দক্ষ ছিলেন, তাঁর সদ্য প্রকাশিত সাদাসিধে খসড়া তার প্রমাণ। এটিই তাঁর শেষ নিবেদন (আনন্দ। ২০০.০০)। সঙ্গে অলংকরণ দেবাশীষ দেব-এর।

বছর বছর পুকুর খুঁড়েও কেন মেলে না বাড়তি জল? চার বছর স্কুলের বেঞ্চে বসে থেকেও কেন লেখাপড়া শেখে না শিশুরা? অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ও স্বাতী ভট্টাচার্য-র বিকল্প বিপ্লব/যে ভাবে দারিদ্র কমানো সম্ভব (আনন্দ। ২০০.০০) শীর্ষক বইটি বলছে— এ রকমই নানা প্রশ্নের উত্তর থেকে গরিবগুর্বোর জীবনে আসতে পারে পরিবর্তন। আসছেও।

রংগন চক্রবর্তীর এক জীবন বিজ্ঞাপন (স্যাস। ১৫০.০০) বইটি এক সময়-জীবনের গল্প। তিন দশকের একটু বেশি আগের সময়ের দ্বন্দ্ব আর আনন্দের কাহিনি। এক দিকে ক্যাপিটালিজমের হয়ে কাজ করার বার বার ফিরে আসা গ্লানি আবার অন্য দিকে স্রেফ কাজের জোরে পায়ের নীচে মাটি পাওয়ার গল্প— যেখানে বাম রাজনীতিতেও বিলেত ফেরত না হলে কল্কে পাওয়া শক্ত ছিল।

মুনাফাপ্রবণ উন্নয়নের স্বার্থে মানুষ যে পশুর থেকে অনেক বেশি নির্দয় তা মণীন্দ্র গুপ্তের আখ্যানে, নুড়ি বাঁদর (অবভাস। ১০০.০০)। আখ্যানের স্থান-কালে প্রাক্‌-মহাভারত থেকে একুশ শতক একাকার।

গল্প বলা আর শোনা, আদিকালের এই ধারা কি আধুনিকের উপান্তে এসে শুকিয়ে গেল, এই প্রশ্ন থেকেই সন্দীপ বন্দ্যোপাধ্যায়ের কথা বৃত্তান্ত/ গল্প কথা কাহিনি আখ্যান (ধানসিড়ি। ১৫০.০০)। তত্ত্বালোচনার ভঙ্গিতে নয়, গল্প বলা-শোনার আনন্দ ভাগ করে নিয়েছেন লেখক পাঠকের সঙ্গে।

রূপকথার মায়াজাল কিংবা কিংবদন্তি ভেদ করে দ্বারকানাথ ঠাকুরের কর্মজীবন, মুখ্যত তাঁর শিল্প-বাণিজ্য নিয়ে সৃজন-উদ্যোগের বিস্তৃত ভুবনের পরিচয় কমলেন্দু ধরের দ্বারকানাথ ঠাকুর/ বাংলার শিল্প-বাণিজ্য-এ (করুণা। ৪৯৯.০০)। ভারতীয় শিল্প-বাণিজ্যে বাঙালি উদ্যোগের পরিপ্রেক্ষিতটি আলোচিত এখানে।

উন্নয়নের প্রকৃত মডেল কী হওয়া উচিত? একদা অনামা জনপদ সিঙ্গুর সেই গুরুতর প্রশ্ন তুলে দিয়েছে। তার উত্তরণ ঘটেছে গণআন্দোলনে। সেই আন্দোলনের দলিল-ঘটনা-সংঘাত-গান-কবিতার ইতিহাস উঠে এসেছে মধুময় পাল সম্পাদিত আবাদভূমির আগুনবীজ/সিঙ্গুর আন্দোলনের দলিল গ্রন্থে (দীপ প্রকাশন। ৩৫০.০০)

ইংল্যান্ডে জন্ম মেরি টাইলার-এর। বাঙালি ইঞ্জিনিয়ার অমলেন্দু সেনের সঙ্গে ভারতে পাড়ি, পরে বিয়ে। ১৯৭০-এর মে মাসে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গ্রেফতার হন দু’জনে। টাইলার-এর পাঁচ বছরের জেলজীবন নিয়ে ইংরেজি গ্রন্থের মানস ভট্টাচার্য কৃত অনুবাদ ভারতের জেলে আমার দিনগুলি (দীপ প্রকাশন। ২০০.০০)

নৃতত্ত্ব, পুরাতত্ত্ব নিয়ে নির্মলকুমার বসু যে চর্চা করেছেন, তার থেকে কিছু কম গুরুত্বপূর্ণ নয় তাঁর ইতিহাস পর্যবেক্ষণের দলিলগুলি। এ বার অভীককুমার দে-র সম্পানায় প্রকাশিত হল ছেচল্লিশের ডায়রি (দীপ প্রকাশন। ৫০০.০০), কলকাতার দাঙ্গার সময়ে তাঁর রোজনামচা। এই ডায়েরি, ও তার শেষে সংযোজিত চিঠিপত্রগুলি ব্যক্তিগত ছাড়িয়ে হয়ে ওঠে সমাজগত, রাজনীতিগতও। বিতর্ক উশকে দেওয়ার মতো মন্তব্যও আছে মাঝে মধ্যে: গাঁধীর কিছু ‘দুর্বলতা’ দেখে আক্ষেপ, ‘গান্ধীজীকে supreme political genius বলে মনে হচ্ছে, কিন্তু saint-এর তাপ কমে যাচ্ছে।’ অর্জুন গোস্বামী সম্পাদিত কলকাতা আর নোয়াখালি দাঙ্গা (গাঙচিল। ৪০০.০০) ১৯৪৬ সালের উপর জরুরি আলোকপাত। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, মণিকুন্তলা সেন, হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়, রমজান আলী খান মজলিস, গোপালচন্দ্র দে, জ্যোতি বসু— পরিচিত এবং কৌতূহলোদ্দীপক লেখক-সমাবেশ এই বইতে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Books
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE