বেকারত্ব বৃদ্ধির এই সময়ে চাকরির চেনা পথে না হেঁটে বিহারের এক যুবক শুরু করেছেন কৃষিকাজ। চাষ করে লাখ লাখ টাকা আয় করছেন তিনি।

ছবি: সংগৃহীত

বছর ২২-এর আরিয়ান মাশরুম, ক্যাপসিকাম এবং ধনে চাষ শুরু করেছেন।

ছবি: সংগৃহীত

পশ্চিম চম্পারন জেলার আরিয়ান ভূগোলে স্নাতক। পড়াশোনা শেষ করে সেনাবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন ছিল তাঁর।

ছবি: সংগৃহীত

কিন্তু সেনাবাহিনীর নির্বাচন প্রক্রিয়ায় ব্যর্থ হন তিনি। তবে হার মানেননি৷ পারিবারিক চাষের ব্যবসায় মনোনিবেশ করেন।

ছবি: সংগৃহীত

কৃষিতে তাঁর অনন্য পরীক্ষা-নিরীক্ষার কারণে চাষ করে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা আয় করছেন আরিয়ান।

ছবি: সংগৃহীত

নেট শেডের মাধ্যমে ক্যাপসিকাম, ধনেপাতা, চিনা বাঁধাকপি, মাশরুম চাষ করছেন তিনি। ব্যাপক লাভ হচ্ছে এই চাষ থেকে।

ছবি: সংগৃহীত

আরিয়ান বিহারের অন্যান্য কৃষকদের কাছে অনুপ্রেরণা  হয়ে উঠেছেন। ৫০ জনের কর্মসংস্থান হয়েছে আরিয়ানের ব্যবসার দৌলতে।

ছবি: সংগৃহীত

কৃষিকাজের জন্য পুরস্কারও পেয়েছেন আরিয়ান। ছোটবেলার স্বপ্নপূরণ না হলেও হার না মানা এবং নতুন কিছু করার চেষ্টাই তাঁর সাফল্যের মূলমন্ত্র।

ছবি: সংগৃহীত