‘শার্ক ট্যাঙ্ক’ খ্যাত নমিতা থাপার দেশের শীর্ষ উদ্যোগপতিদের মধ্যে অন্যতম। বিলাসবহুল জীবনযাপনের পাশাপাশি কোটি টাকার একাধিক গাড়ি এবং বাংলোর মালকিন তিনি।

ছবি: সংগৃহীত

‘শার্ক ট্যাঙ্ক’ সিজ়ন ২-এর বিচারক ছয় শার্কের মধ্যে ছিলেন নমিতা থাপার। পারিবারিক ব্যবসা ছাড়াও তিনি রোজগার করেন ইউটিউব থেকে।

ছবি: সংগৃহীত

রিয়্যালিটি শো ‘শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া’র সবচেয়ে ধনী বিচারক ছিলেন নমিতা।

ছবি: সংগৃহীত

এমবিএ পাশ করে প্রথমে আমেরিকায় একটি ওষুধ প্রস্তুতকারক সংস্থায় কাজ করতেন তিনি।

ছবি: সংগৃহীত

ভারতে আসার পর নমিতা তাঁর বাবার সংস্থায় যোগ দেন।

ছবি: সংগৃহীত

পুণেতে ৬০ কোটি টাকার একটি বিলাসবহুল বাংলো রয়েছে তাঁর।

ছবি: সংগৃহীত

নমিতার গাড়ির সংগ্রহে রয়েছে বিএমডব্লিউ এক্স৭, মার্সিডিজ় বেন্‌জ় জিএলই, অডি কিউ৭।

ছবি: সংগৃহীত

নমিতা থাপারের মোট সম্পত্তির পরিমাণ ৬০০ কোটি টাকা।

ছবি: সংগৃহীত