একেবারে নতুন ধাঁচে সাজলেন মনামী ঘোষ।

ছবি: সংগৃহীত

তিনি এলেন, লাল গালিচায় হাঁটলেন, মুগ্ধ করলেন অনুরাগীদের। 

ছবি: সংগৃহীত

পাশ্চাত্যের সঙ্গে বাংলার লোকশিল্প হাতে হাত ধরে বসেছে তাঁর লুকে। ঠিক কেমন মনামীর সেই সাজ?

ছবি: সংগৃহীত

ইনস্টাগ্রামে অভিনেত্রী শেয়ার করেছেন তাঁর সাদা-লাল গাউন পরা ছবি।

ছবি: সংগৃহীত

সাদা সিন্ড্রেলা গাউনের উপর লাল সুতোয় কাঁথার কারুকাজ। 

ছবি: সংগৃহীত

লাল ফিতে দিয়ে টেনে বাঁধা বেড়া বিনুুনি। তবে এখানেই শেষ নয়।

ছবি: সংগৃহীত

অভিনেত্রীর উন্মুক্ত পিঠে সাদায় লেখা বাংলা কবিতার চারটি লাইন। ইব্রাহিম আরাফাতের ‘নকশী কাঁথা’ কবিতা থেকে তিনি বেছে নিয়েছেন চারটি পংক্তি।

ছবি: সংগৃহীত

তাঁর পিঠ জুড়ে লেখা— ‘‘অস্ফুট সেই না বলা কথা মনের আবেগের হারানো ব্যাথা আঁকে আর লিখে শোক গাঁথা কত স্বপ্ন দিয়ে বোনে, নকশী কাঁথা'’’

ছবি: সংগৃহীত