সারা বিশ্বের ধনীতমদের নতুন তালিকায় ২৫ জন ভারতীয়ের মধ্যে জায়গা করে নিলেন রেণুকা জগতিয়ানি।

ছবি: সংগৃহীত

ফোর্ব্‌স প্রকাশিত ওই তালিকার ৪৪ নম্বরে রয়েছে রেণুকার নাম।

ছবি: সংগৃহীত

নয়া ধনকুবের রেণুকা জগতিয়ানির সম্পত্তির পরিমাণ কত জানেন?

ছবি: সংগৃহীত

বেসরকারি সংস্থার সিইও রেণুকার মোট সম্পত্তির পরিমাণ ৪৮০ কোটি ডলার বলে দাবি করা হয়েছে ফোর্ব্‌সের রিপোর্টে।

ছবি: সংগৃহীত

রেণুকা জগতিয়ানি ২০ বছরেরও বেশি সময় ধরে এই সংস্থার নেতৃত্ব দিচ্ছেন। ভারতে ছাড়াও আরব এবং আফ্রিকায় বিস্তৃত হয়েছে তাঁর ব্যবসা। 

ছবি: সংগৃহীত

স্বামী মিকি জগতিয়ানির মৃত্যুর পর ব্যবসার হাল ধরেন রেণুকা। 

ছবি: সংগৃহীত

জানা যায়, মিকি আগে লন্ডনে ট্যাক্সি চালাতেন। স্বামী-স্ত্রী কঠোর পরিশ্রম করে এই সংস্থাটি গড়ে তোলেন।

ছবি: সংগৃহীত

তিন সন্তানের সংসার, ৫০ হাজারেরও বেশি কর্মীর দায়িত্ব— সব সামলেই দেশের নতুন শতকোটিপতি হয়ে উঠেছেন ৭০ বছর বয়সি ব্যবসায়ী রেণুকা জগতিয়ানি।

ছবি: সংগৃহীত