আপনার সঙ্গী কি আপনার সঙ্গে প্রতারণা করছে? সাত লক্ষণ একেবারেই উপেক্ষা করবেন না।

ছবি: সংগৃহীত

অভ্যাস পরিবর্তন

 সঙ্গীর অভ্যাস বা অভিব্যক্তি যদি হঠাৎ বদলে যায়, তা হলে সতর্ক হতে হবে।

ছবি: সংগৃহীত

গোপন অ্যাকাউন্ট

সমাজমাধ্যমে সঙ্গী যদি গোপন অ্যাকাউন্ট তৈরি করে থাকেন, তা হলে সতর্ক হওয়া প্রয়োজন।

ছবি: সংগৃহীত

মিথ্যা বলা

অকারণে অতিরিক্ত রাগ দেখানো, কোনও বিষয় মিথ্যা কথা বললে হতে পারে আপনার সঙ্গী কিছু বিষয় গোপন করতে চাইছেন।

ছবি: সংগৃহীত

গোপনীয়তা

আপনার সঙ্গী যদি তাঁর মোবাইল বা ল্যাপটপ কোনও অবস্থাতেই আপনার নাগালের মধ্যে রাখতে না চান, তা হলে সতর্ক হোন। এই আচরণ সুস্থ সম্পর্কের পরিপন্থী।

ছবি: সংগৃহীত

অতিরিক্ত কাজ

 যদি হঠাৎ আপনার সঙ্গী অতিরিক্ত কাজ করা শুরু করেন বা কয়েক দিন পর পর ব্যবসায়িক সফরে যেতে শুরু করেন, তা হলে শুরুতেই অবিশ্বাস না করে তাঁর কাজের ধরন বোঝার চেষ্টা করুন।

ছবি: সংগৃহীত

তাড়াতাড়ি গিয়ে দেরিতে ফেরা

সঙ্গী যদি প্রায়ই অফিসের জন্য তাড়াতাড়ি রওনা হয়ে দেরি করে বাড়ি ফেরেন এবং দেরি হওয়ার কারণ জানাতে না চান, তা হলে সঙ্গীর গতিবিধির উপর নজর রাখা প্রয়োজন।

ছবি: সংগৃহীত

 মিস্‌ড কল

অপরিচিত নম্বর থেকে বার বার ফোন এলে সঙ্গী ষদি একান্তে কথা বলতে চান, আপনার সামনে কথা বলতে অস্বস্তি বোধ করেন তবে এটি স্বাভাবিক নয়।

ছবি: সংগৃহীত